নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ২০০৮ - এর নির্বাচনে অবিশ্বাস্য ফলাফলে আওয়ামী লীগ জয়লাভ করল। তখনকার প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা তখন হিরো, রোল মডেল। কাউরে পরোয়া করেন না, কাউরে ভয় পান না টাইপ ইসি। কোন এক উপ নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী (সম্ভবত আলী রাজু) গিয়ে প্রার্থীর পক্ষে প্রভাব ও প্রচারণা করেছিলেন যা ছিল নির্বাচনী আইনের লঙ্ঘন। বেকুব জনগণের পাশাপাশি বেকুব সাংবাদিকরাও শামসুল হুদার কাছে এইটার ব্যপারে তেনার পদক্ষেপ দেখার আগ্রহ জানাল। তিনিও বলেছিলেন, যেই হোক না কেন আইন লঙ্ঘন হলে তার শাস্তি হবে। কিন্তু না। ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীকে তিনি কিছুই করতে পারেননি...
২. সাকা চৌধুরী তার সাফাই সাক্ষী হিসেবে নাম দিয়েছিলেন এক বিচারপতির। সেই বিচারপতি আবার সাংবিধানিক কারণে সাক্ষ্য দিতে পারেননি। - এই ব্যপারটা নিয়ে টক শো-তে জাফর উল্লাহ বলেছিলেন, বিচারপতি তো সাক্ষ্য দিতে পারতেন। এটা কি বিচারের বাণী নিভৃতে কাঁদা হলো না? ব্যস। এই কথা টা ট্রাইবুন্যাল -এর নজরে আদালত অবমাননা। পরে জাফর উল্লাহকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছিল। এরকম অনেক আদালত অবমাননার কারণে অনেক জনকে জেল খাটতে হয়েছে অথবা কোর্টে যেতে হয়েছে...
৩. গত কয়েকদিন ধরে ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের পর আওয়ামী লীগের মন্ত্রী, এম পি, নেতারা যেভাবে বাজে ভাষায় প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করছেন তাতে দেখা যাচ্ছে কোন আদালত অবমাননা হচ্ছে না! হয়তো বা ক্ষমতাসীন দলের কারো দ্বারা আদালত অবমাননা হয় না - এরকম কোন অঘোষিত আইন বিদ্যমান আছে। নাহলে, প্রধান বিচারপতি এখন পর্যন্ত একজনকেও ডেকে আনছেন না কেন কোর্টে? একবার পড়েছিলাম, হাইকোর্টের বিচারপতি রা যেখানেই যান সেখানে কোর্ট বসতে পারে। তাহলে এখন পর্যন্ত কোন ব্যক্তিকে কেন তলব করা হচ্ছে না? সাহস করে তো সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন প্রধান বিচারপতি। তাহলে আরেকটু সাহস করে সমন জারি করলেই পারেন...
৪. ফিরে যাই শিরোনামের কথায়। আইন না মানলে কোন দেশে শান্তি আসে না, সুশাসন আসে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ছেলে মদ খেয়ে গাড়ী চালানোর পরও গ্রেফতার হয়েছিল আর অভিভাবক হিসেবে টনি ব্লেয়ারকে গিয়ে ছাড়িয়ে আনতে হয়েছিল ছেলেকে। সৌদি আরবের প্রিন্স আর প্রিন্সেসের শিরচ্ছেদের কথা তো অনেকেরই জানা। আইন মানলে ও সঠিক প্রয়োগ হলে দেশে সুশাসন হবে আর না হলে দেশ রসাতলে যাবে...
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক! কিন্তু সংবিধানে মনে হয় প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারেন না...
২| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
এই রায় সরকারের পক্ষে, বা বিপক্ষে যায়নি; ছাত্রলীগের রাজনীতিবিদদের বুঝার কোন সম্ভাবনা নেই রায় কি বলছে! এই রায় সংবিধানের পক্ষে গেছে; পার্লামেন্ট সংবিধান পরিপন্হি একটি আইন প্রনয়ন করেছিলো, সেটির সুরাহা হয়েছে মাত্র; আমু, ড: হাছানরা হচ্ছে পেশীতন্ত্রের লোকজন।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গঠনমূলক আলোচনা করলেই সমাধান হয়ে যায়। এসব হাসান, হানিফ দেশের রাজনীতি নষ্ট করে দিচ্ছে পরবর্তী রাজনীতিবিদদের জন্য...
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ভুয়া মফিজ বলেছেন: কোন কিছু পক্ষে না গেলেই খারাপ এই কালচার থেকে যতদিন আমরা বের হতে পারবো না, ততদিন নিজেদের সভ্য বলেও দাবী করতে পারবো না।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। তেনারাই বলেন সংবিধান থেকে এক চুল নড়বেন না। এখন কত চুল নড়তেছেন তার হিসাব আছে?
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
জোহা ৭১ বলেছেন: এটা ব্রিটেন না এটা বাংলাদেশ।
প্রধান বিচারপতি সম্ভবত আন্তর্জাতিক ক্রীড়াচক্রের ফুটবলে পরিণত হতে চলেছেন।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাউকে না কাউকে তো স্টেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে যে আমাদের দেশে কুশাসন চলছে তার ব্যপারে মুখ খোলার সময় হয়েছে। আমাদের সরকারী দল ক্ষমতায় থাকলে যা খুশি তাই করতে পারবে - এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে...
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
চাকুরী হচ্ছে মানুষের মৌলিক অধিকার; বিচারকদের অপসারণ করা বিচার বিভাগের কাজ; পালর্লামেন্ট কাউকে চাকুরী থেকে অপসারণের অধিকার রাখে না।
আসলে, বিএনপি লুবুজুবু হয়ে যাওয়াতে লীগের ষাঁড়েরা বিএনপি'র সাথে গন্ডগোল করে আরাম পাচ্ছে না।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই তারাই (লীগ) খায়রুল হকের বিতর্কিত রায়কে মানতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছিল। তখন তো খুব আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা ছিল। বি এন পি তো আসলে শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছে। পুলিশের মাইর, জেল, মৃত্যু এসব থেকে বাঁচার জন্য এখন আর আন্দোলনে সাহস পায় না...
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১২
জোহা ৭১ বলেছেন: দেশে কুশাসন চালানোর অন্যতম কারিগর বিচার বিভাগ। এস কে সিনহা অন্য কারণে ঘেউ ঘেউ করছেন।
আমাদের রাজনৈতিক বাঁক বদলের ঘটনা একটু মনে করে দেখুন। এদেশে ভারত যা চাইবে তা হবে।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভারত তো জানতাম আওয়ামী লীগকেই সমর্থন করে। তাহলে এই রায় তো তাদের বিপক্ষেই গেল? আর সিনহা কে সরানোটাও তেমন ব্যপার না শেখ হাসিনার জন্য, যেমন ব্যপার ছিল না বি চৌধুরী কে সরানো। এসব কাজে ভারতের কোন প্রভাব কাজে আসবে না...
৭| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
শুভ্র বিকেল বলেছেন: আমার মতে, ষোড়শ সংশোধনীর বিচার করার ক্ষমতা বিচার বিভাগের নেই কেননা এটি প্রথম সংবিধানে ছিল দ্বিতীয়ত, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় এখন আর জুডিয়াশিয়াল কাউন্সিল বলবৎ থাকার কথা নয়।এ বিষয়ে অবশ্য আমার একটা পোস্ট আছে।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব নিয়ে আলোচনা হতে পারে তবে রায় বিপক্ষে গেলেই গালাগালি ঠিক নয়...
৮| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
" বি এন পি তো আসলে শেখ হাসিনার কাছে পরাজিত হয়েছে। পুলিশের মাইর, জেল, মৃত্যু এসব থেকে বাঁচার জন্য এখন আর আন্দোলনে সাহস পায় না... "
-বিএনপি মিলিটারীর জোরে ক্ষমতায় এসেছিলো, সেই সুযোগ বন্ধ; বিএনপি রাজনীতি করে না, ক্ষমতায় আসাটাই ওদের একমাত্র লক্ষ্য ছিল। বিএনপি'র অনেকেই বাংলাদেশই চাহেনি।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি এখনো মনে করে আওয়ামী লীগের ভুলেই তারা আবার ক্ষমতায় আসবে। তারা সবসময় জামায়াতে ইসলামীর উপর নির্ভর করে। হরতাল ডাক দিয়ে নেতার ঘরে বসে থাকে...
৯| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
জোহা ৭১ বলেছেন: ভারত যতক্ষণ যাকে দরকার ততক্ষণ তাকে সমর্থন করে। প্রধান বিচারপতি অপসারণ আইনগত ভাবে সহজ হলেও তা কখনো সুফল বয়ে আনবে না।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা ঠিক। এটা একটা বাজে চর্চা হয়ে থাকবে। পরবর্তীতে অন্য সরকারও এভাবে প্রধান বিচারপতিকে অপসারণ করবে...
১০| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: একটা সরকার গঠিত হয় তিনটা বিভাগের সমন্বয়ে --
১। বিচার বিভাগ,
২। নির্বাহী বিভাগ,
৩। আইন বিভাগ।
প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান।
যিনি প্রধান বিচারপতিকে অসম্মানজনক কথা বলেন তিনি বিচার বিভাগ মানেন না। রায়ের সমালোচনা করা আর তাকে ছিঁচকে উকিল বলা এক কথা নয়।
যিনি বিচার বিভাগ মানেন না, তিনি সরকার মানেন না।
যেহেতু তিনি মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলে দাবি করেন, তাই তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন। এমনকি তারা যদি এই রাষ্ট্রকেও না মানে তাতেও কিছু আসে যায় না। কারণ তারা মুক্তিযোদ্ধা তারা রাজাকার না।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পোস্টের সারাংশ আপনি লিখে দিয়েছেন। ধন্যবাদ...
১১| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
নিরাপদ দেশ চাই বলেছেন: ''Contempt of court, often referred to simply as "contempt", is the offence of being disobedient to or discourteous towards a court of law and its officers in the form of behavior that opposes or defies the authority, justice and dignity of the court.[1][2] It manifests itself in willful disregard of or disrespect for the authority of a court of law, which is often behavior that is illegal because it does not obey or respect the rules of a law court''
The million dollar question is where is media? Why journalists are so silent?
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: journalists are publishing in the newspaper. why justices are so silent?
১২| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
এম আর তালুকদার বলেছেন: ০২ নং মন্তব্যের সাথে সহমত।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আওয়ামীলীগের মাথা পাগল হইয়া গেছে...
১৩| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: সিনহা সাহেব রাষ্ট্রপতি হতে চায়।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাইলেই তো হবে না। আওয়ামী লীগ বা বি এন পি রাজি হতে হবে তো...
১৪| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: এই জন্যই আমরা সভ্য দেশ হতে পারবো না...
একদমই সঠিক কথা বলেছেন।
২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারে থাকলে যদি আইন মানা না হয় তাহলে আর দেশ কীভাবে ঠিক থাকবে?
১৫| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
নীল আকাশ ২০১৬ বলেছেন: সিনহা সাহেব ভারতদেবের ইশারার অপেক্ষায় 'ধৈর্য্য' ধরে আছেন। ইশারা পেলেই মাথা নত করবেন, রায় সংশোধন করবেন এবং তারপর প্রেসিডেন্ট হবার জন্য সংসদের দ্বারস্থ হবেন।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সিনহা সাহেব যে উদ্দেশ্যেই করেন না কেন শেখ হাসিনা থাকতে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না...
১৬| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬
তপোবণ বলেছেন: মন্তব্যের দরকারনেই মোহাম্মদ আলী আকন্দ ও গাজি স্যার মনের কথাগুলো বলে দিয়েছেন অলরেডি।
১৭| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭
তারেক ফাহিম বলেছেন: নির্বাচনের সূচনা লগ্নে এমন কর্ম অন্যদেরকেও বলার সুযোগ করে দিয়েছেন মনে হচ্ছে।
২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশংকার বিষয় হলো বিচারপতিদের এভাবে অপমান করলে সুশাসনের অনেক ক্ষতি হবে। পরবর্তী সরকারগুলোও এই ধারা বজায় রাখলে বিশৃঙ্খলা বাড়বে...
১৮| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
তারেক ফাহিম বলেছেন: পরবর্তী সরকারগুলোও এই ধারা বজায় রাখলে বিশৃঙ্খলা বাড়বে...
বিচার বিভাগে অবিচার শুরু হওয়ার আশংকা
২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদিকে বিচারপতিরা সাহসী কোন রায় দিতে ভয় পাবে অন্যদিকে পরবর্তী ক্ষমতাসীন সরকার মনে করবে বিচারপতিকে চাপে রাখলে বা গালি দিলেও তেমন কিছু যায় আসে না...
১৯| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
রাতু০১ বলেছেন: এটা বাংলাদেশ এবং অশিক্ষিতদের।
২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখনই প্রধান বিচারপতি এসবের বিরুদ্ধে না গেলে এই অশিক্ষিতরাই দেশটাকে শেষ করবে...
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
মিঃ আতিক বলেছেন: প্রধানমন্ত্রির টুঁটি চেপে ধরে আছেন প্রধান বিচারক, যে কোন মুহূর্তে শেষ করে দিতে পারেন। ছোট খাটো কারো কোথায় কি আসে।