নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

এই প্রথম বাংলা ভাষায় হাদিস বিষয়ক মোবাইল অ্যাপ ‘বাংলা হাদিস’ ও সর্ববৃহৎ অনলাইন ডাটাবেজ

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

এই প্রথম বাংলা ভাষায় হাদিসবিষয়ক মোবাইল অ্যাপ ‘বাংলা হাদিস’ ও সর্ববৃহৎ অনলাইন ডাটাবেজ
বি.এইচ.মাহিনী : উত্তর আধুনিক ডিজিটাল এ যুগে ইসলামকে জানার অনেক উপায়-উপকরণ তৈরি হয়েছে। তারপরও মানুষ ইসলামকে জানতে মানতে চায় না। শত বাধা উপেক্ষা করেও অনেকে ইসলামের শুদ্ধ বার্তাকে বাংলাভাষী মানুষের কাছে পৌঁছানোর কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামের সঠিক জ্ঞান বিতরণের জন্য অনেক ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ ইত্যাদি বিকল্প মিডিয়া চালু হয়েছে। সার্বিকভাবে ইসলামের জ্ঞান আর বিশেষভাবে হাদিসের জ্ঞান সাধারণ বাংলাভাষী পাঠকসমাজের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২০১৩ সালে চালু হয় ‘বাংলা হাদিস’ বা হাদিসবিডি নামে বাংলা ভাষায় সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন ডাটাবেজ ও মোবাইল অ্যাপ।
এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, ইসলামী জ্ঞানের অন্যতম মৌলিক ভিত্তি ‘হাদিস’কে বাংলাভাষী সাধারণ মানুষদের কাছে সহজলভ্য করা এবং ইসলামী গ্রন্থাবলির বাংলা ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা। এর অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সাধারণ শিক্ষাগুলো সহজ কথায় দলিলভিত্তিক উপস্থাপন করা; সাধারণ মুসলিমদের মধ্যে বিরাজমান ভুলগুলো সংশোধন করা; শিক্ষার্থী, শিক্ষক, লেখক, গবেষক, ইসলাম প্রচারকসহ (দাঈ) সব স্তরের পাঠকের কাছে হাদিসকে সহজলভ্য করা। এর উদ্দেশ্য হচ্ছে এসব লক্ষ্য অর্জনের চেষ্টা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এ অ্যাপটির নাম ‘বাংলা হাদিস’ হলেও এর কার্যক্রমের মধ্যে ব্যাপকতা রয়েছে। এর কার্যক্রমগুলোর মধ্যে রয়েছেÑ
১. হাদিসের ডাটা সংযোজন :
‘বাংলা হাদিস’ এর মূল কার্যক্রমের মধ্যে রয়েছে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থগুলোর সব হাদিস আরবি, বাংলা ও ইংরেজিÑ এ তিন ভাষায় অনলাইন ডাটাবেজ তৈরি ও অ্যাপের মধ্যে সংযোজন করা। এরই মধ্যে যেসব হাদিস গ্রন্থ এ অ্যাপের মধ্যে ইনপুট দেয়া হয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ হলোÑ ১. সহিহ আল-বোখারি (ইসলামিক ফাউন্ডেশন ও তাওহিদ পাবলিকেশন্সের বঙ্গানুবাদ); ২. সহি মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন ও হাদিস একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ); ৩. সুনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন ও হাদিস একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ ও বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী কর্তৃক তাহকিককৃত); ৪. সুনান আল-নাসাঈ (ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ)। এ গ্রন্থের প্রায় ৭০ শতাংশ হাদিস ইনপুট দেয়া হয়েছে; ৫. জামি আত-তিরমিজি (ইসলামিক ফাউন্ডেশন ও হুসাইন আল-মাদানী প্রকাশনী কর্তৃক প্রকাশিত ও মুহাক্কিক আলেমদের কর্তৃক তাহকিককৃত); ৬. সুনান ইবনু মাজাহ (মুহাক্কিক আলেমদের কর্তৃক তাহকিককৃত)। এছাড়াও সংকলিত হাদিসের গ্রন্থ মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালেহিন, আল-লুলু ওয়াল মারজানসহ ইমাম বোখারি (রহ.) এর বিখ্যাত আল-আদাবুল মুফরাদ গ্রন্থটিও সংযুক্ত করা হয়েছে।
২. ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত বাংলা ভাষায় লেখা গ্রন্থাবলির ডাটা অন্তর্ভুক্ত করা :
বাংলা ভাষায় ইসলাম চর্চার ধারাবাহিকতায় ইসলামের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মুসলিম মনীষীরা যেসব বই লিখেছেন অথবা বঙ্গানুবাদ করেছেন, সেসব বই ধারাবাহিকভাবে এ অ্যাপে সংযোজন করা হচ্ছে। এরই মধ্যে যেসব বিভাগে বই আপলোড করা হয়েছে, সেগুলো কয়েকটির নাম উল্লেখ করা হলোÑ ১. আকিদা বা তাওহিদ; ২. সালাত (নামাজ); ৩. জাকাত; ৪. সাওম (রোজা); ৫. হজ; ৬. দোয়া ও জিকির; ৭. ফতোয়া; ৮. শিরক, কুফর ও বিদাত; ৯. জীবনী ও ইতিহাস; ১০. ফিরকা ও দল পরিচিতি; ১১. উসুল এবং দৈনন্দিন জীবনবিধান ইত্যাদি।
এছাড়াও আরও নতুন নতুন বিভাগ ও গ্রন্থ প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে। উল্লেখযোগ্য গ্রন্থাবলির মধ্যে রয়েছেÑ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত নবী-রাসুলদের জীবনীভিত্তিক তথ্যনির্ভর গ্রন্থ ‘নবীদের কাহিনী’, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহ.) প্রণীত বিখ্যাত ফতোয়া সংকলন ‘ফতোয়া আরকানুল ইসলাম’, আল্লামা ইবনুল কায়্যিম আল-জাউযিয়্যাহ (রহ.) রচিত ‘যাদুল মা’আদ (মুখতাসার)’ এবং শাইখ সায়্যিদ সাবিক রচিত ‘ফিকহুস সুন্নাহ’ (আপডেট চলমান), প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) রচিত প্রচলিত জাল হাদিসবিষয়ক গ্রন্থ ‘হাদিসের নামে জালিয়াতি’ ও ইমাম আবু হানীফা (রহ.) রচিত ‘আল-ফিকহুল আকবার এর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা’ (আপডেট চলমান), আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রহ.) রচিত ‘যঈফ ও জাল হাদিস সিরিজ’ (আপডেট চলমান) এবং অন্যান্য প্রতিটি বিভাগেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গ্রন্থগুলো রয়েছে, যেগুলো প্রত্যেক মুসলিমের জন্য পড়া অপরিহার্য। একজন মানুষের দৈনন্দিন জীবনে ইসলামকে জানা এবং বোঝার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবটুকুই আছে ‘বাংলা হাদিস’ এর এ মোবাইল অ্যাপসহ অনলাইন ডাটাবেজে।
৩. আল কোরআনের অনুবাদ ও তাফসির সংযোজন :
ইসলামী জ্ঞানের প্রধানতম উৎস কোরআনের অনুবাদ ও তাফসিরও পাওয়া যায় এই ‘বাংলা হাদিস’ এর অনলাইন সাইটে। এরই মধ্যে মোবাইল অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে, যার মধ্যে থাকছে তিনটি বিশুদ্ধ বঙ্গানুবাদ এবং বাংলা তাফসির ‘আহসানুল বায়ান’। কোরআনের অনুবাদের ক্ষেত্রে তিনটি বঙ্গানুবাদ নেয়া হয়েছে। সেগুলো হচ্ছে ১. দারুস সালাম পাবলিকেশন্স (রিয়াদ) কর্তৃক প্রকাশিত ও তাফসিরে ইবনু কাছিরের অনুবাদক প্রফেসর ড. মুহাম্মদ মুজিবুর রহমান কর্তৃক অনূদিত কুরআন; ২. আল-বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ’; এবং ৩. ঢাকার তাওহিদ পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ ‘তাইসীরুল কুরআন’।
৪. সীরাতগ্রন্থ সংযোজন :
রাসুলুল্লাহ (সা.) এর জীবনী জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। তাই প্রসিদ্ধ দুইটি সিরাত গ্রন্থ এ অ্যাপে সংযুক্ত করা হয়েছে। একটি হলো প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ও হাদিস ফাউন্ডেশন প্রকাশিত ‘সীরাতুর রাসূল (ছা.)’ আর অপরটি হলো বিশ্ববিখ্যাত সিরাতগ্রন্থ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রচিত ‘আর-রাহীকুল মাখতূম’ এর বঙ্গানুবাদ।
৫. হাদিসগ্রন্থ অনুবাদ:
বাংলাভাষী পাঠকদের কাছে হাদিসকে উপস্থাপন করতে হলে তা বাংলায় অনুবাদ করে প্রকাশ করা জরুরি। বোখারি, মুসলিমসহ কুতুবে সিত্তার সব কিতাব এবং অন্যান্য কিছু কিতাব বঙ্গানুবাদ হলেও অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত কিতাব এখনও বাংলা ভাষায় অনূদিত হয়নি। তাই এ প্রকল্পের অধীনে বাংলায় অনুবাদ হয়নি এমন হাদিস গ্রন্থগুলো অগ্রাধিকার ভিত্তিতে বঙ্গানুবাদ করানো হচ্ছে। বর্তমানে ‘সুনান আদ-দারিমীর অনুবাদ চলছে এবং ৫০ শতাংশের বেশি হাদিস অনুবাদ এরই মধ্যে শেষ হয়েছে। এখন অনূদিত হাদিসগুলোর সম্পাদনা কার্যক্রম চলমান। পরে অন্য হাদিসগ্রন্থগুলোও বঙ্গানুবাদ করে হার্ডকপি ছাপিয়ে প্রকাশ করা হবে এবং ডাটাগুলো অনলাইন ও মোবাইল অ্যাপে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ।
৬. মোবাইল অ্যাপ তৈরি :
‘বাংলা হাদিস’ এর যে অ্যাপ পাওয়া যায় সেগুলো এন্ড্রয়েড এবং অ্যাপেল আইফোনের উপযোগী করে তৈরি করা এবং বর্তমানে পুরাতন অ্যাপগুলোর নতুন ভার্সন তৈরির কার্যক্রম চলমান যা শিগগির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।
ভবিষ্যৎ পরিকল্পনা :
‘বাংলা হাদিস’ প্রকল্পের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোÑ ১. ডিজিটাল ইসলামী তথ্যভান্ডার গড়ে তোলা; ২. কম্পিউটারে চালানোর উপযোগী ‘বাংলা হাদিস’ এর সফটওয়্যার তৈরি (আরবি মাকতাবাতুশ শামিলার আদলে); ৩. হাদিস ও ইসলামের মৌলিক বিষয়ে যেসব বই এখনও বঙ্গানুবাদ হয়নি সেগুলো অনুবাদ করা ইত্যাদি।
(সংকলিত)

বি.এইচ.মাহিনী : উত্তর আধুনিক ডিজিটাল এ যুগে ইসলামকে জানার অনেক উপায়-উপকরণ তৈরি হয়েছে। তারপরও মানুষ ইসলামকে জানতে মানতে চায় না। শত বাধা উপেক্ষা করেও অনেকে ইসলামের শুদ্ধ বার্তাকে বাংলাভাষী মানুষের কাছে পৌঁছানোর কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামের সঠিক জ্ঞান বিতরণের জন্য অনেক ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ ইত্যাদি বিকল্প মিডিয়া চালু হয়েছে। সার্বিকভাবে ইসলামের জ্ঞান আর বিশেষভাবে হাদিসের জ্ঞান সাধারণ বাংলাভাষী পাঠকসমাজের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২০১৩ সালে চালু হয় ‘বাংলা হাদিস’ বা হাদিসবিডি নামে বাংলা ভাষায় সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন ডাটাবেজ ও মোবাইল অ্যাপ।
এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে, ইসলামী জ্ঞানের অন্যতম মৌলিক ভিত্তি ‘হাদিস’কে বাংলাভাষী সাধারণ মানুষদের কাছে সহজলভ্য করা এবং ইসলামী গ্রন্থাবলির বাংলা ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা। এর অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সাধারণ শিক্ষাগুলো সহজ কথায় দলিলভিত্তিক উপস্থাপন করা; সাধারণ মুসলিমদের মধ্যে বিরাজমান ভুলগুলো সংশোধন করা; শিক্ষার্থী, শিক্ষক, লেখক, গবেষক, ইসলাম প্রচারকসহ (দাঈ) সব স্তরের পাঠকের কাছে হাদিসকে সহজলভ্য করা। এর উদ্দেশ্য হচ্ছে এসব লক্ষ্য অর্জনের চেষ্টা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এ অ্যাপটির নাম ‘বাংলা হাদিস’ হলেও এর কার্যক্রমের মধ্যে ব্যাপকতা রয়েছে। এর কার্যক্রমগুলোর মধ্যে রয়েছেÑ
১. হাদিসের ডাটা সংযোজন :
‘বাংলা হাদিস’ এর মূল কার্যক্রমের মধ্যে রয়েছে হাদিসশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থগুলোর সব হাদিস আরবি, বাংলা ও ইংরেজিÑ এ তিন ভাষায় অনলাইন ডাটাবেজ তৈরি ও অ্যাপের মধ্যে সংযোজন করা। এরই মধ্যে যেসব হাদিস গ্রন্থ এ অ্যাপের মধ্যে ইনপুট দেয়া হয়েছে, সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ হলোÑ ১. সহিহ আল-বোখারি (ইসলামিক ফাউন্ডেশন ও তাওহিদ পাবলিকেশন্সের বঙ্গানুবাদ); ২. সহি মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন ও হাদিস একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ); ৩. সুনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন ও হাদিস একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ ও বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখ মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী কর্তৃক তাহকিককৃত); ৪. সুনান আল-নাসাঈ (ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ)। এ গ্রন্থের প্রায় ৭০ শতাংশ হাদিস ইনপুট দেয়া হয়েছে; ৫. জামি আত-তিরমিজি (ইসলামিক ফাউন্ডেশন ও হুসাইন আল-মাদানী প্রকাশনী কর্তৃক প্রকাশিত ও মুহাক্কিক আলেমদের কর্তৃক তাহকিককৃত); ৬. সুনান ইবনু মাজাহ (মুহাক্কিক আলেমদের কর্তৃক তাহকিককৃত)। এছাড়াও সংকলিত হাদিসের গ্রন্থ মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালেহিন, আল-লুলু ওয়াল মারজানসহ ইমাম বোখারি (রহ.) এর বিখ্যাত আল-আদাবুল মুফরাদ গ্রন্থটিও সংযুক্ত করা হয়েছে।
২. ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত বাংলা ভাষায় লেখা গ্রন্থাবলির ডাটা অন্তর্ভুক্ত করা :
বাংলা ভাষায় ইসলাম চর্চার ধারাবাহিকতায় ইসলামের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মুসলিম মনীষীরা যেসব বই লিখেছেন অথবা বঙ্গানুবাদ করেছেন, সেসব বই ধারাবাহিকভাবে এ অ্যাপে সংযোজন করা হচ্ছে। এরই মধ্যে যেসব বিভাগে বই আপলোড করা হয়েছে, সেগুলো কয়েকটির নাম উল্লেখ করা হলোÑ ১. আকিদা বা তাওহিদ; ২. সালাত (নামাজ); ৩. জাকাত; ৪. সাওম (রোজা); ৫. হজ; ৬. দোয়া ও জিকির; ৭. ফতোয়া; ৮. শিরক, কুফর ও বিদাত; ৯. জীবনী ও ইতিহাস; ১০. ফিরকা ও দল পরিচিতি; ১১. উসুল এবং দৈনন্দিন জীবনবিধান ইত্যাদি।
এছাড়াও আরও নতুন নতুন বিভাগ ও গ্রন্থ প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে। উল্লেখযোগ্য গ্রন্থাবলির মধ্যে রয়েছেÑ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত নবী-রাসুলদের জীবনীভিত্তিক তথ্যনির্ভর গ্রন্থ ‘নবীদের কাহিনী’, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহ.) প্রণীত বিখ্যাত ফতোয়া সংকলন ‘ফতোয়া আরকানুল ইসলাম’, আল্লামা ইবনুল কায়্যিম আল-জাউযিয়্যাহ (রহ.) রচিত ‘যাদুল মা’আদ (মুখতাসার)’ এবং শাইখ সায়্যিদ সাবিক রচিত ‘ফিকহুস সুন্নাহ’ (আপডেট চলমান), প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) রচিত প্রচলিত জাল হাদিসবিষয়ক গ্রন্থ ‘হাদিসের নামে জালিয়াতি’ ও ইমাম আবু হানীফা (রহ.) রচিত ‘আল-ফিকহুল আকবার এর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা’ (আপডেট চলমান), আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী (রহ.) রচিত ‘যঈফ ও জাল হাদিস সিরিজ’ (আপডেট চলমান) এবং অন্যান্য প্রতিটি বিভাগেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় গ্রন্থগুলো রয়েছে, যেগুলো প্রত্যেক মুসলিমের জন্য পড়া অপরিহার্য। একজন মানুষের দৈনন্দিন জীবনে ইসলামকে জানা এবং বোঝার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবটুকুই আছে ‘বাংলা হাদিস’ এর এ মোবাইল অ্যাপসহ অনলাইন ডাটাবেজে।
৩. আল কোরআনের অনুবাদ ও তাফসির সংযোজন :
ইসলামী জ্ঞানের প্রধানতম উৎস কোরআনের অনুবাদ ও তাফসিরও পাওয়া যায় এই ‘বাংলা হাদিস’ এর অনলাইন সাইটে। এরই মধ্যে মোবাইল অ্যাপ তৈরির কাজও চলমান রয়েছে, যার মধ্যে থাকছে তিনটি বিশুদ্ধ বঙ্গানুবাদ এবং বাংলা তাফসির ‘আহসানুল বায়ান’। কোরআনের অনুবাদের ক্ষেত্রে তিনটি বঙ্গানুবাদ নেয়া হয়েছে। সেগুলো হচ্ছে ১. দারুস সালাম পাবলিকেশন্স (রিয়াদ) কর্তৃক প্রকাশিত ও তাফসিরে ইবনু কাছিরের অনুবাদক প্রফেসর ড. মুহাম্মদ মুজিবুর রহমান কর্তৃক অনূদিত কুরআন; ২. আল-বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ’; এবং ৩. ঢাকার তাওহিদ পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত বঙ্গানুবাদ ‘তাইসীরুল কুরআন’।
৪. সীরাতগ্রন্থ সংযোজন :
রাসুলুল্লাহ (সা.) এর জীবনী জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। তাই প্রসিদ্ধ দুইটি সিরাত গ্রন্থ এ অ্যাপে সংযুক্ত করা হয়েছে। একটি হলো প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ও হাদিস ফাউন্ডেশন প্রকাশিত ‘সীরাতুর রাসূল (ছা.)’ আর অপরটি হলো বিশ্ববিখ্যাত সিরাতগ্রন্থ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রচিত ‘আর-রাহীকুল মাখতূম’ এর বঙ্গানুবাদ।
৫. হাদিসগ্রন্থ অনুবাদ:
বাংলাভাষী পাঠকদের কাছে হাদিসকে উপস্থাপন করতে হলে তা বাংলায় অনুবাদ করে প্রকাশ করা জরুরি। বোখারি, মুসলিমসহ কুতুবে সিত্তার সব কিতাব এবং অন্যান্য কিছু কিতাব বঙ্গানুবাদ হলেও অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত কিতাব এখনও বাংলা ভাষায় অনূদিত হয়নি। তাই এ প্রকল্পের অধীনে বাংলায় অনুবাদ হয়নি এমন হাদিস গ্রন্থগুলো অগ্রাধিকার ভিত্তিতে বঙ্গানুবাদ করানো হচ্ছে। বর্তমানে ‘সুনান আদ-দারিমীর অনুবাদ চলছে এবং ৫০ শতাংশের বেশি হাদিস অনুবাদ এরই মধ্যে শেষ হয়েছে। এখন অনূদিত হাদিসগুলোর সম্পাদনা কার্যক্রম চলমান। পরে অন্য হাদিসগ্রন্থগুলোও বঙ্গানুবাদ করে হার্ডকপি ছাপিয়ে প্রকাশ করা হবে এবং ডাটাগুলো অনলাইন ও মোবাইল অ্যাপে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ।
৬. মোবাইল অ্যাপ তৈরি :
‘বাংলা হাদিস’ এর যে অ্যাপ পাওয়া যায় সেগুলো এন্ড্রয়েড এবং অ্যাপেল আইফোনের উপযোগী করে তৈরি করা এবং বর্তমানে পুরাতন অ্যাপগুলোর নতুন ভার্সন তৈরির কার্যক্রম চলমান যা শিগগির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ।
ভবিষ্যৎ পরিকল্পনা :
‘বাংলা হাদিস’ প্রকল্পের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোÑ ১. ডিজিটাল ইসলামী তথ্যভান্ডার গড়ে তোলা; ২. কম্পিউটারে চালানোর উপযোগী ‘বাংলা হাদিস’ এর সফটওয়্যার তৈরি (আরবি মাকতাবাতুশ শামিলার আদলে); ৩. হাদিস ও ইসলামের মৌলিক বিষয়ে যেসব বই এখনও বঙ্গানুবাদ হয়নি সেগুলো অনুবাদ করা ইত্যাদি।
(সংকলিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.