নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

চাকরির অভাব নেই, অভাব যোগ্যতার-বি এইচ মাহিনী

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

চাকরির ক্ষেত্র প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাড়ছে না যোগ্য লোকের সংখ্যা। এমনই কিছু বা¯Íব চিত্র থাকছে আজকের আয়োজনে।
১. চারু ও কারুকলা বিষয়ে সরকারী বা বে-সরকারী বিদ্যালয়ে শিÿক নিয়োগ দেয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে ফাইন আর্টস-এ স্নাতক ডিগ্রি। একটু খেয়াল করে দেখুনতো, চারুকলায় স্নাতক ডিগ্রিধারী কতজন আপনার আশেপাশে আছে? কী একজনও কী পাওয়া গেল? জানি উত্তরে বলবেন ‘না’। অথচ এসএসসি’র পর মাত্র ৪ বছর মেয়াদি ব্যচেলর অব ফাইন আর্টস বা বিএফএ ডিগ্রি সম্পন্ন করা যায়। আর এতে খরচও তুলনা মূলক কম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা ও নড়াইলের এস এ সুলতান আর্ট কলেজসহ দেশের আর্ট কলেজগুলোতে প্রি-বিএফএ কোর্সে ভর্তি চলছে। জেনে রাখা ভাল, একজন বাংলা, ইংরেজি বা বিজ্ঞানের শিÿকের সমান স্কেলেই আপনি বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।
২. ধরুন, একটি মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসায় ক্রিড়া শিÿক নিয়োগ দেয়া হবে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতকসহ বিপিএড ডিগ্রি। ভেবে দেখুনতো আপনার চারপাশে কতজন স্নাতক শেষে মাত্র ১০ মাসের এ কোর্সটি করে রেখেছেন? যে কোর্সটি থাকলে সরকারী বা বে-সরকারী কলেজ, বিদ্যালয় বা মাদ্রাসায় অনায়েসে অন্যান্য শিÿকদের সমবেতনে চাকুরি জোটে সেটি না করে বছরের পর বছর চাকরির পেছনে দৌড়াদৌড়ি করে বেড়াই। আর বলে বেড়াই দেশে চাকরি নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারী বা বে-সরকারী শারীরীক শিÿা কলেজে ১০ মাসের এ কোর্সটি করা যায় স্বল্প খরচে।
৩. এইতো কিছুদিন আগে শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে উপজেলা শিক্ষা কর্মকর্তা নিয়োগের সার্কুলার হলো। সেখানে স্নাতকসহ এমএড চাওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখুনতো স্নাতক শেষে বিএড বা এমএড করেছেন কতজন? অথচ ¯œাতক শেষ করে ৫-৭ বছর অকারণে কাটিয়ে দেয় আমাদের দেশের চাকুরি প্রত্যাশীরা। মূলত সমস্যা একটাই তা হলো আন্তরিক সদিচ্ছার অভাব।
৪. আমাদের দেশে বে-সরকারীভাবে অনেকটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অসংখ্য পি-ক্যাডেট ও ইংলিশ ভার্সন/মিডিয়াম বিদ্যালয় ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে চাকুরি পেতে আপনাকে ভাষা জ্ঞানে দÿ হতে হবে। এইচএসসি বা ¯œাতক শেষে আমরা ক’জনই বা ভাষা কোর্স সম্পন্ন করে রেখেছি। অথচ আমাদের দেশে এসব স্কুল বা মাদ্রাসাতে ইংরেজি বা আরবি স্পিকিং এ পারদর্শি প্রার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। সাইফুর’স, কনফিডেন্স বা ওরাকলের পাশাপাশি সরকারীভাবেও ভাষা কোর্স করানো হয়। তাছাড়া ওঊখঞঝ ও ঞঙঋঊখ এ ভাল স্কোর থাকলে স্কলারশীপ নিয়ে বিদেশেও যাওয়া যায়। মাত্র ১৩৫০ টাকায় শিÿা মন্ত্রনালয়ের অধীনে এমনই একটি ভাষা শিÿা কোর্সে ভর্তি চলছে। সরকারী এ কোর্সটি বিএল কলেজ ও এমএম কলেজসহ দেশের সরকারী কলেজগুলোতে চালু রয়েছে। কোর্সের মেয়াদ ৪০ দিন। (বি¯Íারিত- আমাদের সময়, ০২-১১-১৪।)
৫. কম্পিউটার জ্ঞানও আজকের দিনে চাকুরি প্রার্থীর একটি বিশেষ যোগ্যতা। তাছাড়া প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিÿক নিয়োগ দেয়া হয়। যোগ্যতা হিসেবে ধরা হয় ¯œাতকসহ ৬ মাসের কম্পিউটার কোর্স বা ডিপ্লোমা সাথে অবশ্যই শিÿক নিবন্ধন থাকতে হবে।
৬. আজকাল দেশী বিদেশী মাল্টি-ন্যাশনাল কোম্পানীগুলো মধ্য ও উচ্চতর পদে ভালো বেতন দিয়ে যোগ্য ও গুণ-মানসম্পন্ন প্রার্থী খুঁজে থাকে। এসকল পদে চাকুরির জন্য চাওয়া হয় এমবিএ, এমডিএস, সিএ বা এ ধরণের প্রফেশনাল কোর্স সম্পন্ন প্রার্থী। দেশের সরকারী, বে-সরকারী অনেক বিশ্ববিদ্যালয় থেকে এসব কোর্স করে উন্নত ক্যরিয়ার গড়া সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.