![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল কিছু পুড়ে যাক। ভস্ম থেকে জন্ম নেক চেতনার অগ্নি-পক্ষি।
আপনারে আপন চিনেছে যে জন,
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।
সেই আপন আপন রূপ
সেবা কোন স্বরূপ
স্বরূপেরও সে রূপ জানিও কারণ।।
-লালন ফকির
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে-উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিঁড়ি নদীটির পাশে!
- জীবনানন্দ দাশ
আমি মুগ্ধ; উড়ে গেছো; ফিরে এসো, ফিরে এসো, চাকা,
রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো।
আমরা বিশুদ্ধ দেশে গান হবো, প্রেম হবো, অবয়বহীন
সুর হয়ে লিপ্ত হবো পৃথিবীর সকল আকাশে।
- বিনয় মজুমদার
জাগো হে পবিত্র পদ্ম, জাগো তুমি প্রাণের মৃণালে
চিরন্তনে মুক্তি দাও ক্ষণিকার অম্লান ক্ষমায়,
ক্ষণিকেরে করো চিরন্তন।
দেহ হোক মন, মন হোক প্রাণ,
প্রাণে হোক মৃত্যুর সংগম
মৃত্যু হোক দেহ, মন, প্রাণ।
- বুদ্ধদেব বসু
যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না, অসময়ে।
- শক্তি চট্টোপাধ্যায়
মালঞ্চে এই মৃত্যু লেখা
মৃত্যু সোনার পাথর বাটি
যখন খুশি পথ হারাবো
সঙ্গে থাকুক
ঝাউপাতাটি!
- জয় গোস্বামী
২| ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৬
পলাশ আহমেদ বলেছেন: ভাল লাগলো
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২
বিধান রিবেরু* বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৯
বিধান রিবেরু* বলেছেন: পোস্টের শিরোনাম এবং প্রথম পংক্তিগুলো সম্পর্কে আমার কৈফিয়ত: লালন বাউল, সকল কবিই কি বাউল নয়? কিংবা অন্যভাবে বললে বলা যায়- সকল বাউলই তো আসলে কবি। কবিত্ব না থাকলে কি হয়?