![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
নিৎসেই প্রথম বলেছিলেন যে ঈশ্বর মৃত। তারপর ঈশ্বর ও ধর্ম নিয়ে অনেক কথা হল। ঈশ্বর ও ধর্ম নিয়ে আলোচনায় নিৎসে আজও অনিবার্য। আজও এই দার্শনিককে নিয়ে সচেতন মানুষের কৌতূহলের শেষ নেই।
জার্মানীর লাইপজিগের এক গ্রামীন পরিবেশে নিৎসের জন্ম ১৮৪৪ সালের ১৫ অক্টোবর । ছোটবেলা থেকেই স্বাস্থ তেমন ভালো ছিল না। প্রায় সারাজীবনই মানসিক সমস্যায় ভুগেছেন। তবে মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে শিক্ষকতাই বেছে নিয়েছিলেন। ছিলেন অবিবাহিত; দূর্বলতার অভিযোগে নারীদের ঘৃনা করতেন। ঘৃনা করতেন আরও অনেক কিছু। ঘৃনা করতের ঈশ্বরকেও। নিৎসেই প্রথম বলেছিলেন যে ঈশ্বর মৃত। নিৎসে তাঁর সমূদয় ঘৃনা বই লিখে ছড়াতেন। নতুন মানুষ/ নতুন সভ্যতা/ ও নতুন জীবনব্যবস্থার স্বপ্ন দেখতেন নিৎসে। সে স্বপ্নের কথা লিখেছেন Beyond Good and Evil
নামে বইতে। Beyond Good and Evil বইয়ে নিৎসে অতীতের দার্শনিকদের কঠোর সমালোচনা করেছেন।কঠোর সমালোচনা করেছেন খ্রিষ্টান ধর্মের ...
লিঙ্ক
Click This Link
উদ্ধৃতি
Click This Link
২| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
ইমন জুবায়ের বলেছেন: জ্বী।
৩| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩
ড্রাকুলা বলেছেন: Beyond Good and Evil ........গেমটা খেলেছিলাম।
৪| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
ইমন জুবায়ের বলেছেন: এই নামে একটা গেম আছে -আজ প্রথম জানলাম। কেমন গেম? আমার পছন্দ অবশ্য এন এফ এস মোস্ট ওয়ানটেড ...
৫| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
লিপিকার বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২
ইমন জুবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩
হাসিব মাহমুদ বলেছেন: জার্মান বানানগুলা ঠিক আছে । শুধু লাইপজিগটা লাইপ্ ৎসিগ হবে ।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৭| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
হাসিব মাহমুদ বলেছেন: নাজিমউদ্দিন ভাই, হিটলারের বিষয়টা জানতাম না । পারলে একটা পোস্ট দ্যান এইটা নিয়া।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০১
ইমন জুবায়ের বলেছেন: আমিও দিতে পারি। অবশ্য পরে।
৮| ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮
ড্রাকুলা বলেছেন:
(Advanture game)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩
ইমন জুবায়ের বলেছেন: ভালোই তো। দেখি ...
৯| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
মৃদুল মাহবুব বলেছেন: গুড পোষ্ট।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
১০| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
নোবেলজয়ী বলেছেন: গেমের কাহিনী কি বই থেকে নেওয়া ? মনে হয় না।
১১| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
নোবেলজয়ী বলেছেন: ঐ মিয়া...প্রথম লিংক তো ৯৯% হইয়া বইসা রইসে
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
ইমন জুবায়ের বলেছেন: না না । Beyond Good and Evil সম্পূনতই একটি দার্শনিক গ্রন্থ।
১২| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
ইমন জুবায়ের বলেছেন: এখানে নিৎসের সমগ্র রচনাবলী পাবেন ...
Click This Link
১৩| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
নোবেলজয়ী বলেছেন: .
১৪| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ইউ আর এ্যান এক্সেপশনালি এক্সেপশনাল রাইটার। কিপ ইট অন।
[কথাটা ইংরেজিতে কইতে মন চাইলো, কিছু মনে কইরেন না। আপনার লেখাগুলোর বিষয়বস্তু দৃষ্টিগ্রাহ্যভাবে ব্যতিক্রম বলে কথাটা বললাম।]
২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৪
ইমন জুবায়ের বলেছেন: আপনিও চমৎকার লেখেন। "আগন্তকটা" আমার ফেভারিট। ওই যে মানিকগঞ্জের গড়পাড়া গ্রাম নিয়ে ...
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
নাজিম উদদীন বলেছেন: নীতশে বলছিল, god is dead, now is the era of superman.
উনিশশতকের শেষদিক হতে বিশশতকের প্রথমদিকে নীতশের খুব প্রভাব ছিল। হিটলারের (সুপারম্যান) উথ্থানের পেছনে অনেকে নীতশের দর্শনকে দায়ী করেন।