নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহন

পরাজিত এক সৈনিক। তবু লড়ে যাই আজও

বিহন › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাক স্বাধীনতা

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০



সাধারন অর্থে বাক অর্থ মুখ দ্বারা উচ্চারিত শব্দ আর স্বাধীনতা অর্থ মুক্ত। কিন্তু গভির ও আক্ষরিক অর্থে বাক অর্থ মুখ দ্বারা উচ্চারিত অর্থবোধক শব্দ আর স্বাধীনতা অর্থ অন্যের অধিকার ক্ষুন্ন না করে নিজের ইচ্ছা মাফিক কাজ করা। তাহলে বাক স্বাধীনতার অর্থ দাড়ায় দেশ ও সমাজের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে নিজের যুক্তিযুক্ত মতামত ব্যাক্ত করা।
কিন্তু কেউ যদি দেশ ও সমাজের বিরুদ্ধে, ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে বক্তব্য দেয় তবে সরকার ও রাষ্ট্রের অবশ্যই তা বন্ধের অধিকার রয়েছে। এতে বাক স্বাধীনতা হরন হবে না। কিন্তু সরকার যদি সৈরাচারী মনোভাব ও ক্ষমতা লোভে জনগনের যুক্তিযুক্ত বক্তব্য হরন করে কন্ঠ রোধ করে তাহলে অবশ্যই বাক স্বাধীনতা শিকলে আটকা পরে।
কিন্তু বর্তমানে আমাদের তথাকথিত বুদ্ধিজিবী সমাজ এই দুই পার্থক্য না বুঝেই বাক স্বাধীনতা গেলো রে গেলো রে বলে নিজেদের গলা ফাটান। ফলে যখন সত্যিকার ভাবে আমাদের বাক স্বাধীনতা হরন হয় তারা তখন আগেই ফেটে যাওয়া গলা নিয়ে গর্তে যেয়ে লুকান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.