![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতার মতো নির্ভয়, প্রকৃতির মতো সচ্ছল, বন্ধন-হীন, জন্ম-স্বাধীন, চিত্ত মুক্ত শতদল!
পড়ছিলাম শেরে বাংলার কীর্তি। এক নিমিষেই সকাল থেকে দুইবার টানা পড়ে শেষ করলাম। ভবেশ রায়-এর লেখা। দাঁড়ান, উনার সুকীর্তির একটু লিস্ট তৈরী করি,
১। বৃটিশ আমলে বঙ্গদেশের প্রধানমন্ত্রী থাকাকালে স্থাপন করেছেন ঋণ সালিশী বোর্ড,
২। পাস করেছেন প্রজাস্বত্ব আইন,
৩।পাস করেছেন মহাজনি আইন,
৪। প্রথমবারের মতো করেছেন পঞ্চম শ্রেণী জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম,
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের একজন
৬। প্রথমবারের মতো স্কুলগুলোতে মৌলবী নিয়োগ দিয়েছেন মুসলিম ছাত্রদের জন্য, তার আগে তাদেরকে সংস্কৃতিই পড়তে হতো শিক্ষকের অভাবে
৭।জমিদারী প্রথা উচ্ছেদের জন্য ভীষণভাবে তোড়জোড় করাতে মুসলিম লীগের সাথে দূরত্ব শুরু হলো, একসময়ে সেটা দলত্যাগ পর্যন্ত গিয়ে গড়ায়, কারণ মুসলিম লীগ ছিল জমিদারদের দল
৮। করলেন ইসলামিয়া কলেজ, প্রথম মহিলা লেডি ব্রাবোন কলেজ, হরগঙ্গা কলেজ, রোকেয়া মেমোরিয়াল স্কুলকে নতুন করে গড়লেন
৯। করলেন ফজলুল হক হল, শেরে বাংলা কৃষি ইন্সটিটিউট
১০। গড়লেন বাংলা একাডেমী
১১। ২১শে ফেব্রুয়ারীকে শহীদ দিবস হিসেবে ঘোষণা এবং সেদিন সরকারী ছুটির দাবী নিয়ে (একুশ দফা) গড়লেন যুক্তফ্রন্ট,
১২। বাংগালীর প্রাণের দিন পহেলা বৈশাখকে করলেন ছুটির দিন
উনার দলই ছিল কৃষক-প্রজা দল, পরবর্তীতে কৃষক-শ্রমিক দল, এককালে মুসলিম লীগ ও কংগ্রেসের সাথে থাকলেও ধীরে ধীরে ঐ দুটি দল তিনি ছেড়েছেন।
এতো এতো কৃষক,প্রজা, শ্রমিক দরদী (দক্ষ অর্থনীতি ম্যানেজমেন্ট)এবং শিক্ষানুরাগী, নারী ও শিশু শিক্ষার প্রতি যত্নবান, মুসলিম অধিকার সচেতন (পাকিস্তান) এবং সর্বোপরি বাঙ্গালী চেতনাধারী (সুযোগ থাকা স্বত্তেও, নিখিল ভারত মুসলীগ লীগের সভাপতি আসনে থেকেও সর্বভারতীয় নেতা না হয়ে বঙ্গদেশেই কেবল রাজনীতি করলেন) -- এরকম একজন খাঁটি বাঙ্গালী নেতা থাকতে কেন বামদলদের মার্ক্স-লেনিনবাদের প্রয়োজন হয়? কেন শেরে বাংলা কেবল ইতিহাসের পাতাতেই সোনার অক্ষরে থাকেন? যেখানে আরজ আলী মাতুব্বর বাম জ্ঞানীদের ঘরে ঘরে, আড্ডায় পাঠ্য হয়, সেখানে শেরে বাংলা কেন চর্চিত হয় না? কেন তাকে নিয়ে মাতামাতি হয় না? আমরা কেন কেবল ৭১ এ আটকে গেছি? মুজিব-জিয়া ছাড়া আর কিছুই যেন নেই আমাদের!
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
বিষের বাঁশী বলেছেন: আমাদের নেতারা কেবল দলীয় রাজনীতি করেন, সার্বিক রাজনীতি নয়।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো এতো কৃষক,প্রজা, শ্রমিক দরদী (দক্ষ অর্থনীতি ম্যানেজমেন্ট)এবং শিক্ষানুরাগী, নারী ও শিশু শিক্ষার প্রতি যত্নবান, মুসলিম অধিকার সচেতন (পাকিস্তান) এবং সর্বোপরি বাঙ্গালী চেতনাধারী (সুযোগ থাকা স্বত্তেও, নিখিল ভারত মুসলীগ লীগের সভাপতি আসনে থেকেও সর্বভারতীয় নেতা না হয়ে বঙ্গদেশেই কেবল রাজনীতি করলেন) -- এরকম একজন খাঁটি বাঙ্গালী নেতা থাকতে কেন বামদলদের মার্ক্স-লেনিনবাদের প্রয়োজন হয়? কেন শেরে বাংলা কেবল ইতিহাসের পাতাতেই সোনার অক্ষরে থাকেন? যেখানে আরজ আলী মাতুব্বর বাম জ্ঞানীদের ঘরে ঘরে, আড্ডায় পাঠ্য হয়, সেখানে শেরে বাংলা কেন চর্চিত হয় না? কেন তাকে নিয়ে মাতামাতি হয় না? আমরা কেন কেবল ৭১ এ আটকে গেছি?
বার্ণিং কোশ্চেন!
উত্তরটা দেবে কে? তারাইতো চোখে ঠুলি পড়ে অণ্যপথে হাটে!
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
বিষের বাঁশী বলেছেন: ধন্যবাদ ভৃগু
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
ধমনী বলেছেন: কিভাবে তিনি থাকবেন? তার আলোচনা করে বিদ্যমান রাজনৈতিক দলের দৃশ্যমান কোন ফায়দা আছে?
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০
বিষের বাঁশী বলেছেন: সেটাই।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
আব্দুল্যাহ বলেছেন: শেরে বাংলা এ কে ফজলুল হক, চিনলাম না তো!
ইনি কী আওয়ামী-লীগ বা বিএনপির কোন নেতা? ইনাকে তো জামায়াতের যুগ্ধঅপরাধীর খাতাও পাইনি.......
ইতিহাস বড়ই আজব জিনিস, যা চর্যা না করলে আগামী ২১০০ সালে এমন কথাই হয়তো বলবে আমাদেরই সন্তানেরা।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০
বিষের বাঁশী বলেছেন: হয়তো তাই হবে।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: নষ্ট রাজনীতিকরা যখন আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, রাজনীতি যখন ভালো মানুষের হাতে যাবে- শের এ বাংলার মত মহান রাজনীতিকরা তখন বারবার চর্চিত হবেন । অন্ধকার ঘুচে একদিন নিশ্চয়ই আলো আসবে ।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১
বিষের বাঁশী বলেছেন: সেই আশা তো কেউ দিতে পারছে না।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা কেন কেবল ৭১ এ আটকে গেছি? মুজিব-জিয়া ছাড়া আর কিছুই যেন নেই আমাদের!
চমৎকার বলেছেন প্রিয়সখা
বড্ড বেশী আত্মবিধ্বংশী এবং আত্মবিস্মৃত জাতি আমরা.............নিজেদের গৌরবকে নিজেরাই মূল্যায়ন করিনা!!!
শেরে বাংলা যতটা এখনো পশ্চিম বাংলায় চর্চিত হন তার ছিটেফোটাও এদেশের মানুষেরা করেনা।
মাঝে মাঝে শেরে বাংলার ডাইনামিক ব্যাক্তিত্বের কাছে উপমহাদেশের অন্যান্য নেতৃবৃন্দকে অনেকটাই ম্রিয়মান মনে হয়(সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি)।
যদিও শেরে বাংলার হক-শ্যামা মন্ত্রীসভা গঠনকে কখনোই মন থেকে মেনে নিতে পারিনি।
তারপরও ''শের এ বাংলা'' শের এ বাংলাই
তার তূলনা তিনি নিজে.........গত প্রায় অর্ধ শতাব্দী ধরে এ জাতি তার ব্যাঘ্র নেতৃত্বকে বড্ড বেশী মিস করছে।
বাংলার বাঘকে জানাই হাজার সালাম।
পোষ্টের জন্য লেখককেও সালাম।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
বিষের বাঁশী বলেছেন: বাংলার বাঘকে জানাই হাজার সালাম। লক্ষনৌর অধিবাসীরাই উনাকে ভাল চিনেছিলেন।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮
সাদী ফেরদৌস বলেছেন: কি করি আজ ভেবে না পাই এর সাথে সহমত এবং লেখকের সাথেও ।
শেরে বাংলা যে কত বড় নেতা তা আমরা বুঝতে পারিনা । আমি মনে করি উপমহাদেশের প্রকৃত মুসলিম মহা নেতা জিন্নাহ না , সেটা শেরে বাংলা ।
আমি বাঙ্গালি বলেই বলছি না , ইতিহাস সাক্ষী ।
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
বিষের বাঁশী বলেছেন: মুসলীম লীগের জন্মসূচনা কিন্তু বাংলাদেশেই হয়েছে, এক মুসলিম মহাসম্মেলন হয়েছিল ততকালীন বঙ্গদেশে।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
আমি আমারই বলেছেন: কিছু কিছু মানুষ এইভাবে ইতিহাসের পাতাই থেকে যাই । আর এভাবে চলতে চলতে একদিন ইতিহাস ও তাদের ভুলে যায় ।