নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না। আমি কেউ হতে চাই না কখনো। আমি চাই, আমার কোন নাম না থাকুক, বয়স-গোত্র-দেশ কিচ্ছু না থাকুক...

বিপ্লবের সাগর

আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।

বিপ্লবের সাগর › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের শ্রেষ্ঠদের একজন জন লেনন

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬



জন উইন্সটন ওনো লেনন ছিলেন একজন ইংরেজ গীতিকার, গায়ক, সুরকার, চিত্রশিল্পী, লেখক এবং শান্তি কর্মী। তিনি জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠাতা। লেনন ও পল ম্যাককার্টনি যৌথভাবে বিটলস ও অন্যদের জন্য গান লিখতেন যা বাণিজ্যিক ভাবেও বেশ সফল ছিল। জন লেননকে নিয়ে লিখেছেন ওবায়দুল গনি চন্দন
লেনন ও ম্যাককার্টনি ছিলেন একে অপরের পরিপূরক। নিজস্ব ক্যারিয়ারে লেনন হেল্প মি টু ডেল্প মাই সেলফ, ইমেজিনের মতো অসংখ্য গানের জš§ দিয়েছেন। লেনন ছিলেন বিপ্লবী প্রকৃতির। অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন A Hard Day’s Night (১৯৬৪) এর মতো চলচ্চিত্রে এবং In His Own Write বইতে। বিভিন্ন সংবাদপত্র ও সম্মেলনে। তিনি তার জনপ্রিয়তাকে তার শান্তি কর্ম, শিল্প কর্ম ও লেখার কাজে লাগিয়েছেন। তার দুই ছেলে, প্রথম স্ত্রী সিনথিয়ার গর্ভে জুলিয়ান ও দ্বিতীয় স্ত্রী ইয়োকো ওনোর গর্ভে সিন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর রেকর্ডিং থেকে ফেরার সময় আততায়ী মার্ক ডেভিড চ্যাপম্যানের হাতে লেনন মারা যান। ২০০২ সালে বিবিসির জরিপে ১০০ শ্রেষ্ঠ ব্রিটনসের তালিকায় তিনি অষ্টম অবস্থান লাভ করেছেন। ২০০৪ সালে রোলিং স্টোন সর্বকালের শ্রেষ্ঠ পঞ্চাশ শিল্পীর তালিকায় লেননকে ৩৮তম অবস্থানে স্থান দিয়েছে এবং দ্য বিটলসকে ১ নম্বর অবস্থানে রেখেছে। রক মিউজিকের ইতিহাস ‘দ্য বিটলস’ ছাড়া লেখা হবে না। তরুণ প্রজšে§র হƒদয়ে একসময় রাজত্ব করে গেছে বিশ্বখ্যাত এই ব্যান্ডদলটি। বিটলসের অন্যতম সদস্য ছিলেন জন লেনন। তার জš§ ১৯৪০ সালে। ছোটবেলা থেকে সংগীত নিয়ে আগ্রহের শেষ ছিল না লেননের। এই আগ্রহ ও একাগ্রতা জন লেননকে নিয়ে গেছে সংগীত জগতের অন্য মাত্রায়। জন লেনন বলেছেন, ‘সব মানুষই মনে করে শান্তি ও ভালোবাসা পাওয়া খুব সহজ একটি বিষয়। কিন্তু এটি মোটেও সহজ নয়। আমার অধিকাংশ ভক্তরা মনে করেন বিখ্যাত হওয়াটা খুব সহজ। আমি জন লেনন খুব সহজেই বিখ্যাত হয়ে গেছি। কিন্তু সত্যি কথা হলো আমাকে বাস্তবে অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। মানুষের মনে স্থান পাওয়া খুব সহজ কাজ নয়। আমার জীবনে ভালো সময় অনেক। তবে বেশিরভাগ সময়জুড়ে রয়েছে ব্যর্থতা এবং হতাশার গল্প শীর্ষে ওঠার পথটা অনেক কঠিন। তারপরও পৃথিবীর বিখ্যাত সংগীতশিল্পীদের তালিকায় আমি এবং বিটলস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে স্থান করে নিতে পেরেছি। এই পরিশ্রম কিন্তু দরিদ্রতার মধ্য দিয়েই করতে হয়েছে। শৈশবের সময়টা আমার খুবই কষ্টে গেছে। অর্থের অভাব যত না ছিল তার চেয়ে বেশি ছিল পিতার অভাব। শখ ছিল গান গাওয়া। গানের জন্য বাদ্যযন্ত্র কেনার টাকা জোগাড় করতেই অবস্থা খারাপ হয়ে যেত। আমরা যদিও অতটা গরিব ছিলাম না কিন্তু অর্থের সমস্যা ছিল। শুরুর দিকে ব্যান্ডের কোনো ট্রিপের জন্য আমাদের দীর্ঘদিন টাকা জমাতে হয়েছে। এটা ছিল প্রথমদিকের কথা। পরে অবশ্য আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। কারণ আমরা আস্তে আস্তে বিখ্যাত হতে শুরু করেছিলাম।

মৃত্যুর প্রহর

১৯৮০ সাল। লেননকে হত্যা করার পরিকল্পনা চূড়ান্ত করে মার্ক ডেভিড চ্যাপম্যান। ডিসেম্বর ৮। রাত প্রায় দশটা। রেকডিং সেরে লেনন ডাকোটা অ্যাপার্টমেন্টে ফিরছিলেন। লিমুজিন থেকে বেরিয়ে প্রথমে ওকো ওনো অ্যাপার্টমেন্টের এনট্রান্স হলে প্রবেশ করেন। লেনন তখনও ফুটপাতে। ফুটপাতের ওপর চ্যাপম্যান দাঁড়িয়ে ছিল ... উন্মাদ ঐ লোকটা খুব কাছে থেকে পরপর চারবার বার লেননকে গুলি করে ...

লেনন এর সেই গান



Imagine there's no Heaven
It's easy if you try
No hell below us
Above us only sky
Imagine all the people
Living for today

Imagine there's no countries
It isn't hard to do
Nothing to kill or die for
And no religion too
Imagine all the people
Living life in peace

You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one

Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people
Sharing all the world

You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as one

John Lennon - Imagine

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

শূণ্য মাত্রিক বলেছেন: আমার আইডল !!!! বিটলস কিংবা লেনন কে না চিনলে বোধহয় গিটার কিংবা গান কোনটার ধারে কাছে যাওয়াও হইত না।

২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

গেম চেঞ্জার বলেছেন: সত্যি কথা হলো আমাকে বাস্তবে অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। মানুষের মনে স্থান পাওয়া খুব সহজ কাজ নয়। আমার জীবনে ভালো সময় অনেক। তবে বেশিরভাগ সময়জুড়ে রয়েছে ব্যর্থতা এবং হতাশার গল্প শীর্ষে ওঠার পথটা অনেক কঠিন।

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: রাত প্রায় দশটা। রেকডিং সেরে লেনন ডাকোটা অ্যাপার্টমেন্টে ফিরছিলেন। লিমুজিন থেকে বেরিয়ে প্রথমে ওকো ওনো অ্যাপার্টমেন্টের এনট্রান্স হলে প্রবেশ করেন। লেনন তখনও ফুটপাতে। ফুটপাতের ওপর চ্যাপম্যান দাঁড়িয়ে ছিল ... উন্মাদ ঐ লোকটা খুব কাছে থেকে পরপর চারবার বার লেননকে গুলি করে ...

পৃথিবী যা হারায় তা আর ফিরে আসে না।

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭

ডাঃ মারজান বলেছেন: You may say that I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one

কি সুন্দর! কথা গুলি। অপূর্ব, অসাধারণ পোস্টের জন্য ধন্যবাদ। 'বব মা‍রলে' কে নিয়ে একটা লেখার আশায় রইলাম।

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

বিপ্লবের সাগর বলেছেন: 'বব মা‍রলে' কে নিয়ে লেখা পড়ে দেখতে পারেন।

লিংক - Click This Link

৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: একটা মানুষের মধ্যে কত গুনের বাহার।

৭| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬

মায়াবী রূপকথা বলেছেন: খুব ভাল পোষ্ট :)

৮| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১

জেন রসি বলেছেন: জন লেননের গানে তৎকালীন সমাজের অস্থিরতার প্রতিচ্ছবি পাওয়া যায়। যুদ্ধ, বেকারত্ব, নৈরাশ্যবাদ আবার এসবের মধ্যেই আশার বানী লেলন খুব সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.