![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতার মতো নির্ভয়, প্রকৃতির মতো সচ্ছল, বন্ধন-হীন, জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল!
প্রথম পর্ব
৫। ১৯৫৩ সালে সিআইএ, ইউএস নেভি এবং ইউএস আর্মি ক্যামিকেল কর্প প্রথম তাদের নিজস্ব নার্কো-হিপনোসিস প্রোগ্রাম শুরু করে যা দিয়ে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে কারাবন্দী, মানসিক রোগী, বিদেশী, ভিন্ন আদর্শের সংখ্যালঘু এবং হিজড়াদের উপর। তাদের এইসব গবেষনায় প্রাপ্ত ফলাফল সিরিজ আকারে প্রকাশিত হয়েছে ১৯৯১ সালে নাপা সেন্টিনেল কর্তৃক প্রকাশিত আর্টিকেলে, যেগুলো লিখেছেন হ্যারি মার্টিন এবং ডেভিড কাউল।
৬। ১৯৭০ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে আমেরিকান মিলিটারি এবং ইন্টেলিজেন্স কমিউনিটি বিভিন্ন ধরণের গোপন গবেষণা চালান যার বেশিরভাগেরই প্রধান উদ্দেশ্য ছিল ‘প্রোগ্রামেবল’ হত্যা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করার একটা উপায় বের করা। এসব গবেষণায় যার নাম সবচেয়ে বেশি আসে তিনি হলেন ডঃ জোস ডেলগাডো। তিনি ‘স্টিমোসিভার’ (stimoceiver) ব্যবহার করে ‘সাইকো সিভিলাইজড’ (psycho-civilized ) সমাজ গঠন করতে চেয়েছিলেন। এই নিয়ে বিস্তর গোপন গবেষণা তিনি করেছেন। তার গবেষনালব্ধ আর্টিকেলে (Intracerebral Radio Stimulation and recording in Completely Free Patients) তিনি বলেছেন, "Radio Stimulation on different points in the amygdala and hippocampus in the four patients produced a variety of effects, including pleasant sensations, elation, deep thoughtful concentration, odd feelings, super relaxation (an essential precursor for deep hypnosis), colored visions, and other responses."With regard to the "colored visions" citation, it is reasonable to conclude he was referring to hallucinations -- an effect that a number of so-called "victims" allude to.”
৭। ১৯৬৯ সালেই ডালগাডো আশা প্রকাশ করেন এন্দিন কম্পিউটারের মাধ্যমে ব্রেইনের দ্বিপাক্ষিক রেডিও যোগাযাগ স্থাপন করা সম্ভব হবে এবং খুব বেশিদিন পরে নয়, ১৯৭৪ সালেই লরেন্স পিনিও ব্রেনের ইইজি সিগন্যালকে কিছু কমান্ডের মাধ্যমে সিমুলেশান করে মনিটরে প্রদর্শন করতে সক্ষম হন। যার মাধ্যমে ব্যক্তির মন পড়ে নেবার কম্পিউটার প্রযুক্তি আবিষ্কার হলো। এরপর ধীরে ধীরে এ প্রযুক্তির আরো উন্নতি ঘটানো হয়। বিভিন্ন ফ্রিকুয়েন্সী ব্যবহার করে ব্রেন সিগন্যালকে ইএসবি (ESB) সিমুলেটরে ইনপুট হিসেবে নেয়া হয়।
৮। এরপর ডঃ শার্প এবং ফ্রে কারো বলা কথা্র ভাইব্রেশানকে পালসড মাইক্রোওয়েভের মাধ্যমে দূরবর্তী স্থানে পৌঁছাতে সক্ষম হন, যেটাকে ‘ফ্রে ইফেক্ট’ বলা হয়। আর এটি পরিচিত ‘মাইক্রোওয়েভ শ্রুতি’ হিসেবে, আর পেন্টাগনে এটি ‘কৃত্রিম টেলিপ্যাথি’ হিসেবে পরিচিত।
এরপর ডঃ রোস এডে মানুষের আবেগকে ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল দিয়ে নিয়ন্ত্রণ করার গবেষণা করা শুরু করেন। ব্রেন যেহেতু বিভিন্ন ইলেক্ট্রিক্যাল সিগন্যাল বিকিরণ করে তাই তিনি একটি ক্যারিয়ার ফ্রিকুয়েন্সী (carrier frequency) পাঠিয়ে ব্রেন সিগন্যালকে প্রয়োজনীয় রকমে মডুলেশান করিয়ে (desired EEG frequency) মানুষের বিভিন্ন আচরণ ও আবেগীয় অবস্থা পরিবর্তনের চেষ্টা করেন। তিনি ৪.৫ মাত্রার থেটা সিগন্যাল ব্রেনে প্রয়োগ করতে সক্ষম হন, বিভিন্ন ধরণের ফ্রিকুয়েন্সী এবং পালস রেট ব্যবহার করে তারা দেখেন যে এগুলো মানুষের মন এবং নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলছে।
এডে খুব অল্প মাত্রার ক্যালসিয়াম এফফ্লাক্স (calcium efflux) ব্রেনে প্রয়োগ করেন এবং ইইজি রিদমের রাডার মডুলেশান করে বিভিন্ন ধরণের আচরঙত পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি পরীক্ষা করে দেখেন যে ১ থেকে ৩০ হার্জের ফ্রিকুয়েন্সী নিম্নমানের ফ্রিকুয়েন্সী হিসেবেই হোক বা এম্পলিচিউড মডুলেশানের (Amplitude Modulation – ক্যারিয়ার ফ্রিকুয়েন্সীর ভোল্টেজের মান বাড়ে কমে প্রায়োগিক ফ্রিকুয়েন্সীর দ্বারা) মাধ্যমেই হোক, ব্রেন যখন খুব অল্প পাওয়ার ঘনত্বে থাকে, তখন ব্রেনে প্রয়োগ করা হলে টার্গেটের ব্রেনের মালিক ব্যক্তিটি শারীরিকভাবে ইন্টারেক্ট করে।
৯। ডঃ ক্যামেরন সিআইএ-র ফান্ডের সহায়তায় বিভিন্ন রোগীদের অনুমতি ব্যতিরেকে তাদের স্মৃতি মুছে দেয়া এবং নতুন ব্যক্তিত্ব প্রয়োগ করার গবেষণা চালান। এটাকে বলে “psychic driving”.
১০। অপারেশান প্যান্ডোরা
১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত Defense Advanced Projects Research Agency (DARPA) রাশিয়ার আমেরিকান দূতাবাসে মিলিটারি এবং সিআইএ-র সহায়তায় স্বল্পমাত্রার মাইক্রোওয়েভ মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর কি রকম প্রভাব ফেলে সেটা নিয়ে গবেষণা শুরু করে। এটা শুরু হয় মার্কিন দূতাবাসে তারা স্বল্পমাত্রার মাইক্রোওয়েভ আবিষ্কারের পরে যেটাকে তারা “মস্কো সিগন্যাল” বলে আখ্যায়িত করেছে। ডঃ মিল্টন জারাত সোভিয়েট বিভিন্ন লিটারেচার স্টাডি করে বলেন রাশানরা বিশ্ব্বাস করে যে অ-তাপীয় অবস্থায় মাইক্রোওয়েভ রেডিয়েশান ব্রেন সেলের পর্দায় প্রভাব তৈরী করে, ধীরে ধীরে সেটা নার্ভ সেলগুলোকে উত্তেজিত করে তোলে। এভাবে এক সময়ে হার্ট অ্যাটাক, রক্তপর্দায় বা ব্রেনের পর্দায় ছিদ্র তৈরী করে এবং অডিটরি হ্যালুসিনেশান তৈরী করে।
১১। ১৯৭৪ সালে জে.এফ. স্ক্যাপিটজ রিমোট হিপনোসিস প্রস্তাব করেন যার মাধ্যমে হিপনোটিস্টের কথা মডুলেটেড ইলেক্ট্রম্যাগনেটিক শক্তির মাধ্যমে কোনরকম টেকনিক্যাল যন্ত্র ছাড়াই সাবজেক্ট ব্রেনের সাবকনশাস অংশে পাঠানো যাবে এবং এর উপর গ্রহীতার কোন সচেতন নিয়ন্ত্রণ থাকবে না। এর ফলাফল পরে আর পাওয়া যায়নি।
১২। ১৯৭৬ সালে রাশিয়ানরা চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার কর্তৃক পরিচালিত ইউক্রেনের সাতটি বড় বড় ট্রান্সমিটার থেকে ১০০ মেগাওয়াতের রেডিও ফ্রিকুয়েন্সি পশ্চিমে পাঠায়, যেটা ছিল ১০ হার্জের ELF মন নিয়ন্ত্রক ফ্রিকুয়েন্সি। ডঃ বব বেক প্রমাণ করেন যে সেটা ছিল একটা মারণাস্ত্র।
এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার হতে থাকে।
Click This Link পর্ব
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১
বিষের বাঁশী বলেছেন: হ্যাঁ, বেশি কিছু না। ব্রেনের ফ্রিকুয়েন্সী খুবই কম। ১- ৪০ হার্জের মতো যেকোন ফ্রিকুয়েন্সী জেনারেট করবেন, ট্রান্সমিট করবেন কারো ব্রেনে, সেখানে মডুলেশান হবে, এরপর আপনি সেই সিগন্যাল রিসিভ করবেন, ডিমডুলেট করবেন, ইইজি করে পিসিতে দেখবেন।
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: খাইছৈ!!!!
কয়দিন পরেতো ভালবাসাও দেখি মেকানাইজড হয়ে যাবে!
যারে মন চাইবে তার ব্রেনে সিগনাল পাঠায়া কেল্লা ফতে!!!
ভয়ংকর প্রকল্প!!! মানবতার জন্য হুমকি স্বরুপ!
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
বিষের বাঁশী বলেছেন: হ্যাঁ, যারে ভাল্লাগবে তারে এভাবে সিগন্যাল পাঠানো যায় তো! নেটে দেখেন টেলিপ্যাথিক যোগাযোগ মূলত প্রাকৃতিকভাবে দুটো রোমান্টিক মনের যোগাযোগ। ট্রাই করে দেখতে পারেন।
তবে পুলিশে যদি আপনেরে এমনে খুঁজে বের করে, তাইলে কিন্তুক কঠিন বিপদ!
৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২
বশর সিদ্দিকী বলেছেন: এই প্রকল্প কামে লাগাইয়া আমি তারে আমার মনের কথা কমু। তয় প্রকল্পে মাইনাচ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
বিষের বাঁশী বলেছেন: হ্যাঁ, এ ধরণের অমানবিক প্রকল্পে মাইনাস অবশ্যই!
৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৯
নূর আদনান বলেছেন: এই পর্ব পড়লাম এখন ৩ নং পর্বে পড়তে হবে।
তবে এতো মানবজাতির জন্য হুমকি.........
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫
বিষের বাঁশী বলেছেন: মানবতার জন্য হুমকি বলেই পুরো বিষয়টা ব্ল্যাকে চলে গেছে। জবাবদিহি করার সাহস সরকারগুলোর নেই।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩
শান্তির দেবদূত বলেছেন: পোষ্টে লেখা দুইবার চলে এসেছে।
হুম, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে/হচ্ছে জানতাম, কিন্তু আপনি যেভাবে বলছেন যেন এসব কিছু আবিষ্কার হয়ে গেছে! ব্যাপারটা কেমন যেন ঠিক হজম হচ্ছে না। দেখি পরের পর্বে কি আছে, খুব ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
বিষের বাঁশী বলেছেন: জ্বী ভাইয়া, ঠিক করে দিয়েছি।
আপনার সাই ফাই 'মা' গল্পটি পড়েছিলাম। অনেক ভাল লেগেছে।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
খুবই ইন্টারেস্ট ফিল করছি পোস্ট পড়তে গিয়ে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, পরের পর্বও পড়েছেন নিশ্চয়ই।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ইউটিউবে এর উপর একটি ভিডিউ দেখেছিলাম। চেনা শিরোনাম দেখে ঢুকলাম।
বস্তুত DARPA এবং HAAPR আমেরিকার পাওয়ার এলিটদের ভবিষ্যত অস্ত্র। নিউ ওয়ার্ল্ড অর্ডার এর কুশীলবদের অস্ত্র।
অনেকেই হার্প এর ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। ওরা ভাবে এগুলো কন্সপিরেসি থিয়োরিষ্টদের মনগড়া কথা। কন্সপিরেসি জান্ক বলে হেসেই উড়িয়ে দেয়।
পোষ্টে প্লাস।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২
বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। আসলেই সবকিছু অবিশ্বাস্য মনে হয়। আমিও শিউরে উঠেছি এগুলো পড়তে গিয়ে।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং টপিকে চমৎকার তথ্যবহুল আলোচনা।
ভালোলাগা এবং শুভেচ্ছা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩
বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ আপনাকে ব্লগটি পড়ার জন্য।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
ড. জেকিল বলেছেন: মনও যদি অন্যের কন্ট্রলে চলে যায়, তাহলে আর মানুষের বাকী থাকলো কি!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪
বিষের বাঁশী বলেছেন: সেটাই তো কথা!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, সব তো ডিটেলসেই লেখা আছে। এখনতো রেজিস্টার ডায়োড ক্যাপসিটর লইয়া বইসা গেলেই হয়, নাকি?