![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদচারী-সেতু ব্যবহার না করে চলন্ত বাসের সামনে দিয়ে সড়ক পার হচ্ছেন পথচারীরা। তোপখানা রোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
দুই গাড়ির মাঝখানের সরু জায়গা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করছেন এক যাত্রী। তোপখানা রোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
মোবাইল ফোনে কথা বলতে বলতে এভাবেই অনেকে ব্যস্ত সড়ক দিয়ে হাঁটেন। তোপখানা রোড, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
মৎস্য ভবন মোড়েও প্রায়ই দুর্ঘটনা ঘটে। চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন পথচারীরা। ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
বাসের ফটকে ঝুলে আছেন বাসের সহকারী। এভাবে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবন এলাকা, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১
বিপরীত বাক বলেছেন: কিছু হলেই আমরা উপরের দিকে দোষ দেই। সরকারের দোষ দেই। পুলিশ কে দোষ দেই।
কিন্তু সমস্যাটা হল জাতি আর জনগণ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর কত জন দূর্ঘটনার শিকার হলে তোদের শিক্ষা হবে !
অনেক প্রাণ ঝড়ে গেছে সচেতনতার অভাবে
"এবার তোরা মানুষ হ "
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯
বিপরীত বাক বলেছেন: কাদের কে বলছেন? পথচারী নাকি চালক ? নাকি এই জাতি কে?
৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯
বিষন্ন পথিক বলেছেন: তাহলে বাস চালকরা নবাব সিরাজউদ্দৌলা?
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩
বিপরীত বাক বলেছেন: এটা পূর্ববর্তী একটা পোস্টের প্রতিক্রিয়া। ওই পোস্ট টার পরিপ্রেক্ষিতে আপনার কথার যৌক্তিকতা কিছুটা আছে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: আমরা কেউ কাউকে মানি না। মানতে চাই না।
বাস ড্রাইভাররাও কাউকে মানে না। মানতে চায় না।
এজন্য দরকার কঠিন আইন। এবং আইনের যথযথ প্রয়োগ।
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
বিপরীত বাক বলেছেন: এ দেশে সবসময় সবকিছুর একপাক্ষিক, একচোখা বিচার হয়। আপনার মন্তব্য তেও তার ছাঁপ আছে।
সবকিছুতে একপাক্ষিক বিচারের জন্য, অহেতুক মায়াকান্নার, অতিরিক্ত সহিংসতার কারণে দেশে অবিচার বেড়ে গেছে।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি রাস্তায় নামলে আমরা তা ভুলে যাই।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫
টারজান০০০০৭ বলেছেন: আমার বনের বাঁদরগুলোওতো এর চাইতে শৃঙ্খলাপরায়ণ। ইহাদের আমার বনে নির্বাসন দেওয়া হউক, বাঁদরদের কাছ হইতে শিখিবে !
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩
বিপরীত বাক বলেছেন: এই মানবরুপ বানরগুলো যখন বাঁদরামির কারণ আহত/নিহত হয় তখন আবার কিছু বানবরুপ বাঙাল তার জন্য মায়াকান্নায়/মানবতায় ভাসিয়ে দেয়।
দুবাই তে রাস্তায় লেন অমান্য করা সিরিয়াস ক্রাইম। একবার দেখেছিলাম একজন মহিলাচালক এক মটরসাইকেল চালককে চাপা দিয়েছিল হাইস্পিড রোডে। লোকটা ২৫/৩০ দিন অজ্ঞান ছিল। কিন্তু এই কদিনে পুলিশ মহিলা কে কিচ্ছু বলেনি বা কোন কেইস ফাইল করেনি। কারণ তারা জ্ঞান ফেরা পর্যকন্ত অপেক্ষা করছিল এইটা জানার জন্য যে, মহিলা দ্রুতগতিতে হোন্ডাআলাকে চাপা দিয়েছিল নাকি হোন্ডাআলা লেন চেঞ্জ করে হঠাৎই মহিলার গাড়ীর সামনে চলে এসছিল।
আর আমাদের দেশে দুর্ঘটনার শিকার হলেই জনগণ তার পক্ষে দাড়ায় যায়। একবার ও জানার চেষ্টা করে না যে মানুষটা কিভাবে রাস্তা পার হচ্ছিল কিংবা হেডফোন লাগিয়ে রেখেছিল নাকি।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড্রাইভারের সর্দার যে দেশে মন্ত্রী সেখানে আর কি আশা করা যায়?
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
বিপরীত বাক বলেছেন: আস্তে কন। কেউ শুনে ফেললে?
৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
আরইউ বলেছেন: আগে জনগনকে সভ্য হতে হবে!!
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪
বিপরীত বাক বলেছেন: মনের কথাটাই বলেছেন। ধন্যবাদ।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: শেষের ছবিটির লোকটি ইচ্ছাকৃত ভাবে ওমন করেছে। বাকিগুলো ভয়ানক।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৬
বিপরীত বাক বলেছেন: ঠিক।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার আসলেই অসামাজিক হয়ে যাচ্ছি দিন দিন...
১১| ০৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৭
প্রামানিক বলেছেন: নিয়মের মধ্যে কেউ চলার চেষ্টাই করে না।
০৮ ই মে, ২০১৮ দুপুর ২:১৩
বিপরীত বাক বলেছেন: কিন্তু সবাই শুধু অন্যকে নিয়ম শেখাতে সিদ্ধহস্ত। এই আলগা মাতব্বরি টা থেকে আগে রেহাই পাওয়া দরকার আমাদের।
ধন্যবাদ।
১২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩
শামচুল হক বলেছেন: অনিয়মটাই নিয়ম হিসাবে মেনে নিয়ে সবাই চলার চেষ্টা করে। যে কারণেই বাংলাদেশের এই অবস্থা।
১৩| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে এগুলো আমাদের জাতিগত কালচার; আমরা আইনকে বুড়ি আঙুল দেখিয়ে নিজেদের খামখেয়ালিমত চলি; বাংলাদেশে রোড একসিডেন্টের জন্য পাবলিকের অসচেতনতাও কম দায়ী নয় ; ভাল থাকবেন ভাই।
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮
বিপরীত বাক বলেছেন: জাতরক্তের কালচার হবে।
১৪| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বাঙ্গালী সারা জীবন কাঙ্গালীর মতো আচড়ন করে যাবে মানুষ হবে কবে !!! ???
০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
বিপরীত বাক বলেছেন: তাই তো দেখে যাচ্ছি। কিন্তু কে কাকে বোঝাবে? সবাই তো সবজান্তা শমসের।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: নিয়ম না মানাই যে দেশের নিয়ম, সে দেশে যারা নিয়ম মেনে চলে তারাই ভোগান্তির শিকার হয়। তার পরেও কথা হলো, আইন প্রয়োগ করতে হবে, মিয়ম মানতে সবাইকে বাধ্য করতে হবে। একজনকেও ছাড় দিলে আর সে নিয়ম প্রয়োগ করা যাবে না।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেউ মানছেনা নিয়ম কানুন।