নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদতাড়িনী

নিয়ন্ত্রণহীন বিপদের পিছু ছুটে চলা

বিপদতাড়িনী

নিয়ন্ত্রনহীন বিপদের পিছু ছুটে চলা

বিপদতাড়িনী › বিস্তারিত পোস্টঃ

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১৭





বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

হৃদয়ে দিয়েছ দোলা

রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

একি তব হরি খেলা

তুমি যে ফাগুন রঙেরও আগুন

তুমি যে রসেরও ধারা

তোমার মাধুরী তোমার মদিরা

করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ

সে দীপেরও শিখা তুমি

জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে

এ হৃদি নাচালে তুমি

আপনও হারায়ে উদাসি প্রানের

লহ গো প্রেমাঞ্জলি

তোমারে রচিয়া ভরেছি আমার

বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের

জোয়ারও তোমারই মাঝে

হৃদয় দোলায় দোলাও আমারে

তোমারো হিয়ারই মাঝে

তোমারও প্রানের পুলক প্রবাহ

নিশীতে চাহে আমাতে

জপ মোর নাম গাহ মোর গান

আমারি একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি

গীতিকারঃ মীরা দেব বর্মন

কন্ঠ ও সুরঃ শচীন দেব বর্মন

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১

জামাল ঊদ্দিন বলেছেন: লিরিকটার জন্য অনেক ধন্যবাদ... অনুলিপি(!) করে নিলাম.. :)

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৯

বিপদতাড়িনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

রাজিয়েল বলেছেন: আমার খুবই প্রিয় একটা গান। শচীনদেবের বেস্ট গানগুলার মধ্যে একটা। প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.