![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
২৩ জানুয়ারি ২০১৫, শুক্রবার হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র একযোগে বাংলাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দেশের চলচ্চিত্রশিল্পের সাথে যুক্ত অসংখ্য মানুষই এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আবার কিছু মানুষ এই প্রক্রিয়াকে সাধুবাদও জানিয়েছেন। আরও কিছু মানুষ স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার সাথে জড়িত।
আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরা বিষয়টাকে উপেক্ষা করতে পারি না। বিশেষত দীর্ঘদিন ধরে আলোচিত প্রসঙ্গটি বর্তমানে সার্বিক আলোচনার প্রায়োগিক দাবি রাখে।
আর তারই প্রেক্ষিতে দেশের পাঁচটি চলচ্চিত্র সংসদ একত্রে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে, যেখানে হিন্দি ভাষার ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পাওয়ার পক্ষে এবং বিপক্ষের মানুষদের সার্বিক আলোচনার প্রেক্ষিতে বিষয়টির সামগ্রিক প্রভাব উদ্ঘাটনের প্রয়াস চালানো হবে।
এই বৈঠকে চলচ্চিত্রশিল্পের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতির পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। আমরা আশা করছি আলোচনার মাধ্যমে 'ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র' এবং আমাদের 'করণীয়' বিষয়ে সম্মিলিত সিদ্ধান্তে পৌছানো সম্ভব হবে। যা এই কুয়াশাচ্ছন্ন সময়ে ভীষণ জরুরি বলে মনে করছি।
আলোচনায় উপস্থিত থাকবেন-
চলচ্চিত্রকার সিবি জামান
নাট্যজন মামুনুর রশীদ
চলচ্চিত্রকার ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু
স্থপতি লায়লুন নাহার স্বেমি
চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ
লেখক ড. সলিমুল্লাহ খান
চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু
চলচ্চিত্রকার মতিন রহমান
চলচ্চিত্রকার মুশফিকুর রহিম গুলজার
চলচ্চিত্রকার শাহ আলম কিরণ
চলচ্চিত্রকার অহিদুজ্জামান ডায়মন্ড
চলচ্চিত্রকার সোহানুর রহমান সোহান
চলচ্চিত্রকার এফ আই মানিক
চলচ্চিত্র গবেষক ড. ফাহমিদুল হক
চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন
চলচ্চিত্র সম্পাদক জুনায়েদ হালিম
চলচ্চিত্রকার টোকন ঠাকুর
চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী
চলচ্চিত্র সংসদকর্মী বিপ্লব মোস্তাফিজ
চলচ্চিত্রকার নোমান রবিন
গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করছে-
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS)
জাহাঙ্গীরনগর স্টুডেন্ট'স ফিল্ম সোসাইটি
রণেশ দাশগুপ্ত ফিল্ম সোসাইটি
জগন্নাথ ফিল্ম সোসাইটি
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭
সজল কির্ত্তনিয়া বলেছেন: কাফনের কাপড় পড়ে যে সব ঢালিউড তারকা সরকারের সিধান্তের প্রতিবাদ করতে নেমেছে, এরাই এদেশের সিনেমা ধ্বংসের কারিগর।
হারামজাদা গুলোকে কানে ধরে হিন্দি সিনেমা দেখা বাধ্যতামুলক করা দরকার।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
মাহমুদ তূর্য বলেছেন: ভারতীয় চলচিত্র হলে দেখানোর ঘোর বিরোধী। কিন্তু এই ৪৩ বছরের আমাদের চলচিত্র কোন চুল ছিঁড়ছে.....
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সরকার আঁতাত করে হাত মেলায়
উপরে ঢালে পানি
কাটে গোঁড়ায় ।।
বাংলা সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা
আর থাকবেনা ।।
চাই এর বিরুদ্ধে প্রতিবাদ ।।