নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

'সাভার গণহত্যা': মানুষবিরোধী এই রাজনীতি এবং বানিজ্যিক সন্ত্রাসকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান জানাচ্ছি

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

যতবার যতমাধ্যমে জানছি সংখ্যা শুধুই বাড়ছে, নিজেকে স্থির রাখা কঠিন হয়ে যাচ্ছে। আশঙ্কায় প্রাণ কেঁপে যাচ্ছে যে এই সংখ্যা কোথায় কী ঠেকবে? এই গণহত্যাকে 'ট্র্যাজেডি', 'দূর্ঘটনা' বলা বন্ধ হোক। একে ২০১৩ সালের 'সাভার গণহত্যা' বলা হোক। এবং এর সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের রাজনৈতিক দেউলিয়াপনা নিয়ে কথা বলা অর্থহীন। আমাদের প্রিয় এই রাষ্ট্রটি একটি অমানবিক রাষ্ট্রে পরিনত হয়েছে। এর রাজনীতিবিদগন এবং ব্যবসায়ীদের যুগল দোস্তি আমাদের ক্রমাগত কোন অতল সীমায় নিয়ে যাচ্ছে তা আমরা প্রতিদিন দেখছি। এই রাষ্ট্রের নাগরিকদের এর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা ভাবে গর্দভ এবং আহাম্মক। নাহলে দিনের পর দিন অহেতুক যে বাকবিস্তার আমরা দেখি তা ওনারা কাদের উদ্দেশ্যে করেন? পোশাকশিল্পের ব্যবসায়ীরা এতটাই অমানুষ এবং পশুবদ যে তাদের কাছে আর কিছু বলার দিন ফুরিয়েছে। আর কত দিন আমরা তাদের বলব, আপনারা পোশাক শ্রমিকদের মানুষের মর্যাদায় তাদের প্রাপ্য তাদেরকে দিন। এই শ্রমিক ভাই-বোনেরা কী এই দেশের মানুষ না? এরা কী দাসপ্রথার যুগে বসবাসকারী, নিজ দেশে পরবাসী? রাষ্ট্রের কাছে তার নাগরিকরা হওয়ার কথা সন্তানের মত। আমাদের রাষ্ট্রের কাছে আমরা নেহায়াত ছাড়পোকা। পিশে মারো, পুড়িয়ে মারো, না খাইয়ে মারো... মারো যত প্রকারে সম্ভব। আমরা এইসবই দেখছি। গতকাল গণহত্যা শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রের নীতিনির্ধারকরা কে কী বলেছেন, কে কী করেছেন সবাই তা দেখেছে। কতটা কাণ্ডজ্ঞানহীন আমাদের অভিভাবকরা! আর কতটা মহান আমাদের সাধারন মানুষ। আমাদের তরুণপ্রাণ। গতকাল আবার আমাদের সাধারন, খেটে খাওয়া, অসহায় মানুষই পাশে দাড়িয়েছে আরো অনেক অসহায় মানুষের। শক্তিমানরা তখন সাইড লাইনে দাড়িয়ে হিসাব কষছেন কী করলে কী হয়! আমরা ভুলে যাই নি যে মুক্তিযুদ্ধের সময়েও এই একই দৃশ্য আমরা দেখেছি। তবুও দেশ শত্রুমুক্ত হয়েছিল। মানুষবিরোধী এই রাজনীতি এবং বানিজ্যিক সন্ত্রাসকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান জানাচ্ছি। এদেরকে নব্যসময়ের মানুষবিরোধী এবং দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার আহবান জানাচ্ছি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.