![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
স্থানীয়রা ব্যাখ্যা করেন মীর মশাররফ, কাঙ্গাল হরিনাথ এবং লালন নিজে হচ্ছেন 'তিন পাগলে হইল মেলা নদে এসে'র তিন পাগল ( তাদের তিনজনের বন্ধুত্তের বেশ কিছু গল্প ও ঐতিহাসিক প্রেক্ষাপট আছে )। কিন্তু গানের সংরক্ষক ও বিশ্লেষকরা বলছেন এই তিনজন হলেন সিরাজ সাঁই এর পর লালন যে তিনজনের ভাবাদর্শ গ্রহন করেছিলেন সেই তিনজন। তাদের যুক্তি গান্টির শেষে লালনের উল্লেখ করে দেয়া তিন নাম 'পাগলের নামটি এমন
বলিতে ফকিল লালন ভয় তরাসে।
চৈতে নিতে অদ্বৈয় পাগল নাম ধরেছে।' চৈতে হলেন শ্রী চৈতন্য , আর বাকি দুজন তার শিষ্য । এমনও হতে পারে লালন তার তিনশ বছর আগে আসা চৈতন্যের তিনজনের সাথে তার সময়ের তিনজনকে মিলিয়েছিলেন। যা হোক একটা বিষয় জানতে ইচ্ছে করেনি, লালন কোন ধর্মের মানুষ হয়ে জন্মেছিলেন। ধর্ম যে তাঁর কাজেই সেত লালন নিজের জীবন দিয়ে বুঝিয়েছেন। তার গানেই তার জীবনের গল্প আছে। কিন্তু লালন নিয়ে যত গবেষণা সবখানেই এ নিয়ে বিপুল আগ্রহ গবেষকদের হিন্দু না মুসলমান ? দরকার কি যে নিজেই জানাতে চাননি তার পৈত্রিক ধর্ম পরিচয় ... কি প্রয়োজন কর্মের ধর্ম রেখে তাই খুঁজতে যাবার !!!
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৬
নিয়েল হিমু বলেছেন: সাধু । সাধু ।।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: এতো অল্প লিখলেন? ছবিগুলো ভালো কিন্তু আমি লালনের আখড়া জায়গাটা পছন্দ করিনা।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
মোঃনাজমুল হাসান বলেছেন: ও তোরা যাস্ না ওই পাগলের কাছে,
পাগলের কাছে যাবি,পাগল হবি
বুঝবি শেষে ...
ও তোরা যাস্ না ওই পাগলের কাছে .. ........,....
৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির সাথে বর্ণনা দিলে আরও ভাল হত ।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হুম্মম্ম।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ