নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং দাদা

ভিন্ন কিছু চিন্তা করি। লেখালেখি করার ইচ্ছা থাকলেও অতটা প্রতিভা নেই। আমি একজন প্রতিভা বিহীন মানুষ।

8801922332801

কি

8801922332801 › বিস্তারিত পোস্টঃ

মনিবের হত্যা মামলায় ‘সাক্ষী’ ৯ বছর বয়সের কুকুর ট্যাঙ্গো…

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

৯ বছর বয়সের ল্যাব্রাডর প্রজাতির কুকুরটির নাম ট্যাঙ্গো। ফ্রান্সের টুরস শহরের একটি আদালতে সাক্ষী দেয়ার জন্য ট্যাঙ্গোকে দাঁড় করানো হয় কাঠগড়ায়। মনিবের খুনিকে শনাক্ত করার প্রথম পর্যায়ের শুনানিতে ট্যাঙ্গোকে সাক্ষী করা হয়। ব্যাট দিয়ে কুকুরটিকে ভয় দেখাতে সন্দেহভাজন খুনিকে বিচারক নির্দেশ দেন। ট্যাঙ্গোর প্রতিক্রিয়ার মাধ্যমে সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করার লক্ষ্যেই এমন নির্দেশ। আর পুরো ব্যাপারটি যাতে সম্পূর্ণ পক্ষপাতহীন ও সুষ্ঠুভাবে ঘটে, সে জন্য নরম্যান নামে অপর একটি কুকুরকে একইভাবে ভয় দেখানোর নির্দেশ দেয়া হয়। দুটি কুকুর একই প্রজাতির ও একই বয়সের। অবশ্য, শেষ পর্যন্ত পুরো আইডিয়াটিই ‘ফ্লপ’ হয়ে যায়। মাঝখান থেকে কিছু হাস্যরসের খোরাক পেয়েছেন অনেকেই। আবার, কেউ কেউ এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার বিপক্ষে নন। ফ্রান্সের আদালতে কুকুরকে সাক্ষী হিসেবে দাঁড় করানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মাসে ডালমেশিয়ান প্রজাতির একটি কুকুরের প্রতিক্রিয়া জানাতে এক পশু চিকিৎসককে আদালত নির্দেশ দিয়েছিল। ওই কুকুরটির সামনে দুই সন্দেহভাজন খুনিকে দাঁড় করানো হয়েছিল।



সূত্র: প্রথম বার্তা ডট কম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.