নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে ...... (শচীন দেব বর্মন)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৪

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে

হৃদয়ে দিয়েছ দোলা

রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

একি তব হরি খেলা

তুমি যে ফাগুন রঙেরও আগুন

তুমি যে রসেরও ধারা

তোমার মাধুরী তোমার মদিরা

করে মোরে দিশাহারা



মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি



প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ

সে দীপেরও শিখা তুমি

জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে

এ হৃদি নাচালে তুমি

আপনও হারায়ে উদাসি প্রানের

লহ গো প্রেমাঞ্জলি

তোমারে রচিয়া ভরেছি আমার

বাউল গানের ঝুলি



মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি



চমকি দেখিনু আমার প্রেমের

জোয়ারও তোমারই মাঝে

হৃদয় দোলায় দোলাও আমারে

তোমারো হিয়ারই মাঝে

তোমারও প্রানের পুলক প্রবাহ

নিশীতে চাহে আমাতে

জপ মোর নাম গাহ মোর গান

আমারি একতারাতে



মুক্তা যেমন শুক্তিরও বুকে

তেমনি আমাতে তুমি

আমার পরানে প্রেমের বিন্দু

তুমিই শুধু তুমি



---------------শচীন দেব বর্মন



গানটা ইস্নিপে আপলোডে সমস্যা করছে

একটা ডাউনলোড লিংক দিলাম এখানে



**ব্লগার 'দেবদারু' এবং 'তারার হাসি' এদের জন্য দেয়া হলো ।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৬

তানজিলা হক বলেছেন: হুমমম

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম !!!!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৯

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিমা'র আসল পরিচয় কাল পাওয়া গেছে । এবার যাবেন কই ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: হুশশশশশ !!!!!!!!!
কাল যা গানের জলসা বসায়ছিলেন !!! মারহাবা মারহাবা

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৯

মনিটর বলেছেন: বি/মা। আদনান বাবুর 'রং নাম্বার' অ্যালবামটার এমপি৩ পাওয়া যাবে? সব গান?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: :-*
আমার কাছে তো নাই ।। খুজে দেখতে হবে ।
ক্লাস সেভেনে পড়তে হেব্বি হিট গান ছিলো :):):)

"রং নাম্বার টেলিফোনে
নাম না জানা কে বল্লো হ্যালো
মন দেয়া নেয়া শত কথার মাঝে
লাইনটা হঠাৎ কেটে গেলো
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো" ..:P :P :P :P

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২১

বলাকা বলেছেন: nice

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২

শফিউল আলম ইমন বলেছেন: হুমম ভালো লাগার গান।
ধন্যবাদ বি.মা.............কেমন আছেন?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: ভাই ভালো নাই ... কবে যে দ্যাশে যামু !! :(

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২

নাদান বলেছেন: কত দিন পর গানটা শুনলাম :) থ্যাঙ্কু।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: গানটা আমিও অনেক দিন পর শুনলাম দুস্ত।।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৮

হমপগ্র বলেছেন: বিমা,

তুমাকে অনেক ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিয়া ভাই

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩১

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: জলসা? সে এক আদ্যি কালের কথা ............।

কিন্তু আপনার তো ভাই রীতিমত খবর আছে ।
কবে আসবেন দেশে ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক নাই ।।। এই সামারে আসতেও পারি

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৫

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বেশ তো, দেশে এলে দেখা হবে । আমি যদিও ঢাকায় থাকবনা, থাকব রাজশাহীতে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: আগে তো যাই !!! গেলে সবাইকে জানিয়ে যাবো

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৬

তানজিলা হক বলেছেন: গানটা এই প্রথম শুনলাম

অনেক ভালো গান..........তবে গানটা শুনতে শুনতে কেমন জানি একটা অনুভুতি হলো ..........বলে বুজানো হ্য়তো যাবে না........তাই সে চেষ্টা করলাম না :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ।
'যেথা রামধনু' তালাত মাহমুদের অরিজিনালটা আবার পাঠাইছি ।। এইবার দেখ গেছে কিনা !!

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪১

শফিউল আলম ইমন বলেছেন: আপনি কোথায় থাকেন বলা যাবে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন: :) .... আশেপাশেই .. আপনি ইংল্যান্ড আছেন তো তাইনা !!!

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৯

আহমাদ মুজতবা বলেছেন: ছবিটা কাছাকাছি তাই পিলাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: পুলাপান সব পাইকা গেছে

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫০

শফিউল আলম ইমন বলেছেন: জি ভাইজান। আপনিও কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: নারে ভাই ।। আমি আছি পোল্যান্ডে

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫০

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিমা ভাই, তালাত মাহমুদের ''তোমার লেগেছে এতো যে ভালো'' মুল গানটা আছে নাকি । খুব খুঝছিরে ভাই । পেলে খুব ভাল লাগত ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: এটা নাই আমার কাছে তালাত মাহমুদের এই গান গুলো আছে :

# শোনো গো সোনার মেয়ে
# দুটি পাখি দুটি তীরে
# আধো রাতে
# রূপের ঐ প্রদীপ জ্বেলে
# এই রিমঝিমঝিম বরষায়
# তোমারে পারিনি যে ভুলিতে
# তুমি সুন্দর যদি নাহি হও
# যে আঁখিতে এত হাসি লুকানো
# যেথা রামধনু

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫১

তানজিলা হক বলেছেন: আমি ইয়াহুতে খুজেছিলাম তাই পাই নি...........পরে হটমেইল এ পেয়েছি........তুমরে "এক্সটিকটা" যেখান থেকে গান পাঠাইছো সেখনে দিয়েছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: পাইছি ।। থ্যাংকু ... গানটা যদিও আমার কাছে ছিলো

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৮

বিষাক্ত মানুষ বলেছেন: পাইছি ।। থ্যাংকু ... গানটা যদিও আমার কাছে ছিলো

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৯

ইয়াহইয়া ফজল বলেছেন: গানটা আমার অনেক প্রিয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: আমারো ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৬

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: বিমা ভাই, কিভাবে নিতে পারি গান গুলো । কোনো আইডিয়া আছে ?
আপনার কি esnips বা youtube idতে আপলোড আছে ? তাহলে ইজিলি ডাউনলোড করে নিতে পারতাম । নাহলে..........

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১০

বিষাক্ত মানুষ বলেছেন: আমার মেইল আইডি দেয়া আছে .. একটা মেইল করেন

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৮

মিরাজ বলেছেন: অসম্ভব পছন্দের একটি গান বিমা ।

যারা শচীন দেব বর্মনের গান শুনতে চান তারা এখানে দেখতে পারেন । চমৎকার ২২ টি গান আছে ।

Click This Link

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৩

বিষাক্ত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মিরাজ ভাই

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১০

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: মেইল করে দিলাম বিমা ।
আপনাকে ধন্যবাদ দিলে কার্পন্য করা হয় ।

শুভেচ্ছা আর কৃতগ্গতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৪

বিষাক্ত মানুষ বলেছেন: পেয়ে যাবেন গানগুলো । :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৮

সন্ধ্যাপ্রদীপ বলেছেন: অনেক অনেক অ-নে-ক ধন্যবাদ আপনাকে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: নটা পাঠালাম ।।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু বিমা। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২২

বিষাক্ত মানুষ বলেছেন: বিড়ি নাই ... মেজাজ হ্যাং :(

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪

রাশেদ বলেছেন: হায় হায়! খোদা কা ইয়ে কিত্না জুলুম! বিড়ি কিউ শেষ হোতা হ্যায়!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: খোদাকা ইয়ে বহুত বড়া না-ইনসাফি হ্যায় ।।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৫

নরাধম বলেছেন: বিমা, এইটা ঠিক আছে। শচীন ভালই ক্রিকেট খেলে, সে বাংলা গানও গায় হেইডা ঝানথাম ণা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৯

বিষাক্ত মানুষ বলেছেন: আগে গায়ক আছিলো ... পরে ক্রিকেট খেলা শিখছে

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২২

নরাধম বলেছেন: অ, আইচ্ছা। আমি কয় হে বেটা গান গাইতে গেলে তো ভাল কিরিকেট খেলতে ফারভনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: :)

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:২৩

আলী আরাফাত শান্ত বলেছেন: মন্তব্যে ঝাঝা!@নরাধম।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৪

পুসকি বলেছেন: ছবিটা মারাত্মক........:)
আর শচীন দেব.........উনি তো all time.....sweet sweet sweet:)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমমম

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৬

তানজিলা হক বলেছেন: প্রথমবার গানটা শুনে অত ভালো লাগে নাই............কিন্তু এখন যতই শুনছি সাধ যে মিঠে না ....:(

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: আমারো একই অবস্থা হইছিলো ।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৯

চিকনমিয়া বলেছেন: গান খুব একটা ভালা লাগে নাই
ফুটু টা কঠ্ঠিন
পেলাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: চিকনা মিয়া .... খবর কি ?? মুডা হইবা কবে ??

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৩

তারার হাসি বলেছেন:
পোস্টটা দেখে দাঁত বত্রিশটা বের হয়ে গেল...............কি যে করি !
ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।। :)

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২২

আউলা বলেছেন: ছবিটা পচন্দ হয়নি তাই চিকনার লাহান মাইনাচ

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০১

বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা

৩২| ০৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৯

তারার হাসি বলেছেন: :-)

০৯ ই মার্চ, ২০০৮ রাত ১২:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: বুঝতে পারসি :)

৩৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

পুষ্প বলেছেন: ছবিটা সেন্সর করা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.