![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
পেশার খোঁজে যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ লাভের জন্য ভিন্ন কিছু যোগ্যতা নিয়োগদাতাদের দৃষ্টি কাড়ে। সবার থেকে আলাদা বা একটু ভিন্ন কিছু বৈচিত্র বা চমক দেখাতে পারা নিশ্চয় যে কোন চাকরির জন্য বাড়তি যোগ্যতা। যা অনেকেরই থাকে না। যারাই এ কাজে পারদর্শী তারাই কর্মক্ষেত্রে সফলতা লাভ করে থাকে। এমনই কিছু বিষয় যা কর্মক্ষেত্রে একটু বেশি সফলতা এনে দিতে পারে এই প্রতিবেদনে তা তুলে ধারার চেষ্টা করা হয়েছে।
তথ্যপ্রযুক্তির জ্ঞান
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি আজ গোটা বিশ্বকেই এক বিন্দুতে নিয়ে এসেছে। আজকের দুনিয়ার প্রায় সবকিছুই প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। সরকারি বে-সরকারিসহ সব প্রতিষ্ঠানই আজ প্রযুক্তিনির্ভর। তাই আপনি যে পেশার সাথে যুক্ত হোন না কেন, আপনাকে আইসিটি সম্পর্কে সাম্যক ধারণা রাখতেই হবে। তথ্যপ্রযুক্তিগত জ্ঞান না থাকলে একজন পেশাজীবীকে প্রায় পঙ্গু হয়ে থাকতে হয়। উন্নত ক্যারিয়ার গড়তে তাই প্রযুক্তিগত বিদ্যার বিকল্প নেই। এ জন্য আপনাকে যা করতে হবে- কম্পিউটারের ব্যবহারিক জ্ঞান অর্জন, ছোটখাটো সমস্যা সমাধান করতে পারা, দ্রুত ও নিভুলভাবে বাংলা ও ইংরেজি টাইপ করতে পারা, ইন্টারনেট বা ই-মেইল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা থাকা। হার্ডওয়ার ও সফটওয়্যারের ব্যবহার জানা ও পাওয়ার পয়েন্টে আপনার কর্মক্ষেত্রের বিষয়টি উপস্থাপনে যোগ্যতা থাকা।
ভাষা দক্ষতা
বাংলা ও ইংরেজিতে নির্ভুল ও স্পষ্টভাবে কথা বলার দক্ষতা থাকা আবশ্যক। কেননা ভাষা দক্ষতা শ্রুতিমধুর ও সাবলিল না হলে কোন প্রতিষ্ঠানেই আপনি মূল্যায়িত হবেনা। ভাল বলার পাশাপাশি লেখার অভ্যাসটাও থাকতে হবে। সুস্পষ্ট ও নির্ভুলভাবে লেখার যোগ্যতাও ভাষা দক্ষতার অন্যতম একটি গুন। যারা বিদেশি প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক তাঁরা প্রতিষ্ঠানের ধরণ বুঝে বিভিন্ন দেশের ভাষা শিখতে পারেন। অধিক ভাষায় পারদর্শী ব্যক্তির জন্য যোগাযোগ যেমন সহজ হয়, তেমনি কর্মক্ষেত্রে ভালো অবস্থানও তৈরি করা সহজ হয়।
যোগাযোগ দক্ষতা
মনে রাখতে হবে ভাষা দক্ষতা আর যোগাযোগ দক্ষতা এক জিনিস নয়। পেশার ক্ষেত্রে সফলভাবে যোগাযোগ কৌশল খুবই জরুরি। পারস্পারিক ভাব ও তথ্যের আদান প্রদানে নিজেকে সাবলিলভাবে উপস্থাপনই যোগাযোগ দক্ষতার অন্যতম মাধ্যম। এক্ষেত্রে যে যত ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারে সেই সফল হয়।
আত্মবিশ্বাস
সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস ছাড়া জীবনে সফলতা অর্জন প্রায়ই অসম্ভব। আগে নিজের প্রতি বিশ্বাস রাখুন যে, আপনি এ কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন। তারপর কাজে নেমে পড়–ন। সফলতা আসবেই। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী তার ‘আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা’ প্রবন্ধে বলেছেন, ‘সিংহসাবক সিংহই হয়, কেবল তার বিশ্বাসের বলে।’ তাই আত্মবিশ্বাস ছাড়া সফলতা অর্জন করা দূরহ।
প্রতিষ্ঠানের স্বার্থ সবার উপরে
আপনি যখন কোন একটি পেশায় নিজেকে নিয়োজিত করেছেন, তখন আপনাকে সে প্রতিষ্ঠানের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। তবেই দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে উপস্থান করা সহজ হবে। সহজ হবে ক্যারিয়ারের স্বর্ণ শিখরে পৌঁছানো।
©somewhere in net ltd.