নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি রাজ

কবিরাজ এবং কবি রাজ প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক দুটি শব্দ।

কবি রাজ › বিস্তারিত পোস্টঃ

ছদ্মনাম সমাচার : হলে-হোস্টেলে যারা থাকছেন কিংবা থেকেছেন তাদের জন্য একটি অবশ্যপাঠ্য পোষ্ট ;) :-B ;) :-B

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৩

"নামে কি আসে যায়?" কথাটা যে কত বড় ডাহা মিথ্যা তা নতুন করে বলার দরকার নেই।এই সামুর কথায় ধরুন।ছাগু-কাগু-ছাইয়া-লুল-ভাকু-ভাদা-মডু ইত্যাদি স্বার্থক নামকরণ সামুকে যেমন উতকর্ষমণ্ডিত করেছে,তেমনি দিয়েছে স্বকীয়তা।যাইহোক,ঘেনা প্যাঁচাল বাদ দিয়ে টপিকে ফিরে আসি।B-)B-)



ভার্সিটি বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে যারা পড়েছেন,স্পেশালি যারা হলে বা হোস্টেলে থেকেছেন,তাদের কাছে নিশ্চয় ছদ্মনামের কালচারটা অপরিচিত নয়।আমি জানি,আপনার আকিকা করা নামের পাশাপাশি আপনার বন্ধুদের দেয়া একটা ছদ্মনাম আছে,থাকতে বাধ্য।লজ্জা পাবার কিছু নাই,কারণ বেশীর ভাগ ক্ষেত্রে এটি আপনার চরিত্রের সাথে আপনার প্রকৃত নামের চাইতেও অধিক সাযুজ্যপূর্ণ।;);)



আমার বন্ধুদের কথাই ধরুন।আমাদের ব্যাচে তিনজন তানভীর,তিনজন মাহমুদ,তিনজন শাওন,দুইজন রানা,দুইজন শুভ্র,দুইজন সুজন,দুইজন শিপলু এবং দুইজন মহিউদ্দিন।কি ঝামেলার ব্যাপার কন দেখি।সুতরাং এদের নামকরণ মোটামুটি আবশ্যক হয়ে দাঁড়াল।



তানভীর



১।পিচ্চি তানভির(আকৃতিগতভাবে ছোট বলে)

২।রঙ্গিলা তানভীর(বিশিষ্ট সংস্কৃতিমনা ধার্মিক লোক ছিলেন বলে)

৩।টিটি তানভির(টেবিল টেনিস ভালো খেলত বলে)



মাহমুদ



১।মাস্টার মাহমুদ(পড়াশোনায় দুর্দান্ত ছিল বলে)

২।হুজুর মাহমুদ(পরহেজগার লোক বলে)

৩।নেট মাহমুদ(সারাদিন নেটে পড়ে থাকত বলে)



শাওন



১।মেয়ে শাওন(ক্রমোসোম XX বলে)

২।মামা শাওন(কারণ জানা নাই)

৩।ম্যান্ডি শাওন(চাপাবাজি করত বলে,উল্লেখ্য চাপার হাড্ডির নাম ম্যান্ডিবল)



রানা



১।ডার্লিং রানা(ওর রুমমেটের সাথে প্রেমিকসুলভ আচরণের কারণে)

২।বোরিং রানা(সবসময় ক্রনিক ডিপ্রেশানে ভুগত বলে)



শুভ্র



১।আব্বু শুভ্র(ওর আব্বুময় পৃথিবীর কারণে)

২।আঙ্কেল শুভ্র(একজন আব্বু হলে তো আরেকজন আঙ্কেল হবেই)



সুজন




১।দোস্ত সুজন(অত্যাধিক বন্ধুসুলভ আচরণের কারণে)

২।জাজিরা সুজন(এর বাড়ি জাজিরা থানা,শরিয়তপুর জেলা)



শিপলু



১।স্পাইক শিপলু(চুলে স্পাইক মেরে ঘুরে বেড়াত বলে)

২।জ্ঞানী শিপলু(জ্ঞানগর্ভ আলোচনায় বিশেষ পারঙ্গমতার কারণে)



মহিউদ্দিন



১।মহিষ মহিউদ্দিন(নামের বানান লিখত মহি উদ্দিন,কেউ একদিন আদর করে মহী আর উদ্দিনের মাঝে একটা মুর্ধন্য ষ বসিয়ে দিয়েছিল।)

২।গরিলা মহিউদ্দিন(ওর পুরোনাম ছিল জি এম মহিউদ্দিন।ব্যস,G.M. থেকে হয়ে গেল গরিলা মানব।)



জিএম সমগ্র



১।দি জিএম(গরিলা হলেও মানুষ হিসেবে লোক ভাল বলে তাকে সম্মানার্থে the G.M. উপাধিতে ভূষিত করা হয়।)

২।জিএম সারোয়ার(G.M. এর সাথে চারিত্রিক মিল থাকার কারণে)

৩।এজিএম অরূপ(জিএম সারোয়ারের রুমমেট হিসেবে)



রনি



১।র‍্যাব রনি(ওর বাবা র‍্যাবে চাকরি করতেন বলে)

২।পল্লব রনি(ওর রুমমেটের নাম পল্লব বলে)



সালাম



১।হৃদয় সালাম(আমাদের ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও নিজের নাম হৃদয় বলে উল্লেখ করত বলে)

২।সিলাম সালাম(সালামকে সিলাম উচ্চারণ করত বলে)





খিচুড়ি প্রদীপ-(খিচুড়ি কালারের শার্ট পড়ে ডাইনিংয়ে খিচুড়ি খাচ্ছিল বলে)

কোলা জনি-(কোলা ব্যাঙের মত দৈহিক আকৃতি এবং চারিত্রিক মিলের কারণে)

ইশতিয়াক পাখি-(পাখির মত কিচির মিচির করে বেড়াত বলে)

কুত্তা খালিদ-(অতিমাত্রায় কুত্তাপ্রীতি এবং কুত্তার সহিত চারিত্রিক মিল থাকার কারণে)





হে হে হে...বুঝতে পারতেছি এতক্ষণে আপনাদের মাথায় একটা প্রশ্ন উঁকি মারতেছে।নাম নিয়ে যে এত গেজাগেজি করতেছে,তার ছদ্মনামটা আসলে কি ছিল?ছিল একটা।;);)

মন্তব্য ৩৯ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০২

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: ভাই হাসতে হাসতে শেষ হইয়া গেলাম , বিশেষ করে কুত্তা খালিদ আর কোলা জনির নাম শুইন্যা .

:D :D :D :) :) :) :) :) :) :)

+++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১

কবি রাজ বলেছেন: ধইন্যা...ধইন্যা। :-B :-B

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬

হাসান তারেক বলেছেন:

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

কবি রাজ বলেছেন:

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৩

নতুনছেলে বলেছেন: মজা পাইলাম

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

কবি রাজ বলেছেন:

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২০

হার্ট লকার বলেছেন: আমার এক ফ্রেন্ডের নাম জিয়াউর রহমান... অর হল হইল বঙ্গবন্ধু শেখ মুজিব... হা হা হা
ফলাফল যা হওয়ার তাই হইছে... =p~ =p~ =p~
সে একটা স্মার্ট নাম নেয়ার চান্স পাইলো আর কি।


অ.ট: একজন নতুন ব্লগারের প্রথম পাতায় না আসা পোস্ট। সময় থাকলে দেখে আসুন click here

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২

কবি রাজ বলেছেন: তা আপনার বুন্ধুর শেষ পরিণতি কি হইসিল?খালেদার শুয়ামী নাকি হাসিনার আব্বিজান? =p~ =p~

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৪

রাশেদ মেকানিক্যাল বলেছেন: ভাইয়ের কি কবি কবি ভাব আছিলনি?

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪

কবি রাজ বলেছেন: আছিল মানে?অহন কি নাই নাকি? :P

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৬

জাওয়াদ হাসান বলেছেন: আমরা স্কুলে (ক্লাস ৯) থাকতেই সবার নিকনেম দিয়েছিলাম, এর কয়েকটা হলো রিকশা, রুস্তম, টমি, বাঘা, পিন্টু, তেলের শিশি, ভেড়া, নাতি, ফাঁপর, লুল, পিচ্চি, পাবলিক, বেশ, বেকারি, সুইডিশ মুরগি, হিপ্পো, দুদু মিয়া, মোটু, চুঙ্খা ইত্যাদি।
GAUDEAMUS HODIE!

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

কবি রাজ বলেছেন: Gaudeamus Hodie

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:২৮

শয়তান বলেছেন: নিজেরটাও ঝাইড়া দেন B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫২

কবি রাজ বলেছেন: ওস্তাদ,শয়তান কি আপ্নের আকিকা করা নাম?তা কে রাক্সিলো নামটা? =p~ =p~

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২

এলোমেলো বলেছেন: আপনার পোষ্ট দেখে পুরাতন দিনের কথা মনে পড়ল

গুরু, ,গান্জা ......সামছু ...মকলেছ,ব্রকলেছ ,চাচা ,টেপা .পাগলা..লাদেন, মরদ,সোহেলি, ইত্যাদি

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

কবি রাজ বলেছেন: মকলেছ না ব্রকলেছ?আপনি কুন্টা সিলেন? :P

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫১

নামহীন আমি বলেছেন: আমি বুয়েটের ২ হুজুরকে চিনতাম, তারা ক্লাশমেট ছিলো, রোল নাম্বারও পর পর ছিলো, থাকতো ও একই হলে। তাবলীগ করতো ২ জনেই।

একজন ছিলো সাদা হুজুর

অন্য জন খয়েরী হুজুর


(সাদাহুজুর সবসময় সাদা পান্জাবী পড়ত। আর খয়েরী হুজুর খয়েরী পান্জাবী :D :D )

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

কবি রাজ বলেছেন: হুজুর ডুয়েটকে কবি রাজের ক্ষুদ্র নিবেদন...

"সাদা হুজুর শুধায় খয়েরি হুজুরে...
কোন গুড় মিঠা বল
আখ না খেজুরে?"

=p~ =p~

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৬

সায়েম মুন বলেছেন: B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

কবি রাজ বলেছেন: =p~

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮

প্রধান ফটোগ্রাফার বলেছেন: আসলেই হাসতে হাসতে শেষ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ |-) |-) |-) |-) |-) |-) Click This Link

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩

কবি রাজ বলেছেন: প্রধান ফটোগ্রাফার ভাই,আপনার ছদ্মনামটা কি ক্লিকবাজ ছিল? :-P :-P

১২| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৮

শয়তান বলেছেন: শয়তান তো ব্লগিয় ছ্দ্দনাম । ইসকুলের ছদ্দনামটা বলা যাইবো না :!>

০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০

কবি রাজ বলেছেন: শয়তানও দেহি আইজকাইল শরম পায়।হায়রে...কলিকাল বোধয় আইসাই পড়ল।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭

স্বপ্ন ও সমুদ্র বলেছেন: খিকজ =p~

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

কবি রাজ বলেছেন: =p~

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৬

ইয়েন বলেছেন: আপনার গুলো দেন :) +

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৯

কবি রাজ বলেছেন: ওহু......আপনারটা আগে কন। ;)

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩৫

স্বাধীকার বলেছেন: মনে পড়লো
প্যান্থার জসিম= জসিমের ব্যাগে পাওয়া গিয়েছিল্
এতিম জাফর= প্রেমিকা মারা গিয়েছিলো
খাখা=দৌলদিয়া গিয়ে ধরা খাওয়া খাইরুল
সব্জিলাবু=গান্জা কিনতে গিয়ে পুলিশকট হওয়া
না আর দেওয়া যাবেনা, চিনে ফেলবে।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪১

কবি রাজ বলেছেন: "সব্জিলাবু=গান্জা কিনতে গিয়ে পুলিশকট হওয়া" সম্পর্কটা ঠিক বুঝা গেল না। B-)

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৩৬

ঝটিকা বলেছেন: ক্যাম্পাসের ছদ্মনামটা খুবই মজার

৩ টা স্যার এর নাম ছিলো
ময়ুরি= ফিগারের কারনে,ময়ুরি যেমন পুরা টিভি স্ক্রিন জুড়ে থাকে, স্যারটাও সামনে দাড়ালে বোড এর লেখা কিছু দেখা যেত না।
পাক হানাদার=উগ্র মেজাজের জন্য
শালগোম=নাদুস নুদুস গোলাকার চেহারার জন্য

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩

কবি রাজ বলেছেন: আপনার ময়ূরী বন্ধুর জন্য কবি রাজের ক্ষুদ্র নিবেদন...
;) :-P ;) :-P

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:১০

ফিরোজ-২ বলেছেন: হা হা হা মজার

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

কবি রাজ বলেছেন: তাই? ;)

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৩

অলিন্দ বলেছেন: ১। দোস্তো তমাল (সবাইকে দোস্ত সম্বধন করত)
বিড়ি তমাল (বিড়ি ব্যাপক খাইত)
২। ৬১ রনি(রোল ৬১)
মোবাইল রনি(ক্লাশের প্রথম মোবাইল ব্যাবহারকারী)
ইতনা রনি(বাড়ি ইতনা নামক গ্রামে)
৩। বস মুনির (সব কিছুতে সবজান্তা ভাব)
মটু মুনির (একটু সাস্থবান আরকি)
৪। মটু ইমরান (মোটা)
পিচ্চি ইমরান।
৫। স্যার সুমন (সেকেন্ড বয় তাই স্যার হওয়া কনফার্ম ছিল)
মডেল সুমন (মডেল মডেল ভাব)


০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

কবি রাজ বলেছেন: আমাদেরও একজন মডেল আছে।নাম মডেল ছাব্বির। :D

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯

হার্ট লকার বলেছেন: ওর নতুন নাম জিসান... =p~ =p~ =p~
ওর ফ্যামিলি বিম্পি হৈলেও হলে থাকতে হইলে আব্বা গিরী করা ছাড়া উপায় নাই

২০| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০১

সপ্রতিভ বলেছেন: আমি কি হাটে হাড়িখানা ভেঙ্গেই দোবো...?!!!


:P :P :P



আরেক্ষান রিকুইশট আছিলো কুবি...
মুনে আছে???

২১| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬

sraboni বলেছেন: হা হা হা। মজা পেলাম খুব। ক্যাম্পাসে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার ক্লাসমেটদেরও এই রকম অনেক নাম ছিল আর হলেও প্রতি বছর এক এক জনকে সেই রকম পঁচানি খেতাব দেয়া হতো। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.