![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৮ এর নীচে কেউ পড়বেন না, এটা মানে হলো,একেবারেই কেউ যেন না পড়েন। এটা দেখে অনেকেই অতি কৌতূহলি হয়ে আবার পড়তে পারেন, তাই এই সাবধানী করা হলো।
মিসেস জামাল এবং মিস্টার জামাল দু জনেই কর্মজীবী। ডিজিটাল সময়ে দুজনকেই খুব ভোরে ঘুম থেকে ওঠে অফিসে ছুটতে হয়। এ কর্মময় দুনিয়ায় অভিসারের আর রোমান্চের এতো সময় কই।
যাই হোক,
মিস্টার জামাল ভোরে ঘুম থেকে ওঠেই একটু অসুস্থ বোধ করলেন। তাড়াতাড়ি করে ডাক্তারের চেম্বারের গেলেন। ভগ্ন হৃদয়ে ফিরে আসলেন।
মিসেস জামাল - স্বামীর প্রতি কৌতুহলী হয়ে বললেন-- কী ব্যাপার ডাক্তার কি বললো?
মিস্টার জামাল বললেন-- কী আর করা সবাইকেই একদিন যেতে হবে। আমার ও সময় হয়েছে। ডাক্তার বলেছে--আর মাত্র ২৪ ঘন্টা ,তারপরই প্রস্থান।
মিসেস জামাল--স্বামীর প্রতি অতি সোহাগি বললেন, বলো প্রিয়তম-এই সময়টুকু কীভাবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারি।
জামাল সাহেব বললেন--চলো ভালোবাসায় পূর্ণ অভিসার করি।
তাদের যথারীতি অভিসার হলো।
এবার জামাল সাহেব বললেন, সখী আর মাত্র ১৮ ঘন্টা বাকি আছে, চলোনা আরেকবার মিলিত হই।
আরেকবার, তারা কামনা পরিপূর্ণ করলেন।
কিছুক্ষণ পর,জামাল সাহেব বললেন, ওগো প্রিয়তমা, তোমাকে ছাড়া কেমনে থাকবো। চলোনা ,আরেকবার ভালোবাসার সমূদ্রে ভাসি।
যথারীতি আরেকবার তারা আদর সোহাগে ত্বপ্ত হলেন।
কিছুক্ষণ পর-আবার জামাল সাহেব--ওগো আর মাত্র চার ঘন্টা বাকি আছে।
চলোনা , আরেকবার ।
এবার স্ত্রী বললেন---শুনো,তোমারতো সুখ।সারা জীবনের ছুটি পেয়ে গেলে। তোমাকে তো আর চার ঘন্টা পর ঘুম থেকে ওঠতে হবেনা, আমাকে সকালে ঘুম থেকে ওঠেই অফিসে যেতে হবে। তাই আমি ঘুমালাম।
জামাল সাহেব বললেন--
আরে এতো তাড়াতাড়ি মরবো নাকি, ডাক্তারের নাম ভাংগিয়ে জন্মদিনটা এভাবেই কাটালাম, তুমি আমি কাজে এতো ডুবে থাকি সারা সপ্তাহে তো একবারও কাছে পাইনা। তাই পুরা সপ্তাহ আজ একবারেই কভার করে নিলাম।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৫৫
বিলাল বলেছেন: খেক খেক, হাহাহাহাহা
২| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:১১
আহসান সািদক বলেছেন: মজা পাইছি...................................+
১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:২০
বিলাল বলেছেন: মজা পাওনের জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪
বিলাল বলেছেন: unable to type in bangla, so excuse me .
i m going to sleep, will reply ur comment when i come back again. thankuuuuuuuuuuuu,
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫
বিলাল বলেছেন: কমেন্টে মাঝে মাঝে বাংলায় লিখতে পারিনা।এখন আবার পারতেছি।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:৩৮
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ওরে
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪
বিলাল বলেছেন: আপনাকে হাসাতে পেরে আমি মুগ্ধ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:২২
তাহের বলেছেন:
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
বিলাল বলেছেন: হোহোহো হি হি হি
৬| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: যারা বিবাহিত না তাদেরও পড়া উচিৎ না । যেমন আমি। কারণ .................................
১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
বিলাল বলেছেন: পড়লে প্রিপারেশন নিয়া নেন। আগে থাকতেই।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯
ভাবসাধক বলেছেন: সুন্দর পোস্ট ।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২০
বিলাল বলেছেন: ধন্যবাদ
৮| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩
সিরাজ বলেছেন: মজা
১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
বিলাল বলেছেন: মজার জন্য মজাবাদ।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০৪
মুহিব বলেছেন: হেব্বি একটা বুদ্ধি পাওয়া গেল।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৬
বিলাল বলেছেন: পিট সামাল দিয়া রাইখেন।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সিরাম সিরাম, জব্বর +++
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩২
বিলাল বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২১
ফিরোজ-২ বলেছেন: জব্বর +++
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩২
বিলাল বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
সপ্ন পুরন বলেছেন: ভূইয়া৪২১ জামাতী
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১১
পুরাতন বলেছেন:
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
নার্ডী বয় বলেছেন: মজার পোস্ট।+++++
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
লালসালু বলেছেন: ডিজিটাল টাইমের লাইগ্যা আকাম কুকামও বন্ধ হইয়া গেছে
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩
সুবিদ্ বলেছেন:
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৭
িকম্ভূত িকমাকার বলেছেন: খাইছে! জব্বর বুদ্ধি!
১৮| ২১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:২৭
সজল১১৩২ বলেছেন: motei hassokor hoy ni
minus....
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৫৪
আইলা বলেছেন:
