নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব মহোদয় ও সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

দৈনিক শিক্ষা.কমের মাধ্যমে ‌'পুরোনো পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বছরভিত্তিক মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষাসচিব' এমন সংবাদ জানতে পেরে মাননীয় শিক্ষামন্ত্রী ও সচিব মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরনো নিবন্ধিতদের পক্ষ থেকে।
২০০৫ খ্রিস্টাব্দে শুরু থেকে সর্বশেষ একাদশ নিবন্ধন পরীক্ষায়
সকল উত্তীর্ণদের বছরভিত্তিক মেধা তালিকা হবে বলে জানা গেছে উক্ত ওয়েব সাইট থেকে। আরো জানা যায়, পুরোনো পদ্ধতিতে কোন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে তা সনদে উল্লেখ থাকে। নিবন্ধন কর্তৃপক্ষের কাছে কম্পিউটারে সংরক্ষিত নম্বর দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে। পুরোনো পদ্ধতিতে উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগের জন্য নির্বাচন করা হবে। আজ রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রুহী রহমানকে সার্বিক দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র অনলাইন জাতীয় পত্রিকা দৈনিকশিক্ষার সঙ্গে আলাপকালে শিক্ষাসচিব এ নতুন নির্দেশনার কথা জানান।
দৈনিকশিক্ষার হাজার হাজার পাঠক ইমেইলে জানতে চেয়েছেন পুরোনো পদ্ধতিতে নিবন্ধন উত্তীর্ণদের কী হবে? তাদের তালিকা কীভাবে হবে? অথবা আদৌ হবে কি-না? এ প্রসঙ্গে শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন পুরোনোদের মেধা তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সচিবের কাছেও মানুষ একই প্রশ্ন করেন বলে জানান তিনি।পুরোনোদের মধ্যে তালিকা তৈরি করে তাদেরকেও নিয়োগের জন্য নতুনদের মতোই বিবেচনায় নেওয়া হবে।
সচিব বলেন, এনটিআরসিএর মাধ্যমে এ যাবৎ একটি বিশেষ পরীক্ষাসহ ১২টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৩২৯। তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধন সনদধারী নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা ৬৩ হাজার ৪২। নিয়োগের অপেক্ষায় নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থী আছেন ৪ লাখ ৭৭ হাজার ২৮৭ জন। বর্তমানে শিক্ষকের শূন্য পদ আছে আনুমানিক ৪০ হাজার। যাই হোক শেষ পর্যন্ত এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্তে অসংখ্য বেকার খুজে পাবে নতুন জীবনের ঠিকানা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.