![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি
সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে মেয়াদোত্তীণন সিএনজি উচ্ছেদ এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে নতুন অটোরিকশা নামানোর দাবি জানায় সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান সমিতির নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সিএনজি অটোরিকশায় যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের জন্য সিএনজিচালিত আটোরিকশা মিটারে চলাচল নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, এই সিএনজিচালিত অটোরিকশাগুলো শুরু থেকে ভাড়া সন্ত্রাস ও যাত্রী হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সংগঠনের সভাপতি শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের নিবার্হী সদস্য কাজী আমানউল্লা মাহমুদ, সংগঠনের অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে মেয়াদোত্তীণন সিএনজি উচ্ছেদ এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে নতুন অটোরিকশা নামানোর দাবি জানায় সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানান সমিতির নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সিএনজি অটোরিকশায় যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বন্ধের জন্য সিএনজিচালিত আটোরিকশা মিটারে চলাচল নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, এই সিএনজিচালিত অটোরিকশাগুলো শুরু থেকে ভাড়া সন্ত্রাস ও যাত্রী হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সংগঠনের সভাপতি শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সংগঠনের নিবার্হী সদস্য কাজী আমানউল্লা মাহমুদ, সংগঠনের অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
সূত্র: প্রথম বার্তা ডট কম
©somewhere in net ltd.