নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে ডিসেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী হবে ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার!

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলো নূন্যতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হয়।

উৎসবে ডিসেম্বর মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকাল ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায়।

উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্র
বিকাল ৩টায় ৮টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘স্বপ্ন’ নির্মাতা রুমু ইসলাম (উদ্বোধনী প্রদর্শনী), ‘টু-নেস’ নির্মাতা জাবেদ পাটওয়ারী (উদ্বোধনী প্রদর্শনী), ‘ডেড’স সার্কাস’ নির্মাতা ফরিদুল আহসান সৌরভ (উদ্বোধনী প্রদর্শনী), ‘কালার অফ ক্লাউডস’ নির্মাতা নাহিদ হাসান (উদ্বোধনী প্রদর্শনী), 'দেয়াল’ নির্মাতা সুজন ভট্টাচার্য, ‘চোর’ নির্মাতা শাহজাহান শামীম, ‘সময়’ নির্মাতা আবু নাঈম মাহতাব মোর্শেদ এবং ‘এরপর বাস্তবতা’ নির্মাতা এস এ সাদিক (উদ্বোধনী প্রদর্শনী)।

বিকাল ৫টায় প্রদর্শিত হবে ৩টি প্রামাণ্যচলচ্চিত্র। প্রামাণ্যচলচ্চিত্র ‘বাংলাদেশের হৃদয়’ নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, ‘উজানযাত্রা’ নির্মাতা আরাত্রিক বকশী, অদ্রি হৃদয়েশ এবং শরীফ রেজা মাহমুদ এবং ‘ইলিশ বৃত্তান্ত’ নির্মাতা পলাশ রসুল।

সন্ধ্যা ৭টায় উদ্বোধনী প্রদর্শনী হবে ২টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচলচ্চিত্রের। স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘অপেক্ষা’ নির্মাতা সরওয়ার জাহান খান এবং ‘তামসিক নিসর্গ’ নির্মাতা শ্যামল শিশির।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

এ এস রিপন বলেছেন: বর্তমান সময়ে দেশীয় চলচিত্র উৎকর্ষ সাধনে যারা কাজ করছে তাদের মধ্যে অন্যতম হল-ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বর্তমানে আমরা গল্প-উপন্যাস পড়ার চেয়ে চলচিত্র বেশী দেখি। অথচ চলচিত্রটি কোন মানের তা অনেক সময় বুঝতে পারি না। কারন আমাদের দেশে চলচিত্র সমালোচনা নাই। কোনো বুদ্ধিজীবি কিংবা কোনো প্রফেসর চলচিত্র সমালোচনায় যান না। কিন্তু এর দরকার আছে। কারন আলোচনা-সমালোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি- একটি গল্প বা উপন্যাসটি কোন মানের, কোন কোন দিক শক্তিশালীভাবে এসেছে এবং কোন কোন দিক গল্প বা উপন্যাসকে দূর্বল করেছে। তেমনি চলচিত্রের ক্ষেত্রে একই কথা। আলোচনা-সমালোচনা ও পাঠের মাধ্যমে বোঝা যায়- চলচিত্রটি কোন মানের। গল্প বা উপন্যাসে যেমন ম্যাসেজ বা ইনার মিনিং থাকে, চলচিত্রেও তেমন আছে। এগুলো অনুধাবনের জন্য দরকার চলচিত্র সম্পর্কে সঠিক শিক্ষা। এই শিক্ষার কাজটা করতে পারে চলচিত্র বিষয়ক কোনো সংগঠন। আর এই রকম একটি সবচেয়ে Active সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। তাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে।

ধন্যবাদ বেলায়াত ভাইকে এরকম একটি পোষ্টের মাধ্যমে information জানানোর জন্য।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.