নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দু'চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমার জন্য...

বিলাশ বিডি

Twenty years from now you will be more disappointed by the things you did not do than by the things you did. So throw off the bowlines. Sail away from the safe harbor. Catch the winds in your sails. Dream. Explore. Discover. -- Mark Twain

বিলাশ বিডি › বিস্তারিত পোস্টঃ

“ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা

১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬

স্টিভ জবস আমার খুব প্রিয় একজন মানুষ। ২০০৫ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত হন। সেখানে দেওয়া তাঁর বক্তৃতাটি ছিলো অসাধারণ একটি বক্তৃতা। সত্যি কথা বলতে কি এটা আমার জীবনে শোনা/পড়া সেরা বক্তৃত। দুর্ভাগ্যক্রমে অনুবাদের পর এর আবেগ অনেকটাই হারিয়ে গিয়েছে! তবুও অনুবাদ করার লোভ সামলাতে পারলাম না। মূল ইংরেজী বক্তৃতাটি পাওয়া যাবে এখানেঃ Click This Link



ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে

======================



পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। সত্যি কথা বলতে কি, আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদেরকে আমার জীবনের তিনটি গল্প বলবো। তেমন আহামরী কিছু না। শুধু তিনটা গল্প।



প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন ঘটনা এক সূতোয় বাঁধা নিয়ে (connecting the dots)।



রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার ছয় মাসের মাথায় আমি মোটামুটি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য পুরোপুরি বিশ্ববিদ্যালয় ছেড়ে দওয়ার আগে প্রায় বছর দেড়েক এটা সেটা কোর্স নিয়ে কোনমতে লেগেছিলাম। তো কেনো আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম?



ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার আসল মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা তরুণী গ্রাজুয়েট ছাত্রী। আমার জন্মের আগে তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দিবেন। মা খুব চাচ্ছিলেন আমাকে যারা দত্তক নিবেন তাদের যাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকে। তো একজন আইনজীবি এবং তাঁর স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলো। কিন্তু আমার জন্মের পর তাঁদের মনে হলো তাঁরা আসলে একটা কন্যা শিশু চাচ্ছিলেন।



অতএব আমার বর্তমান বাবা-মা, যারা অপেক্ষমাণ তালিকাতে ছিলেন, গভীর রাতে একটা ফোন পেলেন - "আমাদের একটা অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, আপনারা ওকে নিতে চান?" "অবশ্যই!" - আমার বাবা-মা'র তড়িৎ উত্তর। আমার আসল মা পরে জানতে পেরেছিলেন যে আমার নতুন মা কখনো বিশ্ববিদ্যালয় আর নতুন বাবা কখনো হাই স্কুলের গন্ডি পেরোননি। তিনি দত্তক নেবার কাগজপত্র সই করতে রাজী হননি। কয়েক মাস পরে অবশ্য তিনি রাজী হয়েছিলেন, আমার নতুন বাবা-মা এই প্রতিজ্ঞা করার পর যে তারা একদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন।



১৭ বছর পর আমি সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বোকার মতো প্রায় স্ট্যানফোর্ডের সমান খরচের একটা বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সব জমানো টাকা আমার পড়ালেখার খরচের পেছনে চলে যাচ্ছিলো। ছয় মাস এভাবে যাওয়ার পর আমি এর কোন মানে খুঁজে পাচ্ছিলাম না। জীবনে কী করতে চাই সে ব্যাপারে আমার তখনো কোন ধারণা ছিলোনা, এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা এ ব্যাপারে কিভাবে সাহায্য করবে সেটাও আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাব-মা'র সারা জীবনের জমানো সব টাকা এর পেছনে দিয়ে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলাম এবং আশা করলাম যে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই সময়ের প্রেক্ষিতে এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু এখন পেছন ফিরে তাকালে মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিলো। যেই মুহুর্তে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম সেই মুহুর্ত থেকে আমি আমার অপছন্দের অথচ ডিগ্রীর জন্য দরকারী কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম, এবং আমার পছন্দের কোর্সগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেলো।



অবশ্য ব্যাপারটি অতোটা সুখকর ছিলোনা। ছাত্রহলে আমার কোন রুম ছিলোনা, তাই আমি আমার বন্ধুদের রুমে ফ্লোরে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম (প্রতি বোতল) যেটা দিয়ে আমি আমার খাবার কিনতাম। প্রতি রবিবার আমি সাত মাইল হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত হরে কৃষ্ণ মন্দিরে যেতাম শুধুমাত্র একবেলা ভালো খাবার খাওয়ার জন্য। কিন্তু আমি এটাকে পছন্দ করতাম। আমার কৌতুহল এবং ইনটুইশন অনুসরণ করে আমার জীবনে আমি যতোকিছু করেছি পরবর্তীতে সেটাই আমার কাছে মহামূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। একটা উদাহরণ দিইঃ



সেই সময় রীড কলেজ সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফী কোর্সগুলো করাতো। ক্যাম্পাসের প্রত্যেকটি পোস্টার, প্রতিটি লেবেল করা হতো হাতে করা ক্যালিগ্রাফী দিয়ে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই আমি যেকোনো কোর্স নিতে পারতাম। তাই ভাবলাম ক্যালিগ্রাফী কোর্স নিয়ে ক্যালিগ্রাফী শিখবো। আমি সেরিফ এবং স্যান সেরিফ টাইপফেইস শিখলাম, বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম, ভালো টাইপোগ্রাফী কিভাবে করতে হয় সেটা শিখলাম। ব্যাপারটা ছিলো দারুণ সুন্দর, ঐতিহাসিক, বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরের একটা আর্ট। এবং এটা আমাকে বেশ আকর্ষণ করতো।



এই ক্যালিগ্রাফী জিনিসটা কখনো কোনো কাজে আসবে এটা আমি কখনো ভাবিনি। কিন্তু, দশ বছর পর যখন আমরা আমাদের প্রথম ম্যাকিন্টস কম্পিউটার ডিজাইন করি তখন এর পুরো ব্যাপারটাই আমাদের কাজে লেগেছিলো। ম্যাক কম্পিটার টাইপোগ্রাফী সমৃদ্ধ প্রথম কম্পিটার। আমি যদি দশ বছর আগে সেই ক্যালিগ্রাফী কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটারে কখনো মাল্টিপল টাইপফেইস এবং আনুপাতিক দুরত্মের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাক এর এই ফন্ট নকল করেছে, বলা যায় কোনো কম্পিউটারেই এই ধরণের ফন্ট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয় না ছাড়তাম তাহলে আমি কখনোই ওই ক্যালিগ্রাফী কোর্সে ভর্তি হতাম না, এবং কম্পিউটারে হয়তো কখনো এতো সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এই সব বিচ্ছিন্ন ঘটোনাগুলোকে এক সুতোয় বাঁধা অসম্ভব ছিলো, কিন্তু দশ বছর পর সবকিছু একেবারে পরিস্কার বোঝা গিয়েছিলো!



তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সূতায় বাঁধতে পারবেনা। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। অতএব, তোমাকে বিশ্বাস করতেই হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় একটা ভালো পরিণামের দিকে যাবে ভবিষ্যতে। তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে - তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা। এই বিশ্বাস আমাকে কখনোই ব্যর্থ করে দেয়নি, বরং আমার জীবনের সব বড় অর্জনে বিশাল ভুমিকা রেখছে।



আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানো নিয়ে।



আমি সৌভাগ্যবান ছিলাম। আমি আমার জীবনের প্রথম দিকেই আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। ওজ আর আমি আমার বাবা-মা'র বাড়ির গারাজে অ্যাপল কম্পানী শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিলো ২০ বছর।



আমরা কঠিন পরিশ্রম করেছিলাম - ১০ বছরের মাথায় অ্যাপল কম্পিউটার গারাজের ২ জনের কম্পানী থেকে ৪০০০ এম্পলয়ীর ২ বিলিয়ন ডলারের কম্পানীতে পরিণত হয়। আমার বয়স যখন ৩০ হয় তার অল্প কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার - ম্যাকিন্টস - বাজারে ছাড়ি। আর ঠিক তখনি আমার চাকরি চলে যায়। কিভাবে একজন তার নিজের প্রতিষ্ঠিত কম্পানী থেকে চাকরিচ্যুত হয়? ব্যাপারটি এমনঃ অ্যাপল যখন অনেক বড়ো হতে লাগলো তখন আমি কম্পানীটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন একজনকে নিয়োগ দিলাম। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেলো। কিন্তু এরপর তার সাথে আমার চিন্তাভাবনার বিভাজন স্পষ্ট হওয়া শুরু হলো। এবং পরিচালনা পর্ষদ তার পক্ষ নিলো। অতএব, ৩০ বছর বয়সে আমি কম্পানী থেকে আউট হয়ে গেলাম। এবং খুব ভালোভাবে আউট হলাম। আমার সারা জীবনের স্বপ্ন এক নিমিষে আমার হাতছাড়া হয়ে গেলো। ঘটনাটা আমাকে বেশ ভেঙ্গে দিয়েছিলো।



এরপরের কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো। আমার মনে হচ্ছিলো আমি আগের প্রজন্মের উদ্যোগতাদের মনোবল ভেঙ্গে দিয়েছি - আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েস এর সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। একবার ভাবলাম ভ্যালী ছেড়ে পালিয়ে যাই। কিন্তু ধীরে ধীরে আমি একটা ব্যাপার অনুভব করতে লাগলাম - আমি আমার কাজকে এখনো ভালোবাসি! এপলের ঘটনাগুলি সেই সত্যকে এতোটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমি এখনো আমার কাজকে ভালোবাসি। তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম।



প্রথমে এটা তেমন মনে হয়নি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিলো আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হবার ভার চলে যেয়ে আমি তখন নতুন করে শুরু করলাম। কোন চাপ নেই, সবকিছু সম্পর্কে আগের চেয়ে কম নিশ্চিত। ভারমুক্ত হয়ে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ে যাত্রা শুরু করলাম।



পরবর্তী পাঁচ বছরে আমি নেক্সট এবং পিক্সার নামে দুটো কম্পানী শুরু করি, আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের যাকে আমি পরে বিয়ে করি। পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম এনিমেশন ছবি "টয় স্টোরী" তৈরি করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল এনিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপলএ ফিরে আসি। এবং নেক্সটএ আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপল এর বর্তমান ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে তৈরি করি একটা সুখী পরিবার।



আমি মোটামুটি নিশ্চিত এগুলোর কিছুই ঘটতো না যদি না আমি অ্যাপল থেকে চাকরিচ্যুত হতাম। এটা ছিলো খুব তেতো একটা ওষুধ আমার জন্য, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকার ছিলো। কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে। তখন বিশ্বাস হারাইওনা। আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলো সেটা হচ্ছে - আমি আমার কাজকে ভালোবাসতাম। তোমাকে অবশ্যই তোমার ভালবাসার কাজটি খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে তোমার খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবে খুঁজে পেতে হবে। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ, তাই জীবন নিয়ে সন্তুস্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনি চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো। অন্য কোথাও স্থায়ী হয়ে যেওনা। তোমার মন আর সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দিবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে। যে কোনো সম্পর্কের মতোই, তোমার কাজটি যতো সময় যাবে ততোই ভালো লাগবে। সুতরাং খুঁজতে থাকো যতক্ষন না ভালোবাসার কাজটি পাচ্ছো। অন্য কোন কাজে স্থায়ী হয়ো না।



আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে।



আমার বয়স যখন ১৭ ছিলো তখন আমি একটা উদ্ধৃতি পড়েছিলামঃ "তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে"। এই লাইনটা আমার মনে গভীর রেখাপাত করেছিলো, এবং সেই থেকে গতো ৩৩ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি - "আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি যা যা করতে যাচ্ছি আজ তাই করতাম, নাকি অন্য কিছু করতাম?" যখনি এই প্রশ্নের উত্তর "না" হতো পরপর বেশ কিছু দিন, আমি জানতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে।



"আমি একদিন মরে যাবো" - এই কথাটা মাথায় রাখা আমার জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সবকিছু - সকল আশা-প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা - এইসব কিছু মৃত্যুর মুখে নাই হয়ে যায়, শুধুমাত্র সত্যিকারের গুরুত্মপূর্ণ জিনিসগুলোই টিকে থাকে। তোমার কিছু হারানোর আছে এই চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা মনে রাখা যে একদিন তুমি মরে যাবে। তুমি নগ্ন হয়েই আছো।



অতএব নিজের মনকে না শোনার কোনো কারণই নাই।



প্রায় এক বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল ৭:৩০ এ আমার একটা স্ক্যান হয় এবং এতে পরিস্কারভাবে আমার প্যানক্রিয়াসএ একটা টিউমার দেখা যায়। আমি তখনো জানতাম না প্যানক্রিয়াস জিনিসটা কী। আমার ডাক্তাররা বললেন এই ক্যান্সার প্রায় নিশ্চিতভাবে অনারোগ্য, এবং আমার আয়ু আর তিন থেকে ছয় মাস আছে। আমার ডাক্তার আমাকে বাসায় ফিরে যেয়ে সব ঠিকঠাক করতে বললেন। সোজা কথায় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া।



এরমানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দশ বছরে যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যে বলতে হবে। এরমানে হচ্ছে সবকিছু গোছগাছ করে রাখা যাতে তোমার পরিবারের সবার জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এরমানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া।



এভাবে সেদিন সারাদিন গেলো। সেদিন সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিলো, এরপর আমার পেটের ভেতর দিয়ে যেয়ে আমার ইনটেস্টাইন থেকে সুঁই দিয়ে কিছু কোষ নিয়ে আসলো। আমাকে অজ্ঞান করে রেখেছিলো তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিলো যে আমার ডাক্তাররা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপ এর নিচে রেখে পরীক্ষা করা শুরু করলো তখন তারা প্রায় কাঁদতে শুরু করেছিলো, কারণ আমার যে ধরণের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিলো সেটার আসলে সার্জারীর মাধ্যমে চিকিৎসা সম্ভব। আমার সেই সার্জারী হয়েছিলো এবং এখন আমি সুস্থ্য।



এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া, এবং আমি আশা করি আরো কয়েক দশকের জন্যও এটা তাই যেনো হয়। মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার এই বাস্তব অভিজ্ঞতার কারণে মৃত্যু সম্পর্কে এখন আমি অনেক বেশি জানি, যেটা আমি জানতাম না যদি না এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যেতামঃ



কেউই মরতে চায় না। এমনকি যারা বেহেশতে যেতে চায়, তারাও সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি মরে যেতে চায় না। কিন্তু এরপরও মৃত্যুই আমাদের সবার গন্তব্য। কেউই কখনো এটা থেকে পালাতে পারেনি। এবং সেটাই হওয়া উচিৎ, কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিস্কার। এটা জীবনের পরিবর্তনের এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। এই মুহুর্তে তোমরা হচ্ছো নতুন, কিন্তু খুব বেশিদিন দূরে নয় যেদিন তোমরা পুরনো হয়ে যাবে এবং তোমাদেরও ধুয়ে মুছে ফেলা হবে। নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটা খুবই সত্যি।



তোমাদের সময় সীমিত, অতএব, অন্য কারো জীবন যাপন করে সময় নষ্ট করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না, অর্থ্যাৎ অন্য কারো চিন্তা-ভাবনা দিয়ে নিজের জীবন চালিয়ো না। তোমার নিজের ভেতরের কন্ঠকে অন্যদের চিন্তা-ভাবনার কাছে আটকাতে দিও না। আর সবচেয়ে বড় কথাঃ নিজের মন আর ইনটুইশন এর কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও। বাকী সব কিছু ততোটা গুরুত্মপূর্ণ নয়।



আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিলো "The Whole Earth Catalog" (সারা পৃথিবীর ক্যাটালগ). এটা ছিলো আমার প্রজন্মের একটা বাইবেল। এটা বের করেছিলেন স্টুয়ার্ড ব্র্যান্ড নামে এক ভদ্রলোক যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি পত্রিকাটিকে কাব্যময়তা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিলো ষাট এর দশকের শেষ দিককার কথা - কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনো শুরু হয়নি। তাই পত্রিকাটি বানানো হতো টাইপরাইটার, কাঁচি, এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে। পত্রিকাটিকে ৩৫ বছর আগের পেপারব্যাক গুগল বলা যায়ঃ অনেক তত্ত্ব-তথ্যে সমৃদ্ধ আর মহৎ উদ্দেশ্যে নিবেদিত।



স্টুয়ার্ট এবং তার টিম পত্রিকাটির অনেকগুলি সংখ্যা বের করেছিলো। পত্রিকাটির জীবন শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিলো সত্তর এর দশকের মাঝামাঝি সময়ে, আমার বয়স ছিলো তোমাদের বয়সের কাছাকাছি। সমাপ্তি সংখ্যার শেষ পাতায় একটা ভোরের ছবি ছিলো। তার নিচে ছিলো এই কথাগুলিঃ "ক্ষুধার্ত থেকো, বোকা থেকো"। এটা ছিলো তাদের বিদায় বার্তা। ক্ষুধার্ত থেকো। বোকা থেকো। এবং আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করে এসেছি। এবং আজ তোমরা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছেড়ে আরো বড় জীবনের গন্ডিতে প্রবেশ করছো, আমি তোমাদেরকেও এটা মেনে চলার আহবান জানাচ্ছি।



ক্ষুধার্ত থেকো। বোকা থেকো।



সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ১৩৪ টি রেটিং +১৯০/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৩

আমার জন্য লেখা বলেছেন: +

২| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৯

রায়হান(তন্ময়) বলেছেন: ধন্যবাদ ++++

৩| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:২২

সোহানা মাহবুব বলেছেন: ভাল লাগলো বক্তৃতাটি।আপনার অনুবাদ প্রাঞ্জল।ধন্যবাদ।++

৪| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩০

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ আমার জন্য লেখা, রায়হান, এবং সোহানা। দুখের ব্যাপারটি হচ্ছে অনুবাদের সময় লেখার আবেগ অনেকখানি হারিয়ে যায়!

৫| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩২

তৃষ্ণার্ত পথিক বলেছেন: অনুবাদটাও দারুন; বলার অপেক্ষা রাখে না।

৬| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৩

দূরন্ত বলেছেন: দারুন

৭| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

শ।মসীর বলেছেন: অসাধারন।আপনার অনুবাদ চমৎকার হইছে।

im really inspired....

৮| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:১২

সেলটিক সাগর বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য।

৯| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:০১

হক মাহবুব বলেছেন: অসাধারণ অনুবাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে। প্রিয়তে রাখলাম

১০| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:১১

চাঙ্কু বলেছেন: চমৎকার । বস লোকদের বস কথা-বার্তা ।

১১| ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৫:২২

কানা-বাবা বলেছেন: অসাধারণ

১২| ১৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

সব্যসাচী প্রসূন বলেছেন: ক্ষুধার্ত থেকো বোকা থেকো ... অসাধারণ

১৩| ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৪

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ সবাইকে।

১৪| ১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫১

আরজু বলেছেন: অনেকদিন আগে আপনার কাছ থেকে ই বক্তৃতাটির video এর লিংক
পেয়েছিলাম ।আজ আবার আপনার অনুবাদ পড়ে ভাল লাগলো।ধন্যবাদ boss.

১৫| ১৮ ই জুন, ২০০৯ রাত ১:০৮

শেখ মো মামুনার রশিদ বলেছেন: ::: ধন্যবাদ।অসাধারণ অনুবাদ হয়েছে । ইংেরজীেত আেগই পড়েিছ । কিন্‌তু বাংলা পড়ে আরও বেশি বুেঝছি।

১৬| ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩৬

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ আরজু, মামুনার রশিদ।

কেউ যদি ভিডিওটি দেখতে চানঃ

http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc

১৭| ১৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

আহমেদ রাকিব বলেছেন: অসাধারন বক্তৃতা এবং অনুবাদ।

১৮| ২৫ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৮

অলস ছেলে বলেছেন: পুরোটা পড়লাম একনাগাড়ে। ষ্টিভ জবসের তিনটি পয়েন্টই চিন্তার উদ্রেক করে। ধন্যবাদ।

১৯| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:০২

দীপান্বিতা বলেছেন: স্টিভ জবসের একটা ছবি এই লেখার সাথে দিলে ভাল লাগবে......বাংলায় খুব সুন্দর অনুবাদ করেছেন...মানুষের যে কোন ঘটনায় হার মানা উচিত নয় তার প্রেরণা এই লেখা...এমন চমৎকার লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ......:)

২০| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:২৩

কাদামাটি বলেছেন: ++++++++দারুন হইছে।

২১| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৫

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ সবাইকে।
@দীপান্বিতা, স্টিভ জবস এর ছবি দেওয়া হলো। ধন্যবাদ সাজেশন এর জন্য!

২২| ২৯ শে জুন, ২০০৯ দুপুর ১:৫১

অন্ধ দাঁড়কাক বলেছেন: অসাধারন বক্তৃতা এবং অনুবাদ।

২৩| ২৯ শে জুন, ২০০৯ রাত ৮:২৬

ধূসর মানচিত্র বলেছেন: এককথায় চমৎকার অণবাদ করেছেন আপনি। সোজাসুজি প্রিয়তে।

২৪| ২৯ শে জুন, ২০০৯ রাত ১১:৩৪

দীপান্বিতা বলেছেন: :)

২৫| ৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫০

শিবলী বলেছেন: অসাধারন মানুষের অসাধারন কথা

২৬| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩২

শূন্য আরণ্যক বলেছেন: প্রিয়তে
+++++

২৭| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩৫

শফিউল আলম ইমন বলেছেন: ট্যলেন্টেড মানুষ। তার বিজনেস থট আমাকে মুগ্ধ করে।

২৮| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫১

শূন্য আরণ্যক বলেছেন: http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc


বক্তৃতাটা দেখলাম

আমার এক কলিগ আমাকে আগেই রেকমেন্ড করেছিল ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অফটপিক :

বস, চলেন ব্যবসা শুরু করি । :)

২৯| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৬

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ সবাইকে।

@শূন্য আরণ্যক, আইডিয়াটা মন্দ নাঃ-)

৩০| ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ৭:১৩

বাঙ্গাল বলেছেন: লাইভ শুনে।...আরাম পাবেন

৩১| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১

একরামুল হক শামীম বলেছেন: প্রিয় পোস্ট :)

৩২| ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০২

বিলাশ বিডি বলেছেন: ধন্যবাদ বাঙ্গাল এবং শামীম।

৩৩| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৪

সর্বদাবেলায়েত বলেছেন: দারুণ

৩৪| ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

শাদা-অন্ধকার বলেছেন: চমৎকার speech টার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুবাদটা ও চমৎকার হয়েছে।

৩৫| ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৪

নির্মম বলেছেন: অসাধারন।।।

৩৬| ১৩ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৩

জেবুন বলেছেন: খুব ভালো লাগল +++ ধন্যবাদ সুন্দর অনুবাদের জন্য।

৩৭| ২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৯

ম. মনিরুজজামান বলেছেন: চমৎকার, অসাধারণ ...

৩৮| ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯

তারিক রিদওয়ান বলেছেন: +++++++++++++

৩৯| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৪

ফারজানা মাহবুবা বলেছেন:
বেশ চমৎকার! শুনলে/পড়লে মোটিভেটেড না হয়ে উপায় নেই।

৪০| ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৬

টোনা বলেছেন: ভাইরে .. অসাধারন লিখসেন .. সিম্পলি অসাধারন ......

৪১| ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

হাল্ক বলেছেন: অসাধারন !!!!!!!!

৪২| ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

শম্পা শাহরিয়ার বলেছেন: খুবই ভাল লাগল পড়ে :)

৪৩| ২৬ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০১

ঘুম নাই বলেছেন: অসাধারণ... "ক্ষুধার্থ থেকো। বোকা থেকো"

৪৪| ২৭ শে জুলাই, ২০০৯ রাত ২:২৩

স্বাক্ষর শতাব্দ বলেছেন: অসাধারণ

৪৫| ২৮ শে জুলাই, ২০০৯ রাত ৮:২৪

আকাশনীল বলেছেন: দারুন লাগলো , গ্রেট। অনেক কিছু শেখার আছে। প্রিয়তে নিলাম।

৪৬| ২৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

মুক্ত বয়ান বলেছেন: ভাষান্তর অসাধারণ হইছে ভাইয়া। অসাধারণ। অনেকদিন পরে পড়লাম। এবং সোজা প্রিয়তে। :)
আপনাকে ধন্যবাদ।

৪৭| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৭

ক্যানন কার্ণেগী বলেছেন: প্রিয়তে নিলাম।

আমি এখন জীবনের যে সময়টা পার করছি, তাতে স্টিভ জবসকে বিশ্বাস করে আবার একবার জীবনের সামনেটা দেখলাম, হয়তো আমার জীবনে আপনার এই অনুবাদকর্মটি অনেক বড় ভূমিকা রাখবে। তাই যেন রাখে, দোয়া করবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৪৮| ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬

আই আনাম বলেছেন: দারুণ উপকার করলেন ভাই লেখাটি দিয়ে। প্রিয়তে।

৪৯| ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:২১

বিলাশ বিডি বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ এতো আগ্রহ নিয়ে লেখাটা পড়ার জন্য!

এরকম আরো কয়েকটি বক্তৃতা আছে। একটি হলো শিকাগো ট্রিবিউন পত্রিকার কলামিস্ট মেরী শ্মিক (Mary Schmich) এর লেখা একটি কল্পিত সমাবর্তন বক্তৃতাঃ

Click This Link

আরেকটি হলো কার্ণেগী মেলন বিশ্ববিদ্যালয়ের অকালপ্রয়াত অধ্যাপক র‌্যান্ডি পশ এর শেষ লেকচারঃ

Click This Link

দ্বিতীয় লিঙ্কটি পিডিএফ লিঙ্ক।

ইচ্ছে আছে এই দুটি বক্তৃতা অনুবাদ করার!

৫০| ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:২৯

ফেরদৌস আহমেদ তানিন বলেছেন: অনেক দিন পর খুব ভালো একটা লেখা পড়লাম । ধন্যবাদ সুন্দর লেখার জন্য ।

৫১| ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৭

রথে চেপে এলাম বলেছেন: সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত সবচেয়ে ভাল লাগল এই সময়টা যখন এটা পড়লাম। অসাধারন। +++++++

৫২| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫৯

নাসির খান বলেছেন: ধন্যবাদ+++

৫৩| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪২

তাহসিন আহমেদ বলেছেন: আমি এক টানে পড়ে শেষ করলাম।
অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে। :)

৫৪| ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৬

নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...আসলেই সুন্দর..:)

৫৫| ২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩

পোলাপান বলেছেন: ++++++++++

৫৬| ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৪

উদ্ভ্রান্ত পথিক বলেছেন: অনন্য অসাধারন!!
এই রকম একটা শুনেছিলাম র‌্যান্ডি পাউস এর লেকচার।

৫৭| ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:১০

আমি এবং আঁধার বলেছেন: খুব ভালো লাগলো।++++++++++

৫৮| ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩

দুর্বলতার অমিত বলেছেন: ++++

৫৯| ২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৮

আশিস বলেছেন: এক কথায় ...... অসাধারণ

৬০| ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

এস বাসার বলেছেন: অসাধারন...... জীবনকে নতুন ভাবে উপলদ্ধি করছি।

৬১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

দিপক কুমার বলেছেন: গ্রেট।।।।।।

৬২| ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২

অবয়ব বলেছেন: অসাধারণ!!! আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুন অনুবাদ করার জন্য।
+++

৬৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ..........
http://forum.obosor.com/index.php

৬৪| ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৯

দীপান্বিতা বলেছেন: কেমন আছেন! .......আজ স্টিভকে নিয়ে একটা লেখা দেখেই আপনার এই পোস্টের কথা মনে এলো……আমিও ব্লগে দিয়ে দিলাম :)

Click This Link

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

বিলাশ বিডি বলেছেন: চমৎকার পোস্ট।

আমি ভালো আছি। ব্লগে আসা হয়না খুব একটা। আপনি কেমন আছেন?

৬৫| ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮

মুভি পাগল বলেছেন: আপনি জানেন না যে আপনি কি অসাধারণ কাজটা করেছেন। পোস্টটা খু্ব মনযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে পড়লাম।


কি আর বলব? এত ভাল লাগল। আমার মনে হচ্ছে, আমার জীবনটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এই লেখাটা পড়ে। আর আপনার অনুবাদটাও এত সুন্দর এবং প্রাণবন্ত যে পড়তে মোটেই বিরক্তির উদ্রেক হয়নি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় শেয়ার করার জন্য।
++++++++++++++++++
এবং
অবশ্যই প্রিয়তে

২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

বিলাশ বিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ এতো আগ্রহ নিয়ে পড়ার জন্যে।

সবাই যাতে কিছু অনুপ্রেরণা নিতে পারে সেজন্যেই অনুবাদটি করা। ভালো থাকুন।

৬৬| ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৩৫

এস আই সাব্বির বলেছেন: বোকা এবং ক্ষুধার্ত হয়ে থাকতে চাই। অসাধারন অনুপ্রেরনামুলক।




+++
+++
+++
+++++++++
+++++++++
+++
+++
+++

৬৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৬৮| ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৩৫

নিভৃতচারী বলেছেন: অসাধারণ !!!!!!! সোজা প্রিয়তে ....... :)

৬৯| ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

বিলাশ বিডি বলেছেন: সবাইকে ধন্যবাদ!

৭০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

পাপী বলেছেন: ++
প্রিয়তে নিলাম। অসংখ্য ধন্যবাদ!!

৭১| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

গুরুজী বলেছেন: অসাধারন!

৭২| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

জামাল ঊদ্দিন বলেছেন: আরেকটা পোষ্টে আপনার দেয়া লিঙ্ক দেখে আসলাম...অসাধারন ... অসাধারন লেখা... আমার জীবনের মোড়টাই মনে হয় এবার ঘুরে যাবে... ধন্যবাদ আপনাকে...

৭৩| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

বিবর্তনবাদী বলেছেন: প্রিয়তে রাখতেই হল। এই বক্তৃতা আমাদের সবার জন্য।

৭৪| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

কাঠঠোক্‌রা বলেছেন: অসাধারন.... প্রিয়তে রাখলাম.... এবং পিলাচ
+++++++++++++++++++++++++++

৭৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪

আমিনুল ইসলাম বলেছেন: অসাধারণ একটি বক্তব্য। এই পোস্ট প্রিয়তে না নিলেই নয়।

৭৬| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৩

কানা বাবা বলেছেন:
চমৎকার ভাষান্তর!

৭৭| ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

অক্টোপাস বলেছেন: অসাধারন।+++++++++++

৭৮| ০৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৫

শেখ মিনহাজ হোসেন বলেছেন: জীবনকে পরিবর্তন করার অনেক উপকরণ রয়েছে। অসাধারণ।

৭৯| ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬

স্বর্গ বলেছেন: খু উ উ উ উ উ উ ব ভালো হয়েছে।

অনেক ধন্যবাদ এরকম একটি বক্তৃতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।

ভালো থাকবেন।

৮০| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৮

মুভি পাগল বলেছেন:

৮১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৪

টেকি মামুন বলেছেন: বিলাস ভাই আপনার অনুবাদটা জটিল হইছে।বিলাস ভাই্ মাইক্রোসফটে আপনার কাজ কারার অভিজ্ঞতা নিয়ে আরও পোস্ট চাই্।

৮২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০১

যুধিষ্ঠির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টটির জন্য।

৮৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪১

নষ্ট ছেলে বলেছেন: অনুবাদ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

৮৪| ৩০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:০৮

জািফর বলেছেন: প্রিয়তে

৮৫| ৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৫৪

আঁধার রাতের মুসাফির বলেছেন: আসাধারণ। আমার জীবনে পড়া অন্যতম সেরা একটি বক্তব্য।

ধণ্যবাদ সুন্দর অনুবাদের জন্য।+++++++++্

৮৬| ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১০:৩১

জনাব হিটৈশি বলেছেন: osadharon

৮৭| ০১ লা এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪

ডট কম ০০৯ বলেছেন: পুরোটা আমি পত্রিকায় ২ বার পড়েছি খুব ভাল লাগছে সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

খুব ভাল কথা কইছে স্টিভ জবস।

৮৮| ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৫৪

দেবজিত বলেছেন: ধন্যবাদ

৮৯| ০৬ ই মে, ২০১০ ভোর ৪:০৮

গরম কফি বলেছেন: ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে

৯০| ২০ শে জুন, ২০১০ রাত ১১:৩৬

মেঘবন্ধু বলেছেন: ১২০ টা রেটিং অথচ একটাও মাইনাস নাই! এতে করেই লেখার মান সম্পর্কে অনুমান করা যায়। স্টিভ জবস্ একজন চমৎকার মানুষ। উনি সারাজীবন উনার নিজের মতামতকে গুরুত্ব দিয়েছেন।

৯১| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫১

আজম বলেছেন: দারুন....আমিও সদ্য গ্রেজু্যেট।অনেক প্রেরনা জোগাল এটি...
আপনার অনুবাদ সুন্দর হয়েছে....

৯২| ২২ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৮

রেজোওয়ানা বলেছেন: ........অনেক ভাল লাগলো

৯৩| ১৩ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩২

শাফ্‌ক্বাত বলেছেন: এ লেখাতেও নিরন্তর প্লাস। বেঁচে থাকাটাকে আসলে কে-কিভাবে দেখে সেটাই কিন্তু জীবনে সাফল্যের দিকনির্দেশনা দেয়।
আবারও ধন্যবাদ অনেক।

৯৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১৬

তাশমিয়া বলেছেন: চমৎকার লাগল।ফেসবুকে শেয়ার করলাম।:)

৯৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৮

আলনূর বলেছেন: সত্যিই আসাধারণ একটি বক্তব্য। ধন্যবাদ

৯৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫

রাফি মাহমুদ বলেছেন: ++++

৯৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১১

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Travel Bangladesh information

৯৮| ১৪ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৭

তুসিন আহমেদ বলেছেন: অনেক ভাল লাগল......
এই ধরনের কিছু লেখা পড়লে আসলে অনেক ভাল লাগে।
ধণ্যবাদ........কষ্ট করে অনুবাদ করার জণ্য

৯৯| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১২

মুভি পাগল বলেছেন: এই ব্লগে এই জিনিসটা আরও অনেকেই অনুবাদ করছে কিন্তু আপনারটাই বেস্ট

১০০| ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১২

মুভি পাগল বলেছেন: এটা ১০০ নম্বর কমেন্ট

ধঈণ্যা

১০১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৫৫

শ্রাবন্য বলেছেন: জীবনে শেষ বলে কিছু নেই...ব্যর্থতা বলে কিছু নেই...আজকের ব্যর্থতা আগামীতে হয়ত সবচেয়ে সফলতার ভিত্তি...যদি লক্ষ্য থাকে অটুট..বিশ্বাস হৃদয়ে..
আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে অনুবাদ ও শেয়ার করার জন্য...

১০২| ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৯

রুমানবিডি বলেছেন: ভাল লেগেছে,

১০৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৪

ফায়সাল বলেছেন: nice, bhalo laglo.

১০৪| ২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩

রঙধনূ বলেছেন: উজ্জীবিত লেখা।

১০৫| ২৩ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০২

কালকুট বলেছেন: দুর্দান্ত.............একেবারেই অসাধারণ.................আর অনুবাদও চমৎকার।

১০৬| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৬

মেহেদি২৪ বলেছেন: : nice, bhalo laglo.

১০৭| ৩০ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৩

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন:
খুব ভাল
সম্ভবতঃ প্রথম আলোতে এর পুরো বক্তব্যটি প্রকাশ করেছিল..

১০৮| ২৫ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬

মাৈভঃ বলেছেন: কোনো কাজ তখনি চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো
তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে তোমার খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবে খুঁজে পেতে হবে।
Stay Hungry. Stay Foolish.........


১০৯| ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:১১

সেজোয়ান বলেছেন: সুন্দর.।

১১০| ২৬ শে জুন, ২০১১ সকাল ১০:৩৬

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: এই গল্পের শিক্ষা কি?
সবার ভার্সিটি ছেড়ে দেওয়া উচিত:p:p:p

১১১| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:০৫

মুভি পাগল বলেছেন: @দ্বিখন্ডিত, আপনি কি শিক্ষাটা নিজে বানিয়ে নিলেন?

ষ্টিভ জবস কোথায় উল্লেখ করেছেন যে ভার্সিটি ছেড়ে দিতে হবে?

১১২| ১৩ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪০

অহন_৮০ বলেছেন: @দ্বিখণ্ডিত মগজ : এই কথা কি পুরা বক্ত্যবে কোথাও ষ্টিভ জবস বলসে?

১১৩| ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:০৩

শত রুপা বলেছেন:
আমি আর কি বলবো!

প্রিয়

১১৪| ০৫ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:০৩

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: কি সৌভাগ্য আপনার। ১৬ই জুন ২০০৯ সালে আপনি ব্লগটি লিখেছিলেন, অথচ ৩০ শে জুলাই ২০১১ তে এসেও কমেন্ট পাচ্ছেন। একজন অসম্ভব প্রতিভাবান মানুষের অসম্ভব সুন্দর একটি বক্তৃতা। বিল গেটস বা রবীন্দ্রনাথ ও কিন্তু প্রতিভাধর মানুষ। কিন্তু তারা আমার মনে দাগ কাটেনি , যতখানি কেটেছে এই স্টীভ।

কারন, একটাই। স্টীভ ছিলেন একটি অতি সাধারন পরিবারের এবং তিনি সেখান থেকে উঠে আসতে পেরেছিলেন।

একটা প্রশ্নঃ স্টিভের সেই অবিবাহিত মার অবস্থা কি?

১১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৬

কাঙ্গাল মুরশিদ বলেছেন:
"তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে - তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা। এই বিশ্বাস আমাকে কখনোই ব্যর্থ করে দেয়নি, বরং আমার জীবনের সব বড় অর্জনে বিশাল ভুমিকা রেখছে। " - এখানে কি প্রকারান্তরে আল্লাহ/ইশ্বরের কথাই বলা হল যিনি মানুষকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে পরিচালিত করেন কোন সুনির্দিস্ট পরিনতির দিকে?

১১৬| ০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩০

চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক উৎসাহিত হলাম!!

১১৭| ০৬ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩৬

দীপান্বিতা বলেছেন: মানুষটি চলে গেলেন...তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা..........

০৭ ই অক্টোবর, ২০১১ ভোর ৬:০২

বিলাশ বিডি বলেছেন: অনেকদিন পর কারো মৃত্যুতে আমার চোখে প্রায় পানি চলে এসেছিলো...

১১৮| ০৭ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৩৭

প্রথম সকাল বলেছেন: He IS something else! I like him

Nyway, thnx for the translated post

১১৯| ০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৩

আধাঁরি অপ্সরা বলেছেন: পড়েছলাম!

১২০| ০৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০

সিপন বলেছেন: Stay Hungry. Stay Foolish.........

১২১| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৪

লোকালোক বলেছেন: :D

১২২| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৮

লোকালোক বলেছেন: Thanks

১২৩| ১৬ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৪

সুজয় শর্মা বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।

১২৪| ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ২:৫২

মিজভী বাপ্পা বলেছেন: বাংলা অনুবাদের জন্য ধন্যবাদ।সত্যি স্টীভ জবস দ্য কিং অফ টেকনোলজি।হ্যান্ডস অফ ফর দিস লিজেন্ড।
ঐদিন বাংলাভিশনে উনার এই বক্তৃতা গুলো শুনে চোখের পানি পরা বাকি ছিল।আজ ও সেটি ঘটল।
আপনাকে আবারও ধন্যবাদ।

হে ভগবান তোমার কাছে হাতজোড় করে মিনতি করছি স্টীভ জবস কে স্বর্গবাসী করো।

১২৫| ২৬ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪১

সানজিদা হোসেন বলেছেন: সুন্দর

১২৬| ৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪০

ব্যর্থ সৈনিক বলেছেন: +++++++

১২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৫

ফারাবী১৯২৪ বলেছেন: আরজ আলী মাতুব্বরের বিরুদ্ধে আমার কিছু Note আছে somewhereinblog এ, নাম হলো- " আরজ আলী মাতব্বরের যুক্তি খন্ডন" পড়লে ভালো লাগবে। in Facebook i have an account by that- [email protected]

১২৮| ২২ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৩

টেনিদা বিভ্রাটে বলেছেন: এই প্রথম পড়লাম। অনেক ভালো লেগেছে। ভালো লাগাটার চেয়ে নিজের জীবনে কিছুটা প্রয়োগ করতে পারলে কিছুটা ফল পাওয়া যাবে। হয়তো আপনি এইভাবে অনুবাদ না করে দিলে মূল কথাগুলো কখনোই জানা হতো না। অনেক ধন্যবাদ আপনাকে।

১২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৩

হীরা ৪৪ বলেছেন: http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc

১৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩২

বটবৃক্ষ~ বলেছেন: খুব সুন্দর...stay foolish!....

১৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

আইয়েবুর রহমান বলেছেন: খুব সুন্দর লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.