নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যাস্ত মাথা!!

রহস্যের সন্ধানে .............

বিদ্রোহী অন্তর

সময়ের প্রতিবাদ

বিদ্রোহী অন্তর › বিস্তারিত পোস্টঃ

জনগন কারা ?

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৩

/:) জনগন শব্দটি বর্তমানে অত্যন্ত আলোচিত শব্দ । বিশেষ করে রাজনীতিকদের মুখে । প্রায়ই শোনা যায় যে, এইটা জনগন চায়, এইটা জনগন চায় না ।
তারা কিভাবে জানলো কোনটা জনগন চায় আর কোনটা চায় না ?

এই জনগন কারা ?

বাংলাদেশে ১৬ কোটি মানুষ আছে, তাদের মধ্যে কত জন জনগন ?

জনগন উপাধি পেতে আমাকে কি করতে হবে??

জনগনের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা ভোগ করতে কোথায় আবেদন করতে হবে ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


নেতা যদি এমপি হয়, উনি কমপক্ষে ৫ লাখ লোকের হয়ে বলতে পারবে, "৫ লাখ জনতা" কি সব বালছাল চাচ্ছে!

প্রাইম মিনিস্টার বলতে পারবে, "ষোল কোটী লোক ফাঁসীতে ঝুলার জন্য ফ্রি রশি চাচ্ছে"।

এবার "জনগণ' কিভাবে আসছে বুঝলেন?

আপনি কি কিছু ফ্রি চাচ্ছেন?

২| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯

ছাসা ডোনার বলেছেন: এইসব ফালতু শব্দ ব্যবহার করে রাজনীতির নামে ধান্দাবাজ ঠকবাজ জানোয়ারগুলো। এদের কাছে জনগন ওরাই যারা এদের পা চাটে, যাদের নিজস্ব কোন মতবাদ নাই।ইলেকশনের নাম দিয়ে সবাইকে ধোকা দেয়।যারা এই দুই ডাইনী মহিলার কথায় উঠে বসে।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী অন্তর বলেছেন: ঠিক বলেছেন... ছাসা ডোনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.