![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসত্য, আমানবিকতার বিরুদ্ধে সমালোচনায় অপ্রতিরোধ্য। আস্তিক, তবে বাড়াবাড়ী অপছন্দ। কোমল, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কঠোর। চাওয়া একটাই, প্রাণের জন্মভূমিটা হোক সুন্দর ও শান্তিময়। আনন্দে ভরে ঊঠুক সবার প্রান।
গতকাল আমার এক বন্ধু খুব আফসোস করে বলল,১৯৭১ সালে যার বীরত্বগাথার কথা সারা দুনিয়ার মানুষ জানত এবং আমার বন্ধুটি ও মনথেকে তাকে শ্রধ্বা করত সেই মানুষটি ও অবশেষে স্বাধীনতার ৪০ বছর পরে না পাওয়ার বেধনা থেকে রাজাকার হয়ে গেল।আমি জিগ্গেস করলাম দোস্ত মুক্তিযুদ্ধতো সেই কবে শেষ হল এখন আবার রাজাকার হবে কি করে?আমার দোস্ত খুব গভীরভাবে চিন্তাযুক্ত মননিয়ে জবাব দিল বাঘা সিদ্দীকি এখন 'চেতনায় রাজাকার'।
কেউ কি বলতে পারবেন আমার গ্গানী দোস্তের এই কথার মানে কি?বিশ্বাস করুন আমি সরল মানুষ তার এই গভীর কথার মর্ম বুঝিনি।
©somewhere in net ltd.