| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গত কিছু দিন পূর্বে একটি রাউটার কিনেছিলাম। নেটকে ওয়াই ফাই করার জন্য। কিন্তু তখন নেট খুব স্লো ছিল বলে রাউটারটি রেখে দিয়েছিলাম। এখন ১এমপিবিএস গতির বিটিসিএল এডিএসএল সংযোগ নিলাম। কিন্তু এখন আমি কিভাবে রাউটারের মাধ্যমে আমার নেটকে ওয়াই ফাইতে রুপান্তরিত করব? এখানে আবার আমার যে ওয়াই ফাই রাউটার এর প্যাকেটের সাথে কোন সিডি পাইনাই। কিন্তু ব্যবহার বিধিতে সব জায়গায় ঐ সিডির কথা উল্লেখ করা আছে। এখন কি করতে পারি? সম্ভব হলে সাহায্যে করুন।
উপকৃত হব।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪১
বিট বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৪
বটতলার টারজান বলেছেন: সিডি থাকলে কম্পিউটারে সেই রাউটার সেটআপ করতে হবে, নাহলে যেখান থেকে রাউটার কিনেছেন সেখানে খুঁজে দেখতে পারেন।
নাহলে রাউটারের নাম- মডেল দিয়ে নেট সার্চ করে দেখতে পারেন সেটআপ ফাইল পান কিনা