নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮ বছর আগের লেখা (এখনো প্রাসঙ্গিক)
নারী হওয়াতেই হেরে গেলেন হিলারী
ট্রাম্প মিথ্যাবাদী, not my president - কত রকম নেগেটিভ প্রচার ছিল ট্রাম্পকে নিয়ে। তিনি কীভাবে আবার জয় ফিরিয়ে আনলেন? শুধুই তার যুদ্ধবিরোধী কথাবার্তা আর বিতর্কে জয়ী হয়ে যাওয়া? জো বাইডেন থাকলেও হারত, কারণ, বাইডেনকে ডেমোক্র্যাটদের মধ্য থেকেই দাঁড়াতে মানা করা হয়েছিল। তাছাড়া বয়স ও বারবার ভুল করাও বাইডেনের হারার একটা কারণ হত। কিন্তু অন্য কোন ডেমোক্র্যাট দাঁড়ালে কি আসলেই ট্রাম্পের কাছে হারত? সেই কথিত মিথ্যাবাদী, দাঙ্গাবাজ, পর্ণো তারকাকে ঘুষ দেয়া, সাজাপ্রাপ্তকেই আমেরিকান রা বেছে নিল?
০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের বাক্যে মনে হয় ‘না’ যুক্ত হবে। কারণ, যতদূর জানি কামালা (কমলা) ‘নারী কার্ড’ ব্যবহার করেননি...
২| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: নারী-পুরুষ ফ্যাক্ট হতে পারে। তবে আমার ধারণা ট্রাম্পের বিপরীতে অন্য যে কেউ দাঁড়ালে হারত।
০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটা এখন আর প্রমাণ করা যাবে না। মিথ থেকে যাবে...
৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি।
যতই বলেন, আমেরিকানরা কিছুতেই নারীকে প্রেসিডেন্ট করবে না। তারা ঐ পুরুষ কার্ড খেলেই বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে পুরুষ প্রেসিডেন্টই আসলে জনগণের পছন্দ বেশি। যদিও নারী কমপিটিশনে গেলেও তারা গদবাধা গদ্য শুনিয়ে দিয়েছে। তারা টালমাটাল ট্রাম্পকে ঠিকই জয়ী করেছে। তলে তলে সব রাজনৈতিক দলই এক রসুনের গোড়া।
ব্যবসা-বিনিয়োগও বড় একটা ফ্যাকটর হিসেবে কাজ করেছে।
০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের পোস্টকে টেনে আনার জন্য এই পোস্টকে ছোট করা হয়েছে। ধন্যবাদ...
৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
নারী প্রেসিডেন্ট" আমেরিকানদের চেয়ে বাঙালিদের প্রয়োজন বেশি দেখা যাচ্ছে।
৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
কামাল১৮ বলেছেন: হারার অনেক কারণ আছে।প্রধান কারণ বাইডেনের অপশাসন।বিশ্বকে অশান্ত করা।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪১
সৈয়দ কুতুব বলেছেন: বাইডেন দাড়ালে এবার হেরে যেত। কামালা এলিট শ্রেণীর চয়েজ ছিলো। ট্রাম্প লোকাল চয়েজ। বড়ো ব্যবসায়ী দের সাপোর্ট ট্রাম্পের সাথে ছিলো। নারী পুরুষ এখানে ফ্যাক্টর রাখেনি। কামালা জেন্ডার ভিত্তিক প্রচারণায় বিশ্বাসী ছিলো।