![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাকি বারী
Admin · Follow · March 28 ·
ফুটপাথ দিয়ে বাইক চালায় যারা, তারা যদি বাংলার শেষ নবাব হয়, (অবশ্যই ফুটপাথ দিয়ে বাইক চালানো উচিৎ না), তাহলে ওভারব্রিজ থাকা স্বত্বেও মোটর সাইকেল বা বিভিন্ন যানবাহনের সামনে দিয়ে দৌড় দেয়া বা হেটে যাওয়া পাব্লিক কেউ, মীর জাফর এর বংশধর বলতেই পারি...
HB For Biker
২| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চরম বিনোদন!
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো, এরা কথা বক্তৃতা, বিবৃতিতে সচেতন কিন্তু কাজের বেলায় নাই। আসলে আমরা বাংলাদেশিরা বলি বেশি কিন্তু করি কম। এজন্য আমাদের এসব অসংগতি দূর হয় না।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪
হাঙ্গামা বলেছেন:
ফুটপাতে বাইক চালানো বন্ধ করতে উদ্যোগ নেয়ার বিপরীতে কিছু ছাগল ফেসবুকে অনবরত ম্যা ম্যা ম্যাতকার করছে, আপনে তাদেরই একজন।
এই পোষ্টের সারমর্ম হইলোঃ
যে যত কিছুই বলুক না কেন উল্টাপাল্ট বাইক চালানো বন্ধ করতে বলা যাবে না।
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
শায়মা বলেছেন: হা হা হা আমি হাসতে হাসতে শেষ!
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
মামুনুর রহমান খাঁন বলেছেন: * অন্যরা যেহেতু মানুষ হত্যা করছে সেহেতু আমিও মানুষ হত্যা করতে পারি!
* অন্যরা যেহেতু ধর্ষণ করছে তাই আমিও ধর্ষণ করতে পারি!
* অন্যরা যেহেতু জঙ্গী হচ্ছে সেহেতু আমিও জঙ্গী হতে পারি!
বিষয়টা এমন হয়ে গেলনা? অন্যের অন্যায় দিয়ে নিজের অন্যায়কে জাস্টিফাই করতে যাওয়ার নাম মূর্খতা।
ফুটওভারব্রীজ রেখে নিচ দিয়ে রাস্তা পার হওয়া অন্যায়। কিন্তু জেব্রা ক্রসিং কিন্তু পথচারি পারাপারের জন্যই তৈরি করা হয়।
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮
ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত
৮| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
বিপরীত বাক বলেছেন: সব মেরুর একটা বিপরীত মেরু থাকা উচিৎ। আইন সবার জন্যই সমান হওয়া উচিৎ। একজন দুইজন মটরসাইকেল উগ্র হতে পারে তার জন্য ৮০-৯০ ভাগ মটরসাইকেল চালক (যেমন: চাকুরীজীবি ( তিনদিন লেট করলে একদিনের বেতন কাটা), ব্যবসায়ী (নির্ধারিত সময়ের মধ্যে না পৌছুরে ব্যাংকের টাকা ক্লিয়ার হবে না বা কারও পাওনা টাকা আদায় হবে না), অফিস কলিগ (১৫ মিনিটের মধ্যে না পৌছুলে বাস না ধরতে পারলে তার সাপ্তাহিক ছুটিটা গ্রামে বউ-বাচ্চার সাথে কাটাতে পারবে না যেখানে মেয়েটা পথ চেয়ে আছে তার বাবা ঢাকা থেকে তার জন্য জামা নিয়ে আসবে), -----ইত্যাদি।--- এরা ভূক্তভোগী হবে কেন?
আপনি কি পারবেন ঠেকাতে রং সাইড দিয়ে-ফুটপাত দিয়ে পুলিশ সার্জেন্টদের যাতায়াত? যেখানে তার ডিউটি টাইম প্রায় নিকটবর্তী?
আর অফিস শেষে পথচারীর আধিক্যে এরা যখন রাস্তায় নেমে রাস্তা সরু করে ফেলে তখন কোথায় থাকে আইন? ধরলে কাচুমাচু হয়ে বলবে, ”বাসায় জলদি ফিরতে হবে।” মটরসাইকেল আলা গুলো রে তো ধরে সাথে সাথে ৭০০/৪০০/২৫০/ টাকার কেস টুকে দিচ্ছে অহরহ। পথচারী দল বেঁধে যখন রাস্তা ব্লক করে হাটে তখন তি তাদের নামে কোন কেস ঠোকা হয়?
বছর ১/২ আগে পুলিশ চেষ্টা করেছিল। সব চ্যানেলেই দেখিয়েছিল । মহিলা পথচারীরা সুদ্ধে থানায় গিয়া মারামারি করে এসেছে ৫০ টাকা জরিমানা করায়। বেসরকারী চ্যানেলের বদৌলতে সবাই দেখেছে সেই দৃশ্য।
তাহলে কে বেশি উগ্র? পথচারী না মটরসাইকেল চালক রা?
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭
কালীদাস বলেছেন:


মটরসাইকেল যখন থাকে না তখন উনারা কিভাবে রাস্তা পার হন ঝাতি সেইটা ঝানতে চায়
এবং ফুটপাথে মটরসাইকেল চালানো বন্ধ করতে উনাদের ফেচভুকে কোন লেখা আছে কিনা সেইটাও জানতে মুঞ্চায়