নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

মাঝি ----- (ফিডব্যাক)

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭

মাঝি তুমি বৈঠা ধরো রে

চলো যাই দুরে

সুদূরে

মাঝি তুমি পাল উড়াইয়ো রে

চলো যাই দুরে

সুদূরে



একদিন হে মাঝি

জলে নৌকা ভাসায় দিলি

সুদূর দিগন্তে

নাও বুঝি তোর ফিরলো নারে

ভিড়লো না তীরে

ও মাঝি রে

পরনে তোর ছেড়া কাপড়

সাগর কি জানে

ঘরে তোর আহার নাইরে

মানুষ কি বোঝে



একদিন হে মাঝি

ভোর বেলা তোর ঘুম ভাঙিলো

গাঙচিলের ডাকে

ঐ ডাকে তোর মরন আইবো

মানুষ কি জানে

ও মাঝি রে

জলে দেহ ভাসায় নিলো

কঠিন সমুদ্রে

নাও বুঝি তোর ভাঙলো তীরে

সঙ্গে আইলো কে



[ মাঝি]



ব্যান্ড - ফিডব্যাক

এ্যলবাম - উল্লাস

মন্তব্য ৫৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৮

আউলা বলেছেন: কেমন আছেন উনি এখন?

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন: জলে দেহ কোথায় নিয়ে গেছে জানি না

২| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯

অ্যামাটার বলেছেন: প্রিয় গান...ধন্যবাদ...

৩| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১

নকীবুল বারী বলেছেন: ফিডব্যাকের আরেকটা গান আছে না.............মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না.................

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম ... ঐটা মাঝি-২

... এত বড় ঝড় .. সারা বাংলাদেশ জানলো মাঝি তুইতো জানলি না রে

৪| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪২

একরামুল হক শামীম বলেছেন:
দা গা
ধ গু

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: তো ধ

৫| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫

আউলা বলেছেন: ভাইয়া এত সুন্দর ছবি কোথা থেকে পান?

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: কবেই তো বলছি .. শামীম জানে .. ওকে জিজ্ঞেস করো

৬| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

আউলা বলেছেন: শামীম নতুন কোন পোস্ট দেখলেই ঝাপিয়ে পড়াটা কবে ছাড়বি!! বলতো!!

৭| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২

একরামুল হক শামীম বলেছেন: তুই চুপ থাক আউলা

৮| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৫

তানজু রাহমান বলেছেন: জোসতো! শুনি নাই আগে!

ডোমো আরিগাঠো! :)

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি জাপানী নাকি !!!

৯| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০০

তারার হাসি বলেছেন: সুন্দর !

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম ... সুন্দর .... কষ্ট

১০| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৫

বিরক্তিকর বলেছেন: মাঝি তুমি বৈঠা ধরো রে, চলো যাই দুরে, সুদূরে, মাঝি তুমি পাল উড়াইয়ো রে, চলো যাই দুরে, সুদূরে

একদিন হে মাঝি, জলে নৌকা ভাসায় দিলি, সুদূর দিগন্তে, নাও বুঝি তোর ফিরলো নারে, ভিড়লো না তীরে, ও মাঝি রে, পরনে তোর ছেড়া কাপড়, সাগর কি জানে, ঘরে তোর আহার নাইরে, মানুষ কি বোঝে

একদিন হে মাঝি, ভোর বেলা তোর ঘুম ভাঙিলো, গাঙচিলের ডাকে, ঐ ডাকে তোর মরন আইবো, মানুষ কি জানে, ও মাঝি রে, জলে দেহ ভাসায় নিলো, কঠিন সমুদ্রে, নাও বুঝি তোর, ভাঙলো তীরে, সঙ্গে আইলো কে

গল্পটা সুন্দর হৈছে না?

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: গল্প ভালো হইছে .. অনেকটা আপ্নের নিকের মতই

১১| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

সাইফুর বলেছেন: গুড গুড...
আছো কেমন?

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০

বিষাক্ত মানুষ বলেছেন: ভালোই .... তোমার আবার আমার মত চুল হৈলো কেমনে !!!!

১২| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২২

সাইফুর বলেছেন: সবই ফটোশপ ভরসা:)

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম ... কামের সময় খালি সময় দিতে পারো না

১৩| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪০

সাইফুর বলেছেন: হু..ঠিক কইছো..:(

১৪| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪১

সাইফুর বলেছেন: সরি:(..

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: সুযুগ মত খুচা মার্লাম :D

১৫| ১০ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৪

রাঙা মীয়া বলেছেন: বি.মা. এই পোস্টে একবার যাইয়েন

১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: গেলাম

১৬| ১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

রাশেদ বলেছেন: মেলাদিন বাদে শুনলাম।

১০ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: ম্যাসেঞ্জারে গুতা মার

১৭| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৩

মানুষ বলেছেন: পরে শুনতেছি

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

বিষাক্ত মানুষ বলেছেন: আইচ্ছা

১৮| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০

নিলা বলেছেন: খুব সুন্দর মন খারাপ করা একটা গান। ধন্যবাদ শেয়ার করার জন্য

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু .. বহুদিন পরে দেখলাম !!

১৯| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৭

আউলা বলেছেন: আসলেই মিস করছিলাম!!

২০| ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৩

উন্মাদ ছেলে বলেছেন: ফিডব্যাক আবার!!!

:(

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: কি দিমু তাইলে !!

২১| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১

"" পরী "" বলেছেন: ব্যন্ডের গান শুনা হয়না।
শুধু রবীন্দ্র, নজরুল, ডিএল রায় এ ধরণের গান শুনি বেশী

আপেলের দেশে থাকা গানে মানুষ কেমন আছেন ?

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪

বিষাক্ত মানুষ বলেছেন: কে !!!! :-*

২২| ১১ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

নিবিড় অভ্র বলেছেন: মনে পড়ে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরেরই ছাপ



এত সুন্দর কথা কোথায় পান????????



ভাল আছেন??? :(

২৩| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৬

হাসান সুমন বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য.....

২৪| ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০১

শয়তান বলেছেন:

এই গানটা আছেনিঃ সে যে কেন এলো না [ বাংলা সিনেমার গান ] ??

জরুরী দরকার পরছে ।

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: দেখি খুইজা

২৫| ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৯

শয়তান বলেছেন: কালকে দেয়া হইছিল কবিতা । আজকা না আইলে এই গান পোস্টামু প্ল্যান করছি । এদিকে বাফড়াও নিরুদ্দেশ :(

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১১

বিষাক্ত মানুষ বলেছেন: কে গাইছিলো !! সাবিনা নাকি !!!

২৬| ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৩

শয়তান বলেছেন: হইতারে ।

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: নাহ .. পাইতাছি না

২৭| ২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫

নুশেরা বলেছেন: বিমা, মাকসুদের (রাজীবের না) গাওয়া মৌসুমী-১ এর লিঙ্ক দিতে পারেন?

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: ফিরে এসো এই অন্তরে !!!

Click This Link

২৮| ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩৭

নুশেরা বলেছেন: নারে ভাই, এইটা ক্লোজআপ ওয়ানের রাজীবের গাওয়া। ইস্নিপসে রাজীবের গাওয়াটাই কয়েকজন শেয়ার করেছে। একদম অরিজিনাল মাকসুদের গাওয়া ফিডব্যাকের মৌসুমীটা নাই কোথাও?

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: অবশ্যই আছে .. একটু অপেক্ষা করতে হবে .. খুঁজে দেখি

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: পাওয়া গেছে .. আপলোড করতে হবে । আপলোড করছি এখনি

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: নেন .. আপলোড কমপ্লিট -- Click This Link
ডাউনলোড এনাবল করা আছে ,, এখনি নামাতে পারবেন ।
এইবার এক্টা বড়সড় থ্যাংকু দ্যান

২৯| ২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:০২

নুশেরা বলেছেন: কই, আসে না তো :(

২১ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৭

বিষাক্ত মানুষ বলেছেন: কি জানি সমস্যা হইছে বুঝতার্তাছিনা :(

৩০| ২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৪

নুশেরা বলেছেন: লেটেস্ট যেটা দিলেন, সেটাও তো রাজীবের, মাকসুদের না :(

২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: http://www.youtube.com/watch?v=YVpUu5FTP2I
এইটা দুইনম্বর জিনিস । আপনাকে মিডিয়াফায়ারে যেটা আপলোড করে দিয়েছি সেটা একেবারেই একনম্বর মাল।কোন সন্দেহ নাই

৩১| ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪১

নুশেরা বলেছেন: হ্যাটস অফ টু ইউ বস :)

২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: ডরাইছি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.