![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসত্য, আমানবিকতার বিরুদ্ধে সমালোচনায় অপ্রতিরোধ্য। আস্তিক, তবে বাড়াবাড়ী অপছন্দ। কোমল, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে কঠোর। চাওয়া একটাই, প্রাণের জন্মভূমিটা হোক সুন্দর ও শান্তিময়। আনন্দে ভরে ঊঠুক সবার প্রান।
আমাদের গৌরব মহান মুক্তিযুদ্বের সময় জামায়াতের রাজনৈতিক অবস্থান ইউনাইটেড পাকিস্থানের পক্কে ছিল তা সকলেরই জানা আছে।স্বাধিনতার প্রায় ৪২ বছর পরে মূল আসামীদের বাদ দিয়ে যেই বিচার করা হচ্ছে তা কতটুকু স্বচ্চভাবে হচ্ছে এ ব্যপারে দেশীয় ও আন্তর্জাতিক মহলের মন্তব্য নিশ্চয়ই সকল মহলের জানা।আমি মানলাম জামায়াত নেতারা রাজাকার ছিলেন স্বাধিনতার বিরুদ্বে তাদের ভূমিকা ছিল তাই তাদের বিচার করা হচ্ছে কিন্তু ৭৮ সালে জামায়াতে যোগ দেওয়া মাওলানা সাঈদী সাহেব কি করে রাজাকার হন তা আমার বোধগম্য হয়না।অনেক আওয়ামীলিগার ই দেখেছি যারা কট্রর জামায়াত বিরোধী হলেও সাঈদী সাহেবের ভক্ত।শুধু জামায়াত করার কারনে বা বিশাল ব্যক্তি গ্রহনযোগ্যতার কারনে যদি উনার বিরুধ্বে এই বিচার নামক প্রহসন বাস্তবায়ন করা হয় তা হলে আমি হলফ করে বলতে পারি এর দ্বারা জাতীকে দ্বিধাবিভক্ত করা ছাড়া এবং দেশকে চরম অবস্থায় অর্থ্যাৎ গৃহযুধ্বের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কোন কল্যান বয়ে আনবেনা।শাহবাগে একদিকে চলছে একজনের ফাসির দাবিতে আন্দোলন অপরদিকে একজনের মুক্তির দাবিতে চলছে আন্দোলনের পাশাপাশি লড়াইয়ের প্রস্তুতি।একজন দেশপ্রেমিক হিসেবে শুধু এটি ই কামনা আমার মহান মনিবের কাছে,মনিব লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাটিকে তুমি কারো রাজনৈতিক লালসা/আক্রোশ মিঠানোর হাতিয়ারে পরিনত করোনা।যারা এই নিষ্টুর খেলা খেলতে চাচ্ছে তাদের তুমি সুমতি দাও এবং জাতিকে ঐক্যবদ্ব থাকার সুযোগ দান কর।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৮
সমশের বলেছেন: ভাই হাচা কথা কইলেন না কি ?
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫
ফারমার বলেছেন: ৪২ বছর পার, জাতি খুনিদের বিরুদ্ধে সঠি ব্যবস্হা নিচ্ছে; সাইদীরা মানসিক রোগী, ভয়ংকর ভয়ংকর খুনী!