নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বীরবলের সমাচার

চলতি ঘটনাবলী

বীরবল

বীরবল › বিস্তারিত পোস্টঃ

মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়।

১৪ ই জুলাই, ২০০৭ রাত ১২:০৭

'মাটির ময়না'-র DVD ভার্সন বের হয়েছে ১৬ই এপ্রিল, ২০০৫-এ। এটা বাংলাদেশে প্রথম রিলিজ পেয়েছিল ২০০৩ সালে। কিন্তু মজার ব্যাপার হল ‘মাটির ময়না’, “Cannas Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film” পুরষ্কার জেতে ২০০২ সালে। এর কারণ আমাদের মহামতি 'সেন্সর বোর্ড'। তেনারা ইহাকে সেন্সর সার্টিফিকেট দেন নাই। কারণ হিসাবে বলা হয়, "ধর্মীয় স্পর্শকাতরতা"। পরে এ নিয়ে পিটিশন হয় এবং আদালতের অনুকূল রায় পেয়ে ‘মাটির ময়না’ মুক্তি পায়? (link: Petition- Romeve ban on Matir moina.)



মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়।



'মাটির ময়না'- এক মাদ্রাসা ছাত্র 'আনুর' কাহিনী। বাবা তাকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় যেখানে কড়া কড়া সব নিয়ম-কানুন আর কথায় কথায় শাস্তি। যেখানে মানুষ পরাধীন সেখানে কল্পনাও শৃঙ্খলিত। এর বিরুদ্ধে আনুর সহপাঠী এতিম 'রোকনের' প্রতিবাদ। এরই মাঝে একসময় পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে শুরু হল টানাপোড়েন। আনুর মায়ের উপর বাবার অত্যাচার যেন পুবের ওপর পশ্চিমের শোষণের প্রতীক। পুরো ছবিতে পরিচালক তারেক মাসুদ তার ছোটবেলার মাদ্রাসার ছাত্রজীবনের ঘটনাগুলোই নতুন করে ফ্রেমবন্দি করেছেন 'মাটির ময়না'-য়।



একনজরে-

নাম: মাটির ময়না (The Clay Bird)

দৈর্ঘ্য: ৯৮ মিনিট

মাধ্যম: 35 mm color

পরিচালক: তারেক মাসুদ

প্রযোজক: ক্যাথেরিন মাসুদ

চিত্রনাট্য: তারেক ও ক্যাথেরিন মাসুদ

পুরষ্কার:

2002 Cannes Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film

2002 Edinburgh International Film Festival

2002 Montreal International Film Festival

2002 Marrakech Film Festival (Morocco), Best Screen Play Award

2002 Cairo International Film Festival

2003 Palm Springs International Film Festival

2003 New Directors/New Films Festival

2003 Karafilm Festival, Best Film

মন্তব্য ৫ টি রেটিং +১/-২

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০০৭ রাত ১২:২৯

ত্রিভুজ বলেছেন: "যেখানে মানুষ পরাধীন সেখানে কল্পনাও শৃঙ্খলিত.."


এই দোষ আমি দিতে পারি ক্যাডেট কলেজগুলো এবং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজকে। কিন্তু সেগুলো নিয়ে ছবি হবে না। কারন বিদেশীদের পুরষ্কার পেতে হলে ইসলাম শব্দটাকে একটু জড়িয়ে একটু মনের মাধুরী মিশিয়ে এমন গল্প দাঁড় করাতে হবে, যাতে মনে হয় ইস!! মুসলমানরা কত্ত খারাপ! কত জংলী...!



আমরা মুসলমারাই আবার তাদের এসব ভৎসনা শুনে আনন্দে আত্মহারা হয়ে যাই। এটা হয়তো সত্যিকারের মুসলমান না হতে পারার কারনে বা নিজের ধর্ম ও অতীত সম্পর্কে অজ্ঞ থাকার কারনে সৃষ্ট হীনন্ম্যতার বহি:প্রকাশ!

২| ১৪ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪৬

সময়ের প্রান্তরে বলেছেন: ছবিটা আমার ভালো লাগে কারন এতে যুদ্ধ সম্পর্কে আমাদের মূল্যবোধ কি ছিল সেগুলো দেখানো হয়েছে। মাদ্রাসা জীবনপ্রণালী যেটা দেখানো হয় আমার তো ধারনা এটা এখনো চালু আছে সাধারন স্কুলগুলোতে। আমাদের প্রাইমারী স্কুলে আমাদের মাইর দেয়ার জন্য কত ব্যবস্থা যে ছিল। মারতে মারতে অবস্থা এমন হতো যে ভয়ে সারাদিন অংক নিয়ে থাকতাম। তারপরো অংকে ভুল করতাম আর মার দিত। ভাবখানা এমন ছিলো না পারাটাই ভুল। আমরা মাদ্রাসায় পড়তাম না, পড়তাম মসজিদে। সেখানেও জালি বেত ছাড়া চলে না। আসলে এতে ধর্মের কোন দোষ নেই, দোষটা মানসিকতায়। নবী তো মানুষকে মারধর করে ধর্মের পথে আনাননি। সে যাক, ছবিটি সফলতা অর্জন করেছে এটাও খুশির কথা

৩| ১৪ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪৯

প্প্বপ্প্বেষপ্প্ব্ত্রপ্প্বুপ্প্ম্লপ্প্ম্ম....... বলেছেন: ক্যাডেট কলেজগুলো এবং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর নিয়ম-কানুন ও শৃঙ্খলার ব্যপারে যেনেই অভিভাবকেরা তাদের ছেলে-মেয়ে দের ভর্তি কারান...কিন্তু মাদ্রাসায়!...আমার ছোট ভাইকেও মাদ্রাসায় দেওয়া হয়েছিল....২বছরের মাথায় নিয়ে আসতে হয়েছিল....কারন মাটির ময়নায় যাদেখাইছে তার অনেক কিছুই সত্য

৪| ১৪ ই জুলাই, ২০০৭ ভোর ৪:২২

সোনার বাংলা বলেছেন: সহমত@ত্রিভুজ।

৫| ০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৯

ৃৃৃশান্ত বলেছেন: আমার মতে এই ছবিটা অনেকটা শাখের করাতের মত............।
সেদিক থেকে আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে যা বলবে সেটাই ঠিক........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.