![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি
নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে৷ কিন্তু, রাজনৈতিক তরজা থেকে বিরত থাকছে না কোনও দল তথা নেতাই৷তেমনই মঙ্গলবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গর্জন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের৷তিনি বলেন, ‘বিজেপি গোটা দেশে মোদী জ্বরের সৃষ্টি করেছে৷ কিন্তু, উত্তরপ্রদেশে এই জ্বরের চিকিৎসা করবে সমাজবাদী পার্টি৷’ উত্তরপ্রদেশের মানুষ বিজেপির বিভাজনমূলক রাজনীতি সম্পর্কে অবগত বলেও কটাক্ষ করেন তিনি৷ এদিন জওনপুর এবং বারাণসীতে সভা করেন অখিলেশ যাদব৷
পাশাপাশি, ফৈজাবাদে মোদীর সভার প্রসঙ্গও টেনে আনেন তিনি৷ বিজেপিকে ‘চতুর’ অ্যাখ্যা দিয়ে অখিলেশ বলেন, ‘মঞ্চের পিছনে রামের ছবি লাগিয়ে ধর্মকে হাতিয়ার করছে বিজেপি৷’ তিনি আরও বলেন, ‘বিজেপি বুথ দখলের অভিযোগ তুলছে৷ সমাজবাদী পার্টির দিকেও অভিযোগের তির বিজেপির৷ কিন্তু, সপা তার উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট ভাল প্রতিক্রিয়া পাচ্ছে৷’ এই ইস্যুতে গুজরাত মডেলকেও খোঁচা মারেন মুলায়ম পুত্র৷ তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে এমন কিছু প্রকল্প চালু হয়েছে, যা এখনও গুজরাতে চালু হয়নি৷
সূত্র: প্রথম বার্তা ডট কম
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ রাত ১২:৪৬
একজন ঘূণপোকা বলেছেন:
হুম, মোদী জ্বর- এভরিহোয়ার