![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
নিশ্চয়ই 'যুদ্ধশিশু' নিয়ে আরো বোঝাপরা দরকার। আমি জোর দিয়ে বলছি, এক বাক্যে 'যুদ্ধশিশু' খারিজ না করে দেখা উচিত এই ছবিটিতে আরো কী কী আছে? ছবির নির্মাণ-সংক্রান্ত ত্রুটি নিয়ে কথা বলার প্রয়োজন যতখানি তারচেয়ে বেশি প্রয়োজন এই ছবির চেতনাপ্রবাহ নিয়ে আলোচনা এবং গভীর পর্যবেক্ষণের... আমি সত্যিই এই ছবির মধ্যে 'মেহেরজানে'র ভিন্নরূপ হাজির দেখতে পাচ্ছি... আফসোস এই যে, প্রবলভাবে পাকিস্তানী হানাদারবাহিনীর নৃশংসতা দেখালেই আমার ভেবে নেই এটা খুব আমাদের নিজস্ব চলচ্চিত্র হয়ে উঠল... ব্যাপারটা তা নয়... এটা ঠিক যে, আমাদের চেয়ে বেশি কেউ জানে না পাকিস্তানীরা কেমন বর্বর, কেমন জানোয়ার হতে পারে... সেটা সবচেয়ে নৃশংসভাবে দেখানোর মধ্য দিয়ে যে সন্তুষ্টি তৈরির পথ করা হচ্ছে; সেই পথে আরো কী কী বিষয় অনায়াসে 'খেয়ে' নিলাম আমরা তা বুঝে ওঠার দায়বোধ করছি... আমার গতকালের বক্তব্যটি ছিল 'যুদ্ধশিশু' দেখার তাৎক্ষনিক প্রতিক্রিয়া... পুরো পর্যবেক্ষণ প্রকাশের প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি...
২| ২২ শে মে, ২০১৪ সকাল ১১:৩১
সোহানী বলেছেন: কেই বলে ভালো কেই বলে ভালো না ..... একটা দোটানার মধ্যে আছি ছবিটা নিয়ে.... সাধারনত অামি যুদ্ধের ছবি দেখতে চাইনা কারন এটি এতো বেশী মানসিকভাবে আমাকে বিধ্বস্ত করে যে স্বাভাবিক হতে অনেকদিন সময় নেয় তারপর ও ভাবছি দেখবো ছবিটা।
৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০১
তাসজিদ বলেছেন: না দেখে মন্তব্য করবো না।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৪ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং পর্যবেক্ষণ। দেখেন আরো বিস্তারিত করা যায় কিনা।