নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও।

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে।

েরজা ,

একজন চাষী বা নদীর মাঝি সাংস্কৃতিকভাবে যতোটা মূল্যবান, সারা সচিবালয় ও মন্ত্রীপরিষদও ততোটা মূল্যবান নয়। [email protected]

েরজা , › বিস্তারিত পোস্টঃ

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বাজারজাত X(X(X(( ঘোড়ার মাংস কেলেঙ্কারি )

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২









যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ইউরোপের ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে গরুর মাংসের ঘোষণা দিয়ে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারি। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ফরাসি মন্ত্রীরা মাংস শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। গত মাসে আয়ারল্যান্ডের এক খাদ্য পরিদর্শক যুক্তরাজ্যের সুপার মার্কেটের চেইন শপগুলোর বার্গারে ঘোড়ার মাংস পাওয়ার কথা জানান । এরপর দেখা যায়, যুক্তরাজ্যে সুইডেনের ফিনডাস কোম্পানির সরবরাহ করা জমাট গরুর মাংসের পুরোটাই ঘোড়ার মাংস । এ ঘটনার জেরে ফ্রান্স ও সুইডেনের বাজার থেকে মাংসজাত খাবার সরিয়ে নেয় ফিনডাস। লুক্সেমবার্গের কারখানায় মাংস সরবরাহ করে অপর ফরাসি কোম্পানি পৌজল। পৌজলকে এই মাংস সরবরাহ করে নেদারল্যান্ডসের মাংস ব্যবসায়ী কোম্পানিগুলো। তারা এসব মাংস রোমানিয়ার কসাইখানা থেকে সংগ্রহ করেছে বলে জানায়। এভাবে ঘোড়ার মাংস কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ।



রবিবার ফ্রান্সের ভোক্তাপণ্য সংক্রান্ত উপমন্ত্রী বেনেত হ্যামন এক বিবৃতিতে জানান, ফরাসি কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে পৌজল সাইপ্রাসের এক মাংস বিক্রেতা কোম্পানির কাছ থেকে এসব জমাট মাংস ক্রয় করেছিল। ফিনডাস ও কমিজেলের জমাট মাংসের তৈরি খাদ্যপণ্য ফ্রান্সের সাতটি চেইন শপ থেকে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপে বিক্রি করা প্যাকেটজাত খাদ্যে গরুর মাংসের বদলে ঘোড়ার মাংস ব্যবহার করা হচ্ছে বলে বের হয়ে এসেছে বিস্তারিত তদন্তে।







সুত্র - ইত্তেফাক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.