নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

কারণ, বিক্রেতাও কখনো ক্রেতা ছিল...

২৬ শে জুন, ২০১৭ রাত ৯:২৪


১. আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বলেই বোধহয় আমাদের সব কিছুতেই যুদ্ধ যুদ্ধ ভাব। ছোট খাটো বিষয় নিয়েও আমাদের মধ্যে ঝগড়া, মারামারি চলে। শান্তিপূর্ণ চিন্তা ধারা আমাদের মধ্যে দেখা যায় না। সব সময় ত্যাড়া কথা বলাতে আমরা অভ্যস্ত। এক সময় রিক্সাওয়ালারা নিরীহ হওয়ায় আমরা তাদের উপর চড়াও হতাম। কিন্তু এখন তারা সাহসী হয়ে উঠায় আমরা এখন মান সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করি। তবে এখনো 'তথাকথিত প্রতিবাদী' কিছু মানুষ/ছাত্র ২/৩ টাকার জন্য চামারের মত ঝগড়া করে কন্ট্রাক্টরদের সাথে।

২. আমার স্ত্রীকে নিয়ে যখন শপিং-এ যাই তখন বিক্রেতা শেলফ থেকে একের পর এক কাপড় বের করতে থাকে। আমি বলি, সব বের করার দরকার নেই দূর থেকে আগে দেখি। বিক্রেতা ভাবে 'বিক্রি হতে পারে' তাই দেখাতে কার্পন্য করে না। কিন্তু আমি নিশ্চিত নই এই দোকান থেকেই কিনবো কিনা। তাই স্ত্রীকেও বলি আগে রং ও বাজেটের মধ্যে ঠিক থাকলে তারপর কাপড়ের ভাঁজ খোলা উচিত। যদিও স্ত্রী বলে, আমি কাস্টমার আমার অধিকার আছে! আমি জানি আমার অধিকার আছে কাপড় যাচাই বাছাই করে পছন্দ করে কেনার। আবার আমি এও জানি খামাখা বিক্রেতাকে কস্ট দেয়া ঠিক নয়। এত দেখার পর না কিনলে নিজের মনেই খারাপ লাগে।

৩. আমার এক বন্ধুকে নিয়ে শপিং-এ গেলে আমি আল্লাহর নামে নেই বেশী বেশী যেন অপমানিত হতে না হয়। এই বন্ধু খুবই দ্বিধান্বিত থাকে কাপড় নিয়ে। শার্ট নিয়ে ট্রায়াল দিবে তারপর একবার নিজেকে প্রশ্ন করবে, ঠিক আছে কিনা আরেকবার আমাকে জিজ্ঞেস করবে ভালো লাগছে কিনা, ভালো বললেও দ্বিধায় থাকে, ভালো না বললেও দ্বিধায় থাকে। সিদ্ধান্ত নিতেও অনেক সময় নেয়। বিক্রেতা তাকিয়ে থাকে! পরে 'আরো দেখি' বলে দোকান থেকে বের হয় যায়।

৪. আমার আরেক বন্ধু এক সময়(অনেক আগে) টাকা না থাকা সত্ত্বেও মোবাইলের দোকান, ঘড়ির দোকানে গিয়ে মোবাইল/ঘড়ি দেখত, দাম জিজ্ঞেস করতো, মডেল জিজ্ঞেস করত - আবার বের হয়ে যেত। এই কাজ গুলো আমার খুবই বিরক্ত লাগে। কেন শুধু শুধু বিক্রেতাকে কস্ট দেয়া?

৫. আমার বন্ধুদের মত মানুষগুলো যখন বিক্রেতা হয় তখন তাদের মনে পড়ে যায় এক সময় তারা বিক্রেতাদের কেমন কস্ট দিত। তারা তখন মনে করে কাস্টমার এসেছে শুধু সময় নষ্ট করতে বা শুধুই দেখতে। ইনফিনিটির বিক্রেতা যা করেছে তা একেবারেই ঠিক করেনি। তবে ক্রেতাদেরও খেয়াল রাখতে হবে বিক্রেতারাও আমাদের দেশের মানুষ! অস্থির সমাজের মানুষ। ক্রেতাদের বোঝা উচিত কাপড় যাচাই করতে গিয়ে যেন কাপড় নষ্ট না হয়ে যায় আর দরদাম ঠিক না করে ট্রায়াল দেয়াও উচিত না। তাছাড়া ফিক্সড প্রাইসের দোকানে এসব ঘটলে বুঝতে হবে আরো অনেক কিছুই হয়তো হয়েছে!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ করার অনেক আগের থেকেই বাংগালীরা অপরের সাথে অভদ্র আচরণ করে আসছে! যাঁরা যুদ্ধ করেছিলেন, তাঁরা শান্ত ছিলেন; যু্দ্ধে অশান্ত হলে প্রাণ যাবার সম্ভাবনা বাড়ে। যুদ্ধ সাধারণ মানুষের উপর ভয়ংকর প্রভাব রেখে গেছে, অবশ্য।

আমার ১ম মন্তব্যটা মুছে দেন; উহা শেষ করার আগে সামু হ্যাং হয়ে গিয়েছিল; পরে দেখি সেভ হয়ে গেছে!

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব খানে এত অস্থিরতা কেন? ভুল চিকিৎসা হলে হাসপাতাল ভাংচুর, ছাত্র মারা গেলে বাস ভাংচুর, বেতন না দিলে গার্মেন্টস ভাংচুর, বিল চাইলে ক্যান্টিন ভাংচুর। সবাই এত যুদ্ধংদেহী কেন?

২| ২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

বিষাদ সময় বলেছেন: আমরা হুচুকে বাঙালী তো, আমাদের এ অবস্খাই হবে।

আমার স্ত্রীকে নিয়ে যখন শপিং-এ যাই তখন বিক্রেতা শেলফ থেকে একের পর এক কাপড় বের করতে থাকে। আমি বলি, সব বের করার দরকার নেই দূর থেকে আগে দেখি। বিক্রেতা ভাবে 'বিক্রি হতে পারে' তাই দেখাতে কার্পন্য করে না।

'বিক্রি হতে পারে' ভেবে না ,আসলে এটা বিক্রেতাদের একটি কৌশল ক্রেতার উপর মানসিক চাপ প্রয়োগ করে কেনানোর।

অফ টপিক: চিরকাল প্রবাদ শুনেছি "বিচার মানি তয় তালগাছ আমার" ...........

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিক্রেতার মানসিক চাপ প্রয়োগ করার কৌশল ব্যর্থ হলেই মুখ কালো করে আর বেয়াদবি করে বসে!...

৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বিখ্যাত বিক্রেতা হলো আমেরিকার সাদা মেয়েরা; ওরা আসলেই চায় যে, ক্রেতা কিনে যেন খুশী হয়, নিজকে যেন লাভবান মনে করে; ঠকেছে ভেবে যেন হতাশ না হয়; ওরা ঠকাতে চায় না; লাভ করে, তবে কাস্টমারকে খুশী করার সব ধরণের চেস্টা করে, জেনে শুনে খারাপ দ্রব্য দেবে না।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উন্নত বিশ্বে ডিসপ্লে থেকেই মানুষ পছন্দ করে ট্রায়াল দিয়ে কাউন্টারে গিয়ে টাকা দেয়।

৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো বিশ্লেষণ দিয়েছেন। ভালো লাগলো। সবারই সচেষ্ট থাকা উচিত।

ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পক্ষই এই অস্থির সমাজের অংশ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ...

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঈদ মোবারক

৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: আমি মনে করি, কিনতে না চাইলে কাপড় দেখায় উচিত না।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও একই নীতি মেনে চলি। ঝামেলা এড়াতে ব্রান্ড শপে গিয়ে পছন্দ করে কেনা উচিত।

৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:০৮

ধ্রুবক আলো বলেছেন: তবে ভাই একটা কথা হলো, ব্যবসায়ীদের বা বিক্রেতাদের মাথা সব সময় ঠান্ডা থেকেও ঠান্ডা রাখতে হয়, কারণ সে ব্যবসায় করে।
তার উত্তেজনা মানে ব্যবসায়ের ক্ষতি। তাই সহনশীল হওয়াই উচিত।

ভাই, আমাদের রাগ করে উচিত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলোর উপর।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবশ্যই বিক্রেতাদের মাথা ঠান্ডা রাখা উচিত। তাদের বুঝতে হবে হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। ২/১ জন অনাকাঙ্খিত কাস্টমার আসতেই পারে। মেজাজকে ঠিক রাখতে হবে।
আর মোবাইল নেটওয়ার্ক নিয়েও তাদের প্রতি একটু সহানুভূতি আছে আমার। ছোট এক নিম্ণ মধ্যম আয়ের দেশে ৮ কোটি ইউজারকে নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দেয়াটাও কম ক্রেডিট না...

৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশী, চীনা, পাকী, ভারতীয়, আফ্রিকান, এরা ক্রেতাকে ঠকানোতে অভ্যস্ত; যাকে ঠকানো হয়, তার জন্য মনে কোন টান থাকে না।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মানসিকতার জন্য ক্রেতাও আগে থেকে ধরে নেয় তাকে ঠকানো হচ্ছে আর তার প্রভাব পড়ে বিক্রেতার উপর...

৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: বেশির বিক্রেতাই দুষ্টলোক হয়।

২৭ শে জুন, ২০১৭ রাত ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমাজ, পরিবেশ, লোভ, মালিক - এদের পরিবর্তন করে...

৯| ২৭ শে জুন, ২০১৭ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: প্র্রতিটা পয়েন্টেই প্লাাস।।
কারন আমরা নিয়তই ভুলে যাই, আমাদের ইতিহাস!! তাইতো ক্রেতা কাল বিক্র্রেতাও হতে পারে!!
আসলে দুঃখ বা ভাবনার কিছু নেই, চরিত্র বদলেই সব হালাল।।

২৭ শে জুন, ২০১৭ রাত ১২:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আয়নায় নিজেকে দেখা উচিত সবার...

১০| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:০৪

আল ইফরান বলেছেন: সম্মিলিত ভাবেও এই সমস্যার সমাধান করা বেশ কঠিন।
বিগত কয়েক দশকে আমাদের জাতীয় সংষ্কৃতিতে যেভাবে অসহিঞ্চুতার চর্চা হয়েছে বা হচ্ছে তার খুবই সামান্য প্রতিফলন এই ঘটনাগুলো।
দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার ......

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জা‌তিগত হি‌সে‌বে বিচারহীনতার সংস্কৃ‌তি আমা‌দের অস‌হিষ্ণু ক‌রে তুল‌ছে। এখনই লাগাম টে‌নে ধর‌তে হ‌বে...

১১| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১

শূন্য-০ বলেছেন: ভালো লাগলো

১২| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:২২

বিজন রয় বলেছেন: শুধু শুধু কাইকে বিরক্ত করা ঠিক না।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নি‌জে‌কে ঐ জায়গায় বসা‌তে হ‌বে। সেও তো মানুষ...

১৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকটা কাপড় দেখলে মনে হয় কমপক্ষে একটা নেওয়াই উচিত; নিজের কাছেই কেমন লজ্জা লাগে । আর দর কষাকষিও করতে পারি না; এ জন্য নির্দিষ্ট দরের দোকানই আমার পছন্দ ।

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই করা উ‌চিত। বি‌ক্রেতা‌দেরও প‌রিবর্তন হ‌তে হ‌বে। ঠকা‌নোর মান‌সিকতা প‌রিহার কর‌তে হ‌বে...

১৪| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৭

পৌষ বলেছেন: এই রোজার আগে মেয়ের জন্য জুতা কিনতে মার্কেটে গিয়েছি। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছি, এমনিই একটি দোকানে ঢুকলাম। ঢুকার পর তারা অনেকগুলো জুতা বের করে দেখাচ্ছে আর বলছে এটা পড়ে দেখেন, ওটা পড়ে দেখেন। আমি বললাম আপনার এত বের করার দরকার নেই। তারা বলল সমস্যা নেই, পছন্দ হলে নিবেন না হলে না নিবেন। শেষ পর্যন্ত পছন্দ না হওয়াতে যখন চলে আসব তখন একটা বাজে মন্তব্য করে বসে। এই হচ্ছে আমাদের দেশের বিক্রেতাদের মনমানসিকতা!

২৭ শে জুন, ২০১৭ বিকাল ৫:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐ যে ছোট থে‌কে বা‌জে প‌রি‌বেশে বড় হ‌য়ে‌ছে। মন খারাপ কর‌বেন না।ঝা‌মেলা এড়া‌তে ফিক্সড প্রাই‌সের দোকান থে‌কে কিন‌বেন।

১৫| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবাই এত যুদ্ধংদেহী হবার কারণ জেনেটিক্যালি আমরা দ্বন্দ্ব বিবাদের বীজ বংশ পরম্পরায় বহন করে চলেছি।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যু‌দ্ধের পর অ‌নেক জা‌তি বদ‌লে গি‌য়ে‌ছে। আমরা কেন বদলা‌তে পার‌ছি না?

১৬| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বাকরখানি বলেছেন: একদরের দোকানে যাওয়া তো বিশাল হ্যাপা।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি‌ক্রেতারা এত বেশী বিভ্রান্ত ক‌রে যে এক দ‌রের দোকানই ভা‌লো...

১৭| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের বিক্রেতাদের বেশীর ভাগই পাক্কা শয়তান। লাভ করে ২০০ থেকে ৩০০%। ব্যবহার থাকে দারুণ খারাপ। ক্রেতার অবশ্যই অধিকার আছে জিনিস বেছে বেছে কেনার। নিজের পকেটের টাকা দিয়ে জিনিস কিনবে না দেখে না যাচাই করেই।

মাথা ঠান্ডা রাখতে না পারলে ব্যবসা না করে এলাকায় মাস্তানী করলেই তো হয়।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যবসায়ী‌দের সেই দিন এখন আর নাই। চা‌হিদার চে‌য়ে বেশী দোকান। রমজান ছাড়া বাকী সময় খুব একটা ভা‌লো যায় না। কিছু ব্যবসায়ীর ব্যবহার খারাপ সেটা সত্য। তাই প‌রি‌চিত দোকান অথবা এক দা‌মের দোকানে যাওয়া ভা‌লো...

১৮| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল।
ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক...

১৯| ২৯ শে জুন, ২০১৭ রাত ১১:২৯

দ্য এন হোস্ট বলেছেন: খুবই দুঃখ জনক ঘটনা।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অস্থির সমাজের বহিঃপ্রকাশ। আসলেই দুঃখজনক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.