![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
ভূমিকার বদলে : শিশুকাল থেকে ‘যুজু’ নামের এক অদৃশ্য বস্তুর ভয় যেমন করে আমাদের মস্তিষ্কে বাসা বাঁধে, ঠিক তেমনিভাবে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার বিষয়টি আজ অনেকের অন্তরে আতঙ্কের বিষয় হিসেবে আসন গেড়েছে। আমি কী পারব? কেমন করে পারব? ডাক্তার বা ইঞ্জিনিয়ার কি সবাই হতে পারবে? যদি না পারে তাহলে কী হবে? ইত্যাদি নানা ভাবনার দোলাচালে দুলতে থাকে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের মন। তবে এমনটি যারা মনে করেন, তারা কেবল মুদ্রার একটি পিঠ নিয়েই ভেবেছেন। অপর পিঠটিতে যে বিজ্ঞানের সরলতা, ভাললাগা আর সোনালী ভবিষ্যতের সম্ভাবনা উঁকি দেয় তার খোঁজ কি কখনো করেছেন? আজকের একবিংশ শতাব্দীর প্রযুক্তির দুনিয়ায় এসে, আসুন একটু খুঁজে আসা যাক সে সম্ভবনাগুলো কেমন হতে পারে।
#বিজ্ঞান বিভাগে এসএসসি’র পড়ালেখা ঃ
বিজ্ঞানের বিভাগে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের অষ্টম শ্রেণি পাশের পর নবম শ্রেণিতে পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান ও উচ্চতর গণিত নিয়ে পড়ালেখা করতে হয়। যাদের ডাক্তার হওয়ার প্রবল আগ্রহ তাদেরকে অবশ্যই পদার্থ এবং রসায়নের পাশাপাশি জীববিজ্ঞানের উপর গুরুত্ব দিতে হবে। আর যারা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে তাদের পদার্থ ও রসায়নের সাথে অবশ্যই গণিতের উপর ভাল দখল থাকতে হবে। তবেই প্রতিযোগিতা মূলক ভর্তি পরীক্ষায় টিকে থাকা সম্ভব হবে। বিজ্ঞানের বিষয়গুলো বুঝে-শুনে পড়তে হবে। শুধু মুখস্ত করলে চলবে না।
#বিজ্ঞান বিভাগে এসএসসি পাশের পর পড়ালেখা ও ক্যারিয়ার ঃ
যাদের রেজাল্ট তুলনামূলক ভাল নয় (অর্থাৎ বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্য নয়) বিজ্ঞান বিভাগে এসএসসি পাশের পর তাদের জন্য রয়েছে বাংলাদেশ কারিগরী বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রাম। এসব ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি করার সুযোগ রয়েছে।
ক. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ঃ এসএসসি’র পর কারিগরী বোর্ডের অধীনে সরকারী-বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধীনে কম্পিউটার, মেরিন, শিপ বিল্ডিং, লেদার টেকনোলজি, জুট টেকনোলজী, টেক্সটাইল, লেদার, ফ্যাশন ডিজাইন, ফুড টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিরামিক, সিভিল, আর্কিটেকচার, টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, অটোমোবাইল, সফটওয়ার, ওয়েব ডিজাইন, কেমিক্যাল এন্ড ফুড ও এনভাইরোনমেন্ট টেকনোলজিসহ আরো কয়েকটি ট্রেড। যে ট্রেড গুলির কোনো একটি সম্পন্ন করে দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার শুরু করা যায়। তাছাড়া এ সকল ট্রেডে ডিপ্লোমা সম্পন্ন করার পর বিএসসি করার সুযোগ রয়েছে।
খ. মেডিকেল টেকনোলজি ঃ এছাড়াও কারিগরী বোর্ডের অধীনে রয়েছে ৪ বছর মেয়াদী মেডিকেল টেকনোলজি কোর্স। যেমন- ডিপ্লোমা ইন নার্সিং, ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি), ফিজিওথেরাপি ও রেডিওলজিসহ আরও কয়েকটি কোর্সে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স। এসকল কোর্স সম্পন্ন করে সরকারী-বেসরকারী হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন
#বিজ্ঞান বিভাগে এইসএসসি পাশের পর পড়ালেখা ও ক্যারিয়ার ঃ
মেডিকেল শাখা ঃ
ক. মেডিকেল (এমবিবিএস) ঃ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক ও মেডিকেল কলেজ এবং আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি গ্রহণের সুযোগ রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য। এ ক্ষেত্রে এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞানে ভাল রেজাল্ট ও দক্ষতা থাকতে হবে।
খ. মেডিকেল (ডেন্টাল) ঃ সরকারী-বেসরকারী কয়েকটি ডেন্টাল কলেজে রয়েছে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন বা বিডিএস করার সুযোগ।
গ. মেডিকেল (বিএসসি) ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি সরকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মেডিকেল ইনস্টিটিউটে বিজ্ঞান অপেক্ষাকৃত কম মেধাবীদের জন্য বিএসসি ইন নাসিং, ফার্মেসি, রেডিওলজি, ডেন্টাল, প্যাথলজিসহ কয়েকটি বিষয়ে বিএসসি ডিগ্রি গ্রহণের সুযোগ।
গ. হোমিও মেডিকেল (বিএইচএমএস) ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ শিক্ষার্থীদের জন্য রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার উচ্চপর্যায়ের ডিগ্রি ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (বিএইচএমএস)। যেটি শেষ করে একজন বিজ্ঞ হোমিও ডাক্তার হওয়া সম্ভব। এসএসসি’র পর হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে ডিএইচএমএস কোর্স করেও ঢাবি’তে বিএইচএমএস করা যায়।
ইঞ্জিনিয়ারিং শাখা ঃ
সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এটি দ্বিতীয় পছন্দের তালিকায় থাকে।
এ শাখায় কম্পিউটার, মেরিন, শিপ বিল্ডিং, লেদার টেকনোলজি, জুট টেকনোলজী, টেক্সটাইল, লেদার, ফ্যাশন ডিজাইন, ফুড টেকনোলজি, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিরামিক, সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, সফটওয়ার, ওয়েব ডিজাইন, এভিয়েশন টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ আরো কয়েকটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে।
পশুপাখি ও কৃষি বিজ্ঞান শাখা ঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি সরকারী বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব ভেটেনারি মেডিসিন (ডিভিএম), কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, ফিশারিজ এন্ড একুয়া কালচার, হার্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিজিক্স, পরিসংখ্যান বিদ্যা, ফিজিওলজি, ক্লিনিক্যাল ফিজিওলজি, এডুকেশন এন্ড কাউন্সেলিং, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা পানি ও পরিবেশ বিদ্যা, দূর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রবিদ্যাসহ প্রভৃতি বিষয়ে বিএসসি করার সুযোগ।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিএসসি শাখা ঃ
ঢাবি, রাবি, জবি, জাবি, ইবি, খুবিসহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে (জাতীয় বিশ্বঃসহ) রয়েছে বিজ্ঞানের বিভিন্ন মৌলিক ও ফলিত অনুষদ। রয়েছে মৌলিক বিষয়গুলোর উপর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। এসকল বিষয়ের মধ্যে রয়েছে গণিত, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন, ফার্মেসি, ফরেস্ট্রী, ফিসারিজ, জেনেটিক, মৃত্তিকা বিজ্ঞান, বায়োকেমেস্ট্রিসহ আরো কয়েকটি বিষয়ে বিএসসি করার সুযোগ। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে অ্যানিমেল হাজবেন্ডারি, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল ও ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি করার সুযোগ।
উপরোক্ত বিষয়/ট্রেডের ক্ষেত্রে ১ম/২য় শ্রেণির সম্মানজনক পদে চাকুরি লাভের সুযোগ পাওয়া যায়। যেমন : স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ। রয়েছে ব্যাংক, বীমা প্রভৃতি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসনিক দায়িত্ব, বিভিন্ন মন্ত্রনালয়, অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন কোম্পানী ও ফার্মে পরামর্শক ও প্রশাসনিক ক্ষেত্রে চাকুরির সুযোগ। ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রিজ ও সফটওয়ার ফার্ম-এর মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ।
*শিক্ষক-আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নওয়াপাড়া, যশোর।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক- সিংগাড়ী আঞ্চলিক গণ-গ্রন্থাগার (ঝজচখ)
অভয়নগর, যশোর।
©somewhere in net ltd.