![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সব সময় নিজের ইচ্ছা কে প্রাধান্য দেই। আমি স্বাধীনতা চাই, স্বাধীন ভাবে বাঁচতে চাই। স্বাধীন ভাবে উড়তে চাই, স্বাধীন ভাবে ঘুরতে চাই। হোঁচট খেয়ে পড়তে চাই, সেখান থেকে শিখতে চাই।
স্বাধীনতাকে তিনি তুলনা করেছিলেন ‘খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক’ হিসেবে কিংবা নূর হোসেনের বুক তার কাছে ছিল ‘বাংলাদেশের হৃদয়’। ভাষা আন্দোলনের রক্তাক্ত বর্ণমালা তার কবিতায় ছিল 'দুঃখিনী বর্ণমালা' অথবা আসাদের রক্তাক্ত শার্টকে করেছিলেন 'আমাদের প্রাণের পতাকা'। স্বাধীনতার জয়গান, মৌলবাদ- ধর্মান্ধতার বিরোধীতা, নাগরিক প্রেম- দ্রোহ ও বিশ্বজনীনতার বাংলা কবিতার রাজপুত্র শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আজ। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মোগলটুলিতে জন্মগ্রহণ করেন। তার বাবা বাড়ি নরসিংদীতে। ২০০৬ সালের ১৭ আগষ্ট কবি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
স্বাধীনতার এ কবি দেশের মানুষের বিরুদ্ধে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে, কোন অনাচার হতে দেখলে নিজেকে একাত্ম করে নিতেন। জবাব দিতেন কবিতার ভাষায়। আশা, বেদনা, ভালোবাসা, দ্রোহ কোনো কিছুই বাদ যায়নি তাঁর কবিতা থেকে। তাঁর কবিতা সকল দুঃসময়ে আমাদের উজ্জীবিত করে। পঞ্চাশ দশক থেকে বাঙালি জাতির নানা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সামাজিক জীবনের অসংগতি, বৃটিশ ও পশ্চিমাদের শোষণের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠ কবিতায় নির্মিত হয় এক অনন্য শব্দ-প্রতিমা।
এ জন্যে তাকে বলা হয় ‘স্বাধীনতার কবি’। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থ শতাধিক। পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার।
আজ কবির ৮৬তম জন্মদিন। জন্মদিনে কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।
২| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
প্রামানিক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: বাংলা সাহিত্যের আধুনিক শ্রেষ্ঠ কবি শামসুর রহমানের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী ।