![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
এমন একটা সময় ছিল যখন পেশা বলতে গতানুগতিক ও সু-নির্দিষ্ট কিছু চাকরিকে বোঝানো হতো। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক বা সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ইত্যাদি। দিন দিন এ ধারণার পরিবর্তন ঘটছে। এখন পেশা কোন নির্দিষ্ট সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। হাজারো পেশা ও চাকরির চটকদার অফার আসছে বিভিন্ন সরকারি বে-সরকারী বা মাল্টিন্যাশনাল কোম্পানী থেকে। এক সময় যে পেশাকে খুব ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখা হতো আধুনিকতার ছোঁয়া পেয়ে আজ তা হয়ে উঠেছে আর্কষণীয় ও দামী।
মেডিকেল এ্যসিস্টেন্ট : এক সময় মানুষ মেডিকেল সায়েন্স বলতে শুধু এমবিবিএস বা বিডিএস (ডেন্টাল) কেই জানতো। আজকের দিনে সেই পুরাতন ধারণা ও চিন্তার পরিবর্তন ঘটেছে। শুনে অবাক হবেন, একজন এমবিবিএস বা বিডিএস সার্জনের জন্য ২-৩ জন মেডিকেল এ্যসিস্টেন্ট দরকার হয়।
কোথায় করবেন মেডিকেল টেকনোলজী : সরকারী নার্সি কলেজ ও বেসরকারী ম্যাটস্ থেকে ডিপ্লোমা করতে পারেন তবে তার জন্য দরকার হবে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ। তবে মজার ব্যাপার হলো দেশে সরকারী নার্সি ও ম্যাটস্রে পাশাপাশি বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে অসংখ্য মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ভর্তির জন্য সায়েন্স বাধ্যতামূলক নয়। যে কোন গ্রুপে শুধুমাত্র এসএসসি বা সমমান পাশ শিক্ষার্থী এসকল ডিপ্লোমা কোর্স করে স্বাবলম্বী হতে পারে। ৪ বছর মেয়াদী এসব কোর্সের মধ্যে রয়েছে - ডিপ্লোমা ইন প্যাথলজি (ল্যবরেটরি), ডিপ্লোমা ইন ফার্মেসি, ডিপ্লোমা ইন ডেন্টাল, ডিপ্লোমা ইন নার্সি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ও রেডিওলজী। এসব কোর্স শেষ করে মেডিকেল এ্যসিস্টেন্ট হিসেবে ক্যারিয়ার গড়া যায়। অপর দিকে চাকুরি ছাড়াও ইচ্ছা করলে নিজেই একটি প্যাথলজী, ডেন্টাল কেয়ার সেন্টার বা ফার্মেসী করে স্বাবলম্বী হওয়া যায়। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের পাশাপাশি কারিগরি বোর্ডের অধীনে রয়েছে এক বছর মেয়াদী কোর্সও। উপরোক্ত প্রতিটি বিষয়ে এক বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সও রয়েছে। এসকল কোর্স শেষে অনায়েসে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। চাররির পেছনে ঘুরে না বেড়িয়ে এসএসসি’র পর ৪ বছর বা এক বছর মেয়াদী এসব কোর্স করে রাখলে দেখবেন চাকরিই আপনার পিছনে ঘুরছে। শুধু কারিগরি বোর্ডই নয়, বরং সরকার অনুমোদিত বাংলাদেশ টেকনোলজী ফাউন্ডেশন (বিটিএফ)-এর অধীনেও রয়েছে এসকল কোর্স। ভর্তির যোগ্যতা যে কোন সালে এসএসসি বা সমমান পাশ। বিটিএফের অধীনে পরিচালিত কোর্স সমূহ হলো-ডিপ্লোমা ইন নার্সি টেকনোলজী, ডিপ্লোমা ইন মেডিকেলফ্যাকাল্টি(ডিএমএফ), ডিপ্লোমা ইন মেডিকেল এ্যসিস্টেন্ট(ডিএমএ), এলএমএএফপি (পল্লী চিকিৎসক) ও এলভিপি (পশু চিকিৎসা)। এছাড়াও কারিগরি বোর্ডের অধীনে রয়েছে, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক (ডিএইচএমএস), রয়েছে ২ বছর মেয়াদী এলএইএমপি ও এক বছর মেয়াদী এইচটিএল কোর্স। এ্যালোপ্যথিক বা হোমিও যে কোন বিষয়ে মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য রয়েছে চাকরির বিশাল ক্ষেত্র। অথচ আমরা ক’জনই বা এ খবর রাখি। দেশের সব জেলা শহরেই রয়েছে এসকল ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করার সুযোগ।
©somewhere in net ltd.