নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

যা চেয়েছি, যা পাবো না ----- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭

- কী চাও আমার কাছে ?

- কিছু তো চাইনি আমি !

- চাওনি তা ঠিক ।

তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ?


- জানি না । ওদিকে দ্যাখো ...

রোদ্দুরে রুপোর মতো জল

তোমার চোখের মতো দূরবর্তী নৌকো

চর্তুদিকে তোমাকেই দেখা।

- সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?

- মনে হয় তুমি দেবী

- আমি দেবী নই ।

- তুমি তো জানো না তুমি কে !

- কে আমি !

- তুমি সরস্বতী

শব্দটির মূল অর্থে যদিও মানবী

তাই কাছাকাছি পাওয়া

মাঝে মাঝে নারী নামে ডাকি

- হাসি পায় শুনে

যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ?


- অনেকটা ঠিক । যখন যা মনে আসে...

কেন মনে আসে ?

- কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না

- আশীর্বাদ !

- আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী

- তুমিই তো সেই !

টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি

আঙ্গুলে ছোঁয়ানো থুতনি,

উঠে এসো

আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত

আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো

খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও

- যথেষ্ট পাগল আছো ! আরও হতে চাও বুঝি ?

- তোমাকে দেখলেই শুধু এরকম,

নয়তো কেমন শান্তশিষ্ট

- না দেখাই ভালো তবে ! তাই নয় ?

- ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটাতুম

তবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের

বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর

ইরি ধানে, ধানের পোকার যে-জীবন

- যে জীবন মানুষের ?

- আমি কি মানুষ নাকি ? ছিলাম মানুষ বটে

তোমাকে দেখার আগে

- তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে

অনেকক্ষণ চেয়ে থাকো

পলক পড়ে না

কী দেখো অমন করে ?


- তোমার ভিতরে তুমি,

শাড়ি-সজ্জা খুলে ফেললে তুমি

তারা আড়ালে যে তুমি

- সে কি সত্যি আমি ? না তোমার নিজের কল্পনা ?

- শোন্ খুকী

- এই মাত্র দেবী বললে...

- একই কথা ! কল্পনা আধার যিনি, তিনি দেবী-

তুই সেই নীরা

তোর কাছে আশীর্বাদ চাই

- সে আর এমন কি শক্ত ? এক্ষুনি তা দিতে পারি

- তোমার অনেক আছে, কণা মাত্র দাও

- কী আছে আমার ? জানি না তো

- তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই

- সিঁড়ির ওপরে সেই দেখা

তখন তো বলোনি কিছু ?

আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা

আমারই নিজস্ব, শৈশবের হাওয়া শুধু জানে


- দেবে কি দুঃখের অংশভাগ ?

আমি ধনী হবো

- আমার তো দুঃখ নেই !

দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা

আমাকে রয়েছে ঘিরে

তার কোনো ভাগ হয় না

আমার কী আছে আর, কী দেবো তোমাকে ?


- তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই !

তুমি দেবী, ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি

মাথায় তোমার করতল, আশীর্বাদ...

তবু সেখানেও শেষ নেই

কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি

অস্থির দু'হাত

দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়

সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর

অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে

যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি

- পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো

তোমায় কী দিতে পারি ?


- কিছু নয় !

- অভিমান ?

- নাম দাও অভিমান !

- এটা কিন্তু বেশ ! যদি

অসুখের নাম দিই নির্বাসন

না-দেখার নাম দিই অনস্তিত্ব

দূরত্বের নাম দিই অভিমান ?


- কতটুকু দূরত্ব ? কী, মনে পড়ে ?

- কী করে ভাবলে যে ভুলবো ?

- তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি

কপালে পড়েছে চূর্ণ চুল

পাড়ের নক্সায় ঢাকা পা

ওষ্ঠাগ্রে আসন্ন হাসি

এই দৃশ্যে অমরত্ব

তুমি তো জানো না, নীরা,

আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে ।

- সময় কি থেমে থাকবে ? কী চাও আমার কাছে ?

- মৃত্যু ?

-ছিঃ , বলতে নেই

- তবে স্নেহ ? আমি বড় স্নেহের কাঙাল

- পাওনি কি ?

- বুঝতে পারি না ঠিক । বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়

শরীরও সে চায়

তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ ?

- ফের পাগলামি ?

- দেখা দাও ।

- আমিও তোমায় দেখতে চাই ।

- না !

- কেন ?

- বোলো না । কক্ষনো বোলো না আর ঐ কথা

আমি ভয় পাবো ।

এ শুধুই এক দিকের

আমি কে ? সামান্য, অতি নগণ্য, কেউ না

তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে...

- তুমি কবি ?

- তা কি মনে থাকে ? বারবার ভুলে যাই

অবুঝ পুরুষ হয়ে কৃপাপ্রার্থী

- কী চাও আমার কাছে ?

- কিছু নয় । আমার দু'চোখে যদি ধুলো পড়ে

আঁচলের ভাপ দিয়ে মুছে দেবে ?





যা চেয়েছি, যা পাবো না

মন্তব্য ৮৮ টি রেটিং +২৬/-১

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫০

মনজুরুল হক বলেছেন:

কোবতে ফালাও, তোমার ছবি সুন্দর হইসে !!

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৭

বিষাক্ত মানুষ বলেছেন: এটা সাগিত্তারিউশ নামক এক রেড ইন্ডিয়ান মার্কিন তরুনীর আঁকা ।

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: Click This Link

২| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৩

অন্যরকম বলেছেন: খাইছে, এত বড় কোবতে??? :O

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২২

বিষাক্ত মানুষ বলেছেন: পুরাটা পড়ো ..... দারুন কবিতা এটা

৩| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১০

তারার হাসি বলেছেন:
প্রিয় সুনীল !

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম ... প্রিয় সুনীল

৪| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪০

মুক্ত বয়ান বলেছেন: এইটা কি সুনীলের কবিতা?? বিশাল!!
পর্লাম আর প্লাসাইলাম। আপনারে না!! সুনীলরে..
আপনেরে মাইনাস!! এত বড় কবিতা দিলেন কেন!! ;)
++++

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা গত দুইরাত ধরে ক্রমাগত শুনছি .. শুনছি ... শুনছি

৫| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫

নুশেরা বলেছেন: বিমারে কবিতায় পাইসে। কবিতা আসুক; তবে গানাগানিও আবার শুরু হোক। :)

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০১

বিষাক্ত মানুষ বলেছেন: ... কদিন ধরে কবিতায় পাইছে :(
কবিতা পড়ি আর বুকের ভিতর হু হু করে

৬| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:১৯

নুশেরা বলেছেন: ঘটনা কী?! হু হু করে ক্যান?

২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: বুক থাকলে তো হু হু করারই কথা

৭| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪

মনজুরুল হক বলেছেন:

বিমা বলেছেন: বুক থাকলেই হুহু করারই কথা > অথচ হুহু করা শুনে আমার কানের ভিতর ভোঁ ভোঁ করে

২৭ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: কেন কেন !

৮| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৯

শূন্য আরণ্যক বলেছেন: +

২৭ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

৯| ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৪

তনুজা বলেছেন: হু হু করার ব্যাপারটা ভাল লাগল না

বেশি হু হু করলে কোচের চেহারাডা মনে করবেন (যিনি আপনারে দৌড়াতে সাহায্য করেন )


আর কবিতায় নজর দেয়ার জন্য অনেক ধন্যবাদ

২৭ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন: কোন কোচের কথা বল্লেন !!!! আমারে তো আপাতত আমার প্রফেসর দৌড়ের উপর রাখছে । :(

১০| ২৭ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৪৬

তনুজা বলেছেন: জি ধরতে পারছেন ওনার কথাই স্মরণ করেছি, যিনি আপনাকে দৌড়বিদ করে ফেলেছেন
যেমন আমার কোচ আমাকে :(

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: সবখানে একই অবস্থা

১১| ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫২

আলী আরাফাত শান্ত বলেছেন: বিমা ভাইয়ের কি হইলো

দেখি পইড়া দেখি..........................

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন: দেখো ...

১২| ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:১৬

অক্ষর বলেছেন: মহিলা কন্ঠ যার তারে চিন্তে পার্ছি নাটক করে, কিন্তু নাম মনে নাই। কিন্তু ব্যাটাটা কে?

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: মহিলার নাম আমারো মনে নাই । পুরুষটা সম্ভবত টনি ডায়েস

১৩| ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৮

জেরী বলেছেন: একটা সময় সুনীলের গল্প,উপন্যাস পাগলের মত পড়তাম..........কবিতা তেমন পড়ি নাই:(

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: কেউ কথা রাখেনি ... পড় নাই !!!!

১৪| ২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৪

ক-খ-গ বলেছেন: ২০০৭ এর থিকা শুরু করছি আপনের পোস্টা ঘাটাঘাটি। অনেক কবিতা, গানের লিরিক দিছেন। কোন কোনটা আমার মারাত্মক প্রিয়। আপনেরে টেরাক ভরা ধইন্যাপাতা.......

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: টেরাক পার্ক করার মত যায়গা নাই .. গ্যারেজ ভাঙ্গতে হৈবো

১৫| ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১২

পুসকি বলেছেন: :)সুন্দর কবিতা
++++++:)

২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৫

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ..... খবর কি তোর !

১৬| ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৮

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: বিমার অবস্থা তো মনে হয় কাহিল! আহারে, বেচারা সুনীল, বেচারা বিমা! :(

২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:১২

বিষাক্ত মানুষ বলেছেন: কামাল ভাই .... আছেন তো সুখে ... বিমা হইলে বুঝতেন দৌড় কাকে বলে । সুনীল হইলে বুঝতেন বরুণা হারানোর কষ্ট

১৭| ২৭ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৪

শওকত হোসেন মাসুম বলেছেন: - ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটাতুম
তবে সে-জীবন ছিল শালিকের, দোয়েলের
বনবিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর
ইরি ধানে, ধানের পোকার যে-জীবন

এই লাইনগুলো আমা বহু পছন্দ।

কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি
অস্থির দু'হাত
দশ আঙুলে আঁকড়ে ধরতে চায়
সিংহিনীর মতো ঐ যে তোমার কোমর
অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে
যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি
- পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো

আর এই লাইনগুলার কথা আর বললাম না।

বিমা, হুহু করে কেন। দেশে আসো, সব ঠিক হইয়া যাইবো

২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: পুরোটা কবিতাই লা জবাব। জীবন ..... জীবন রে

দেশে আসলেই যে সব ঠিক হবে সেই ভরসাও তো পাচ্ছি না মাসুম ভাই

১৮| ২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৫

জানা বলেছেন:


বুকের ভেতর সবার হু হু করে না অথবা সবাই এই অসাধারণ অনুভূতির যত্ন করে না এবং এমন হু হু অনুভূতি অন্য সবার বুকে সংক্রমণ তৈরী করতে পারে না; আপনি পারেন। তার মানে আপনার হৃদয়ের সুস্থ্যতার সৌন্দর্য্যবোধ আছে।

ভাল থাকবেন।

পছন্দের কবিতাটির জন্য ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: এতকিছু তো বুঝি না ।

..... অথবা নুইয়ে পড়া জংলী গাছ দেখলে অনেকের ইচ্ছা হয় .. আহারে , গাছটাকে সোজা করে দেই ।

আপনাকেও অনেক ধন্যবাদ ।

১৯| ২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:১৫

বিহগ বিম্ব বলেছেন: আহা সু-নীল।

২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: হু

২০| ২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৮

কঁাকন বলেছেন: কি ব্যাপার গানওয়ালা দেখি কবিতা শোনায়

২৮ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: নিজে যেটা শুনি তাই শোনাই ।

২১| ২৮ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৮

েজবীন বলেছেন: পড়লাম... দারুন!!.... শুনে দেখবে পরে... আপাতত পড়ে ভালে লাগাটা থাকুক....


এতো মন খারাপ করো না, হতাশ হবার মতো কিছুই হয়নি.... দেশে আসো, ঠিক না হইয়া কই যাইবো ....

২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম (দুইটা ম কিন্তু ! খেয়াল কইরা)

২২| ২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩০

মমমম১২ বলেছেন: কয়েকদিন আসি নাই তার ভেতর দেখি গানের ফেরিওয়ালা কবিতা নিয়ে বের হইছে!!!!!
কবিতাটা পড়তে দারুন।
তবে শুনতে কেন জানিনা অতটা নয়।

২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: ক্যাসেটের ফিতা আটকায় গেছে । আপাতত কবিতার বই নিয়া বসছি তাই

২৩| ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৬

শওকত হোসেন মাসুম বলেছেন: নিজে উপস্থিত থাকলে অনেক কিছু সহজ হয়ে যায। দেশে আসো। আমরা তো আছিই।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৮

বিষাক্ত মানুষ বলেছেন: চিন্তা তো শুধু একটা না বদ্দা । 'জীবনটা আনন্দদায়ক কিছু না' এইটা আমার এক বন্ধু বলছিলো কথায় কথায় ... প্রতিদিন কথাটার সত্যতা উপলদ্ধি করি ।
আপনার সামান্য ছোট আশ্বাস আমারে অনেক শক্তি দেয় মাসুম ভাই

২৪| ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৯

সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কেমন আছেন।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: 'ভালো আছি' বলার মত ভালো আছি

২৫| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

মেহবুবা বলেছেন: পছন্দের কবিতাটি মনে করিয়ে দেয়ায় ধন্যবাদ ।
আছো কেমন বিমা ? শুভকামনা তোমার জন্য ।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১২

বিষাক্ত মানুষ বলেছেন: ভাল আছি মেহবুবা আপা ।

২৬| ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

জেরী বলেছেন: কেউ কথা রাখেনি ...পড়ছি। তবে এটাও ভালো লেগেছে

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৪

বিষাক্ত মানুষ বলেছেন: : )

২৭| ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০৪

সিনথিয়া জামান বলেছেন: কি খবর আপনার? গান বাদ দিয়ে হঠাৎ কবিতা....?

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৫

বিষাক্ত মানুষ বলেছেন: গান দিবো আবার ... দেখি

২৮| ২৮ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩

সহেলী বলেছেন: তোমার নামে রিপোর্ট করতে হবে ; ইমোশনাল করে দেয়ার অপরাধে ।
প্রিয়তে নিতে চাইছি না , তবু যাচ্ছে ।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা .. আমি তো বুঝি নাই এইভাবে সবাই ধরে ফেলবে .. নইলে চেপে যেতাম

২৯| ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১০

রন্টি চৌধুরী বলেছেন: যা চেয়েছি তা পাব।

৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !

৩০| ০১ লা মে, ২০০৯ রাত ১২:০৮

অমাবশ্যার চাঁদ বলেছেন: এক কথায় দারুন!!! +++

০১ লা মে, ২০০৯ ভোর ৫:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: হু

৩১| ০১ লা মে, ২০০৯ ভোর ৫:৪২

নুশেরা বলেছেন: বুকের ভিতর হু-হু কি কুহু-কুহু'র দিকে টার্ন নিছে?

০১ লা মে, ২০০৯ ভোর ৫:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা .... না এখনো টার্ন নেয় নাই । :)

৩২| ০১ লা মে, ২০০৯ ভোর ৫:৪৩

নাজিম উদদীন বলেছেন: কবিতা কোথায় ! এতো শুধু কথাবার্তা।

০১ লা মে, ২০০৯ ভোর ৫:৫৩

বিষাক্ত মানুষ বলেছেন: কথাবার্তা দিয়াই তো কবিতা হয় ।

আপ্নারে ম্যালাদিন পরে দেখলাম

৩৩| ০১ লা মে, ২০০৯ ভোর ৬:০৯

কঁাকন বলেছেন: দেশে যাচ্ছেন নাকি

ভালো থাকুন

০১ লা মে, ২০০৯ ভোর ৬:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: কবে যাব এখনো জানি না ঠিক । তবে এ বছরই যাবো

৩৪| ০১ লা মে, ২০০৯ ভোর ৬:৪০

সোজা কথা বলেছেন: এটার আবৃত্তি শুনেছিলাম নাসিম আহমেদ এবং শায়লা আহমেদের যুগল কণ্ঠে। বেশ আগে । একটি মাত্র এলবাম ছিল তাদের । অসম্ভব ভালো লেগেছিল। অনেক খুজেও আর পেলাম না নাসিম আহমেদ কে। পরে শিমুল মুস্তাফা ও বোধহয় করেছিল কার সঙ্গে ( যথারীতি অসহ্য মনোটোনাস কাটাকাটা স্টাইলে) ।

প্রিয়তে রাখলাম।
+++

০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: কবিতার সাথে সখ্য ছিল না কখনো আগে... নাসিম আহমেদ, শায়লা আহমেদ কাউকেই চিনি না , আপনার কথা শুনে তাদের আবৃত্তিটাও শুনতে ইচ্ছে করছে ।
শিমুলের সব কবিতাই একই ধারায় বলে যাওয়া মাঝে মাঝে হতাশ করে ।

৩৫| ০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:০৩

ছায়ার আলো বলেছেন: এতো বড় পোস্ট দেইখা ঘুম চৈলা আসলো...
ছবিটা সাঙ্ঘাতিক সুন্দর! :)

০৯ ই মে, ২০০৯ রাত ১০:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: ঘুমাও গিয়া তাইলে

৩৬| ১০ ই মে, ২০০৯ রাত ২:০০

নিবিড় অভ্র বলেছেন: সালাম ভাইসাব! কেমন আছেন!

১০ ই মে, ২০০৯ বিকাল ৫:০১

বিষাক্ত মানুষ বলেছেন: জ্বী , আলহামদুলিল্লাহ ভাল আছি

৩৭| ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৫৩

জয়িতা বলেছেন: অনেকদিন পর লগ ইন না করে পারলাম না।ফাটাফাটি কবিতা।ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা সকালবেলায় পড়ার সুযোগ হলো বলে।

১৮ ই মে, ২০০৯ ভোর ৪:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও ধন্য হৈলাম

৩৮| ১৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৯

চানাচুর বলেছেন: "ঘুম থেকে উঠে জেগে তোমার আলো দেখে কেটে যায় কতটা সময়".......এই গানটা কে গেয়েছে বলেন তো বিষাক্ত ভাইয়া।

১৮ ই মে, ২০০৯ ভোর ৪:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: হবে কোন বিখ্যাত গায়ক । ঠিক মনে পড়ছে না।

৩৯| ১৮ ই মে, ২০০৯ ভোর ৪:২৮

চানাচুর বলেছেন: মোটেও সে বিখ্যাত না তাহলে আপনার আমার তো তার নামটা জানা থাকত/:)

১৮ ই মে, ২০০৯ ভোর ৪:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: তুমি নিজেই এক্টা ফেল্টু । নিউটনের নামই মনে করতে পারো না... উনার মত বিখ্যাত লোকের নাম কিভাবে মনে রাখবা!

৪০| ১৮ ই মে, ২০০৯ ভোর ৪:৫৮

চানাচুর বলেছেন: /:)

১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: :-<

৪১| ১৮ ই মে, ২০০৯ ভোর ৪:৫৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: উনার কবিতা ভালো লাগে।

শেষের লাইনটাই বেশি বেশি ভালো লাগে।

১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম

৪২| ২১ শে মে, ২০০৯ রাত ১২:৫৪

ঝুমী বলেছেন: এই কবিতাটা আমার কাছে বেশ ভাল লাগে। +:)

১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: গুড গুড

৪৩| ০৭ ই জুন, ২০০৯ দুপুর ১:১১

চিটি (হামিদা রহমান) বলেছেন: আগে পড়া হয়নি।
কেমন আছেন ?


১০ ই জুন, ২০০৯ রাত ১২:২৮

বিষাক্ত মানুষ বলেছেন: ভালো আছি । আপনার পরীক্ষার কি অবস্থা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.