![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাংকে ভেতর আমাদের পাঠানো
রেমিটেন্স দেখ।
বুকের মধ্যে জমানো
কষ্ট দেখ না।
আমরা রেমিটেন্স পাঠাই।
উজার করে পাঠাই।
কষ্ট পাঠাই না।
বুকের মধ্যে সযতনে রেখে দিই
প্রতি দিন জমে থাকা কষ্টগুলো।
০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
বিদেশে কামলা খাটি বলেছেন: আপনি তো অনেক ভালো লিখেন। পড়ার জন্য ধন্যবাদ।
২| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। ভালো থাকুন।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫১
বিদেশে কামলা খাটি বলেছেন: কেউ তো খোজ নেয় না। ফরেন কারেনসি আসছে। কিন্তু যাদের মাধ্যমে আসছে তারা কি ভাবে আছে তা সবার জানা দরকার। দেশে একটি কাজ দরকার।
৩| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কমপক্ষে বিদেশ মানুষ পাঠানোর ব্যাপারটা নিজের হাতে নিতে পারতেন। মানুষকে পরিবার ছেড়ে বিদেশে যেতে হচ্ছে, এর গুরুত্বটুকু উনি বুঝলেন না! উনাকে দিয়ে কি হবে!
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫২
বিদেশে কামলা খাটি বলেছেন: প্রচুর পরিমাণ ডাক্তার - ইন্ঞ্জিনিয়ার বিদেশে পাঠান। কেননা, তারা সপরিবারে যেতে পারে। শ্রমিকরা সপরিবারে যেতে পারে না। প্রবাসে তাদের কোন জীবন নেই। তারা টাকা কামানোর মেশিনের মতো কেবল কাজ করে। আর কোন রকমে ডাল রুটি খেয়ে বেচে থাকে।
৪| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: প্রবাসীদের পাঠানো অর্থেই সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের জন্য অনেক শ্রদ্ধা ভালবাসা ।
০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৪:৫৩
বিদেশে কামলা খাটি বলেছেন: আমি বিজ্ঞানী হলে একটা চশমা আবিস্কার করতাম যে চশমা দিয়ে শ্রমিকদের পাঠানোর টাকার গায়ে লেগে থাকা রক্ত আর ঘাম দেখা যেতে পারত।
৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৭
আবু আফিয়া বলেছেন: কষ্টগুলো কেটে যাক
ধন্যবাদ
০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪
বিদেশে কামলা খাটি বলেছেন: প্রবাসী শ্রমিকরা নিজ দেশে কাজ করতে চান। পরিবরা পরিজন নিয়ে সম্মানের সাথে বাঁচতে চান। তাদের প্রত্যাশা খুব বেশী কিছু নয়।
৬| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাইয়া,আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৬২৫২৪১৯১
০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯
বিদেশে কামলা খাটি বলেছেন: ধন্যবাদ। এটা তো কেবল আমার একার কষ্ট না। আরো কয়েক লাখ মানুষের কষ্ট। সবাই কল দিলে আপনি তো পাগল হয়ে যাবেন।
ভালো থাকুন। আপনার আন্তরিকতায় আমি বিমুগ্ধ।
৭| ০৯ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭
হাফিজ বিন শামসী বলেছেন:
বুকের গহীনে জমে থাকা কষ্টগুলো লেখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
রেমিট্যান্স খাতকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে দেশের স্বার্থ রক্ষার্থে প্রবাসীদের প্রতি সরকারের নজর দেয়া একান্ত প্রয়োজন।।
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৯
বিদেশে কামলা খাটি বলেছেন: ধন্যবাদ। এটা তো কেবল আমার একার কষ্ট না। আরো কয়েক লাখ মানুষের কষ্ট।
ভালো থাকুন। আপনার আন্তরিকতায় আমি বিমুগ্ধ।
৮| ১৩ ই মে, ২০১৮ দুপুর ২:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই কেমন আছেন?
কষ্টতো আমরা সবাই করছি।
কেউ দেশে কেউ বিদেশে ? তবু প্রবাসীদের কষ্ট বেশি সেটা যারা বুঝেনা তাদের বলে লাভ নেই।
সুদিন আসুক।
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৯
বিদেশে কামলা খাটি বলেছেন: প্রবাসী শ্রমিকরা নিজ দেশে কাজ করতে চান। পরিবরা পরিজন নিয়ে সম্মানের সাথে বাঁচতে চান। তাদের প্রত্যাশা খুব বেশী কিছু নয়।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
সাহাদাত উদরাজী বলেছেন: প্রবাসীদের পাপ্য সন্মান আমরা দিচ্ছি না!
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫০
বিদেশে কামলা খাটি বলেছেন: বিদেশে কামলা দেয়া কোন ভাল কথা না।
প্রবাসী শ্রমিকরা নিজ দেশে কাজ করতে চান। পরিবরা পরিজন নিয়ে সম্মানের সাথে বাঁচতে চান। তাদের প্রত্যাশা খুব বেশী কিছু নয়।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৭
শামচুল হক বলেছেন: কবিতায় কষ্ট কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ