নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

'বাংলাদেশের হৃদয়' প্রামাণ্যচলচ্চিত্রের বিষয়ে ভালো লাগা...

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

৫ জুন সন্ধ্যায় গিয়েছিলাম পাবলিক লাইব্রেরী মিলনায়তনে। এই দিন শাহবাগ আন্দোলন নিয়ে বেশ কিছু প্রামাণ্যচলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন ছিল। বেশ কয়েকটি প্রামান্যচলচ্চিত্রের বিষয়েই ভালো লাগা তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেও একটি প্রমাণ্যচলচ্চিত্র বিশেষভাবে আনন্দিত করেছে, অবাক করেছে এবং নির্মাতার সৃজনশীল সত্ত্বার প্রতি শ্রদ্ধাশীল করে তুলেছে। প্রশংসিত প্রমাণ্যচলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল আবারও একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ন, মানবিক দিক থেকে অসম্ভব হৃদয়গ্রাহী এবং অনেক সহজ কিন্তু ভীষণ প্রয়োজনীয় কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তাঁর 'বাংলাদেশের হৃদয়' প্রামাণ্যচলচ্চিত্রের মধ্য দিয়ে। এই প্রামাণ্যচলচ্চিত্রে শাহবাগ আন্দোলনের গতি-প্রকৃতি ও বাংলাদেশের আগামীর গন্তব্য বিষয়ক জিজ্ঞাসা অসম্ভব সৃজনশীল এবং মানবিকভাবে চিত্রায়িত হয়েছে। ছবিটি নিজেই কথা বলে, নির্মাতাকে বলাতে হয় নি... যা অনায়াসসাধ্য নয় মোটেও। নির্মানের এই দক্ষতা সহজ নয় নিঃসন্দেহে...নির্মাতার মননে রাজনৈতিক দায় এবং মানবিকবোধের সার্বজনীনতার মাধ্যমেই তা অর্জিত হয়। যারা এখনও দেখেন নি তাদের এই চলচ্চিত্রটি দেখতে উৎসাহিত করছি না, বরং অনুরোধ করব দেখে ফেলুন। যারা উদ্যোগি হয়ে দেখাতে চান বিভিন্ন জায়গায় তাদের বলব দেখানোর উদ্যোগ নিন। আমরাও উদ্যোগ নিচ্ছি, আগামী ১৪ জুন শুক্রবার, বাংরাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫.৩০টায় এই প্রামাণ্যচলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করার প্রস্তুতি নিচ্ছি।



প্রদর্শনীর বাকি বিস্তারিত তথ্য আগামীকাল দিতে পারব আশা করছি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.