![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
বরেণ্য চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হয়েছেন ৩০ মে। বাংলা ভাষার অন্যতম প্রতিভাবান চলচ্চিত্রকার ঋতুপর্ণ। তিনি তাঁর প্রতিটি চলচ্চিত্রে নিরীক্ষা করেছেন চলচ্চিত্রের নতুনতর ভাষা ও ভঙ্গির। সমকালিন উপমহাদেশের চলচ্চিত্রে ঋতুপর্ণ প্রভাবিত করেছেন প্রায় সকল তরুণ চলচ্চিত্রকারদের। তাঁর প্রতিটি চলচ্চিত্র বিষয় এবং আঙ্গিকের কারণেই গুরুত্বপূর্ণ হয়ে আছে। মাত্র ৪৯ বছরের যাপিত জীবনে ঋতুপর্ণ নির্মাণ করেছেন ১৯টি চলচ্চিত্র। তাঁর অকাল প্রয়াণ আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের চলচ্চিত্রপ্রেমী অথবা কর্মীদের মত আমরাও তাঁর এই অকাল প্রয়ানের শোক বহন করব বহু দিন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘অতঃপর ঋতুপর্ণ’ শিরোনামে ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আগামী ২৮ ও ২৯ জুন, শুক্র ও শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ ঘোষ নির্মিত নির্বাচিত চারটি চলচ্চিত্রের প্রদর্শনী এবং তাঁর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২৮ জুন, শুক্রবার, ৩টি চলচ্চিত্রের প্রদর্শনী থাকবে। বিকাল ৩টায় প্রদর্শিত হবে ঋতুপর্ণ ঘোষ নির্মিত ‘দহন’, ৫টায় ‘দোসর’ এবং সন্ধ্যা ৭টায় ‘চোখের বালি’।
২৯ জুন, শনিবার, বিকাল ৪.৩০টায় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় স্মরণ-আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের অগ্রজ চলচ্চিত্রকার, চলচ্চিত্রকর্মী, গবেষক, কবি, নাট্যকার, শিল্পীসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্মরণসভায় প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
স্মরণ-আলোচনার পর সন্ধ্যা ৬.৩০টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘আবহমান’।
দুই দিনব্যাপি এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠান সূচি:
২৮ জুন, শুক্রবার, চলচ্চিত্র প্রদর্শনী
বিকাল ৩টায় ‘দহন’, ১৪৫ মিনিট
বিকাল ৫টায় ‘দোসর’, ১২৭ মিনিট
সন্ধ্যা ৭টায় ‘চোখের বালি’, ১৬৭ মিনিট
২৯ জুন, শনিবার, স্মরণসভা এবং চলচ্চিত্র প্রদর্শনী
বিকাল ৪.৩০টায় স্মরণসভা ‘অতঃপর ঋতুপর্ণ’
সন্ধ্যা ৬.৩০টায় চলচ্চিত্র প্রদর্শনী ‘আবহমান’, ১২২ মিনিট
স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, (লিফটের ৩), জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫২
সিস্টেম অ্যাডমিন বলেছেন: এই ক্ষণজন্মা এত অল্প সময়ে তাঁর প্রতিভার অনন্ত স্বাক্ষর তাঁর কাজের মধ্যে দিয়ে বাংলা সিনেমা তথা সমগ্র চলচিত্র জগৎ কে সমৃদ্ধ করে গেছেন। তিনি যেখানেই থাকুন না কেন ভাল থাকুন এই কামনাই করি।