![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
কে বাঁশী বাজায় রে
মন কেন নাচায় রে
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
ঐ বাঁশী কি বিষের বাঁশী
তবু কেন ভালোবাসি
লগ্ন ভরে আড়াল থেকে
দেখেছি পোড়া হাসি
সে যে হৃদয় কখন করলো হরন
কিছুই জানি না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
নাম ধরে সে ডাকে না যে
তবু কেন মরি লাজে
মন যেন আজ একা একা
বসে না কোন কাজে
সে যে চুপিসারে আমায় কেন
দেখেও দেখে না
আমার প্রান যে মানে না
কিছুই ভালো লাগে না
----------হ্যাপী আখন্দ
কে বাঁশী বাজায় রে
# গানটা ড়াষূর অনুরোধে 'মৌসুম' আপা কে উৎসর্গ করা হইলো ।।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: ..........
২| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৪
অ্যামাটার বলেছেন: থ্যাঙ্কস, +
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও থ্যাংকস
৩| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
অক্ষর বলেছেন: ফটুক আর গান দুটাই সুন্দর হৈছে
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: ধইন্যবাদ
৪| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৭
রাশেদ বলেছেন: এইটা তো ডাউনলোডের লিঙ্ক হইয়া গেছে। শুনারটা না। ইচ্ছা কইরা করছ নাকি?
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০
বিষাক্ত মানুষ বলেছেন: নাতো !!!! হায় হায় !! এখনি ঠিক করতাসি .....
৫| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালোই।গানটার রিমিক্স করছিলো আনিলা।জঘন্য হইছে ফুয়াদের কাজ।
বস মৌসুম আপাটা কে?
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: আনিলার টা চরম ভূয়া লাগসে আমারো
৬| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯
মুকুল বলেছেন: বাল্টিকের পাড়ের মাইয়াগুলার ফটুক দিতে কইলাম। দিলা না।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: হায়রে পুলাপান !!!!
৭| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১
`হাসান বলেছেন:
গানতো হুনতে পারলাম না লগইন কর্তে কই
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: এখন শুনতে পারবেন .. ঠিক করা হইসে
৮| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২
রাশেদ বলেছেন: @ শান্ত...ব্লগের একজন সিনিয়র ডেভেলপার খুব সম্ভবত। আনিকা আপুর পোস্টে কমেন্ট দেখছিলাম।
৯| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২
`হাসান বলেছেন:
আরে দুর রাশু কিচু জানেনা
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: আসল কাহিনি কি তাইলে !!!
১০| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩০
রাশেদ বলেছেন: হা হা! জানি জানি।
১১| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩২
অ্যামাটার বলেছেন: @লেখক:
ই-স্নিপস থেকে কি ডাউনলোড করা যায়?
গেলে কিভাবে, একটু বলবেন কি?
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: এইখানে যান ...http://www.somewhereinblog.net/blog/rashedsaysblog/28763050
(সৌজন্যে ড়াষূ)
১২| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৯
শেখ জলিল বলেছেন: নতুন গানের কথার বাহার দেখে মাঝে মাঝে বিমর্ষ হয়ে যাই। তখন এই সমস্ত পুরনো গান শুনতে ইচ্ছে করে। পোস্টের জন্য ধন্যবাদ।
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক বলছেন
১৩| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
একরামুল হক শামীম বলেছেন:
একমত উইথ মুকুল ভাই অন দ্য পয়েন্ট বাল্টিকপাড়।
বিমা ভাই সত্বর কিছু করেন।
মৌসুম আপাটা আবার কে? @ রাশেদ ভাইজান
একটি বিজ্ঞাপনমূলক কমেন্ট :
রাশেদ ভাই বড়ই ভালা পুলা।
২৮ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ... সত্বর কিছু করতে হইবো
একটি বিজ্ঞাপনমূলক কমেন্ট :
রাশেদ ভাই বড়ই ভালা পুলা
খায় শুধু আলু ছূলা
ড়াষূ ভাইরে দিলে ভুট
ষাণ্তি ফাবে দ্যাশের লুক
১৪| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
প্রশ্নোত্তর বলেছেন:
মনে পইড়া গেল লাকী আখন্দের -
আগে যদি জানিতাম
তবে মন ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সয় না
২৮ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: ও মন রে
কিসের তরে রয়ে গেলি তুই !!!
(এখনো কি ব্যান !!!!)
১৫| ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২
মানুষ বলেছেন: আমার আকন্দ চাচুর কথা মনে পইড়া গেল।
২৮ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: রমজান .......
১৬| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৭
আউলা বলেছেন: ভয়ে কিছু বললাম না(ক্লোজআপহাসি)
কখন আবার কেদে দাও
১৭| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩
আরণ্যক যাযাবর বলেছেন:
রাশু পুলাটা এইরম অনুরুধ কর্সে নাকি?
সুবহানাল্লাহ।
মৌসুম হৈলো জামাল ভাস্করের গার্লফ্রেন্ড।
২৮ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: কত অজানারে !!!
১৮| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৫
মানবী বলেছেন: চমৎকার গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ বিষাক্ত মানুষ।
২৮ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
১৯| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০০
আলী আরাফাত শান্ত বলেছেন: বস খবর কি?দিনকাল কেমন যায়?
২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: ভালোই যায় ।।ফেব্রুয়ারীতে SOULFLY আসতাসে ।। ...
ওদের কনসার্ট দেখতে হইবে ।।।
২০| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৪
রাহুল বলেছেন: ফটু সৌন্দর
গানটাতো জোস যা বলার অপেক্ষা রাখেনা।ধন্যবাদ
২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২১| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৫
জয়িতা বলেছেন: আইজ তুমার পুষ্টে গানগুলির লিংক দেইখা পুরানা দিনে মনডা হারায়া গেলো।আহারে কি দিন ছিলো!!!!!!!!
রাশুর ঘটনা কি?কেমুন জানি ঘটনার গুন্জন শুনতাছি।
২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮
বিষাক্ত মানুষ বলেছেন: স্মৃতি তুমি বদনা
ড়াষূর কথা আর কইয়ো না .... পুলাডারে আইজ দেখতাসিনা ।। কার কাছে গেসে কে জানে !!!!
২২| ২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৩
জয়িতা বলেছেন: হ দেখতাছি....মনে অইতাছে পুলাডারে উদার রোগে পাইছে।
কিন্তুক তুমি এমুন পুরানা দিনের কতা মনে করায়া দিতাছ কেন?মনের ভিতরে হু হু করে ।
২৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৩
আলী আরাফাত শান্ত বলেছেন: আহারে বস ভালো কথা মনে করছেন।আয়রন মেডেন সামনের সপ্তাহে ইনডিয়া আইবো।ইস যদি যাইতে পারতাম! বাপের টাকা পয়সা আরেকটু যদি বেশী থাকতো! জীবনের একটাই সাধ আয়রনমেডেন লিংকিন পার্ক,ডিপ পার্পেল,ম্যানও ওয়্যারের লাইভ কনসার্টে যাওয়া।দোয়া কইরো যেন মনের আশা পূরন হয়।
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: আমার সাধনা ছিলো PINK FLOYD এর কনসার্ট দেখুম । সেটা আর হলো না ...
তয় koRn , Behemoth আর red hot chilly paper এর কনসার্ট দেখসি ..
২৪| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৭
অলস বলেছেন: আমার খুবই পসন্দের একটা গান। আজকালকার পুলাপান তো এসব শুনেই নাই।
বহুতদিন পর আসলাম। ভালো আসো বিমা?
:-)
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: আছি ভালো .... আপনে যে তিন লাইনের কমেন্ট লেখলেন এই জন্য আমি ধন্য
২৫| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৯
রাশেদ বলেছেন: পরতিবাদ অতি তেরব পরতিবাদ! মোটেই উদলা রুগে পায় নাই। আমি উতসর্গ করতে কই নাই। ঐটা বিমার শয়তানি!
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: ... এইটা মোটেও আমার শয়তানি না ।
এইটা অতি সত্য কথা ।।
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: মৌসুম আফার পুস্টে কইলাম প্রমান আছে ।
২৬| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৩
জয়িতা বলেছেন: আরে তুমি দেহি ইদানীং মাইয়াগো ফুন নম্বর খোঁজ...দুই হালি মাইয়া খুঁজ...এইগুলা ত উদার রোগ আছেলো।তুমার কেমনে হইলো?
২৭| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
রাশেদ বলেছেন: দুই হালি মাইয়া তো নান্দু ঘটকে লোভ দেখাইছে।
২৮| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১০
জয়িতা বলেছেন: বুজছি মিয়া তুমারে রোগে ধরছে......উদার রোগ...
২৯| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৩
রাশেদ বলেছেন:
৩০| ২৮ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭
জয়িতা বলেছেন: রাশুর বিবাহ কবে হইবে?গার্মেন্টেসের সামনে দাঁড়াইবা কবে?
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষূ ... এইডারেও চিন্না রাখো ।। এইডারেও ধরতে হইবে ।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৭
রাশেদ বলেছেন: পরতিবাদ। ঐখানে আমি কই নাই উতসর্গ করতে। কইছি এইডা কারে উতসর্গ করবা বুইঝা গেছি! খিক খিক!
জুতা বেগম ও টার্গেট।
২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: টার্গেট
৩২| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:০০
পিচ্চি বলেছেন: কার বিয়ে?
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৭
সাইফুর বলেছেন: রাশু দাদায় নেক্সট বার দেশে আইলে কোরবানী হইবো বইলা আশা করন যায়
সূত্র: বলগ নিউজ ২৪
৩৪| ৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
নাদান বলেছেন: রাশুর সময় সমাগত।
৩১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: মানে !!! ঝেরে কাশো তো নান্দু
আছিলা কৈ !!!
৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫২
অ্যামাটার বলেছেন: ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৪
comment by: অ্যামাটার বলেছেন: থ্যাঙ্কস, +
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১২
রাশেদ বলেছেন: হা হা! নিজেও ডুবো আমারেও ডুবাও!
লিরিক্সের লাইগা থ্যাঙ্কস।
মৌসম আপারেও থ্যাঙ্কস গানটার জন্য।