নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহন

পরাজিত এক সৈনিক। তবু লড়ে যাই আজও

বিহন › বিস্তারিত পোস্টঃ

নীল হয়ে যাওয়া চোখ দুটি নিয়েছে আজ বিদায়

২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

নীল হয়ে যাওয়া চোখ দুটি নিয়েছে আজ বিদায়
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
সকালের সূর্যটা স্নিগ্ধ আভায় ছুঁয়ে দিবে ইট-কাঠ আর কংক্রিটের নগরীকে,
কিন্তু আজ আর সে ছুবে না নিভৃতচারী কবিকে।
হকার রোজকার মতো ঠেলে দিবে পত্রিকা দরজার ফাঁক দিয়ে
কিন্তু আজ আর হবে না খোলা সে ভাঁজ যত্ন নিয়ে।
রাস্তায় আজও হাঁকডাক দিবে কাগজ আর তরকারিআলা
কিন্তু আজ আর কেউ মিলাবেনা ছন্দ সেই হাঁকডাকের মাঝ হতে।

চায়ের কাপ পড়ে থাকবে শূন্য হয়ে,
আধ খাওয়া সিগারেট জমবে না আর প্রিয় অ্যাসট্রেতে।

শ্রবণের এই দুপুরে আকাশে জমবে মেঘ আর সূর্যের লুকোচুরি
কিন্তু আজ আর কেউ নিবে না মেঘের পক্ষ চুপিচুপি।
পঞ্চমী রাতে আজও উঠবে গোলগাল চাঁদ
কিন্তু আজ আর কেউ দেখবে না তার রুপালি রূপের সাঁঝ
কবির নীল হয়ে যাওয়া চোখ দুটি চির ঘুমে
- ঘুমিয়েছে যে আজ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪২

সনেট কবি বলেছেন: ভাল লেগেছে। লিখতে থাকুন।

২| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

বিহন বলেছেন: dhonnobad vai

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.