নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই একজন............

নিবৃতে আছি আমি

বিট

কিছুই না।

বিট › বিস্তারিত পোস্টঃ

উপজাতিরা যদি আদিবাসী হয় তবে আমার পূর্বপুরুষরাকি বাংলাদেশে আকাশ থাইক্যা পড়ছে?

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

গত পরশু দিন সরকার আদিবাসী দিবস পালন করছে। ভালো, করতেই পারে ! কিন্তু আদিবাসী হিসেবে উপজাতিরা বিভিন্ন সভা-সমাবেশ ও অনুষ্ঠান পালন করেছে। সেখানে আবার মন্ত্রীরাও ছিল। আমার প্রশ্ন হলো উপজাতিরা যদি আমাদের দেশের আদিবাসী অর্থাৎ পূর্ব বাসিন্দা হয়ে থাকে তাহলে আমরা কারা। আমি যতটুকু ইতিহাস পড়েছি, দেখেছি এবং শুনেছি কোথাও কোনদিন পড়িনাই,শুনিনাই এবং দেখিনাই যে বাংলাদেশের আদি বাসিন্দা হিসেবে উপজাতিরা ছিল। বরং আমরা যারা বাংলা ভাষা-ভাষির মানুষ তারাই প্রথম এই অঞ্চলে বসবাস শুরু করেছি। উপজাতি যারা তারা পাড়াহি অঞ্চলে বসবাস করতো । তাও ভারত অঞ্চলে। এই সমতলভূমি তে উপজাতিরা আদিবাসী দাবী করে কিভাবে। সেটা আমার কাছে আশ্চর্য তারচেয়ে বেশী আশ্চর্য হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কতিপয় মন্ত্রীরা আদিবাসী শব্দ সচেতনতার সহিত ব্যবহার করছে। তাদের উদ্দ্যেশই বাকি?

আসলে এই ব্যাপারে সকলের সচেতন হওয়া প্রয়োজন। কারণ এই অঞ্চলে আদিবাসী বলতে আমরা যারা বাংলা ভাষা-ভাষির মানুষ তাদেরকে বুঝায়। কোন উপজাতিকে নয়। কিন্তু আদিবাসী দিবসের স্লোগান দিচ্ছে উপজাতিরা। যদি এই দেশে উপজাতিরা আদিবাসী হয় তাহলে নিশ্চয়ই আমরা নিজ দেশে পরবাসী।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

লেখোয়াড় বলেছেন:
বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে হয় আপনার র্পূব পুরুষরা আকাশ থেকে পড়ে নি।
এখানে আর্যরা এসেছে, তারপর আরব থেকে এসেছে। আমারা সাধারণরা তাদের থেকে এসেছি। আমরা হলাম শংকর জাতি। আমাদের জাতিতত্ত্ব নিয়ে অনেক বই আছে সেখানে এগুলো পাবেন। তার আগে এখানে মেঙ্গেলিয়রা ছিল কিছু কিছু। যাদেরকে আদিবাসী বলা হয়।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

বিট বলেছেন: কিন্তু বর্তমানে যারা অদিবাসী হিসাবে চিৎকার করছে (সন্তু লারমা গং) তারা কি আপনার ভাষায় মঙ্গেলিয়ান। নাকি আমার জানার ভূল। অনুগ্রহ করে তথ্য দিলে উপকৃত হবো। হতে পারে আমার জানার মধ্যেও ভূল আছে।

২| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

সোহানী বলেছেন: যদি এই দেশে উপজাতিরা আদিবাসী হয় তাহলে নিশ্চয়ই আমরা নিজ দেশে পরবাসী................ সহমত।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

বিট বলেছেন: জ্বি। ধন্যবাদ।

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

ঢাকাবাসী বলেছেন: আমাদের জাতিতত্ব নিয়ে ভাল ভাল বই আছে পড়ুন।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

বিট বলেছেন: চেষ্টা করব যতটুকু সম্ভব আরো ভালো জানার।

৪| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

লেখোয়াড় বলেছেন:
আপনি এই ব্লগেই ব্লগার বাংলার ভূমিপুত্রর এই লেখাগুলিও পড়তে পারেন................

আদি বাংলার ইতিহাস (প্রাগৈতিহাসিক যুগ থেকে ১২০৫ খ্রিষ্টাব্দ) পর্ব ৪৫

আমাদের পূর্ব পুরুষ এখানে ছিল না।

ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

বিট বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

ট্রোল বলেছেন: আমার অতি ক্ষুদ্র জ্ঞান থেকে জানি সমতলভূমি তে আদিবাসী হচ্ছে সাওঁতাল, গারো, হাজং ,রাজবংশী আর মুন্ডা(সুন্দরবনে বাস করে)।এদের সবার ধর্ম হিন্দু, বিষয়টি লক্ষণীয়।
চাকমা,মারমা( ম্রো ),খাসিয়া এরা প্রায় পাচশত বছর আগে চীন থেকে এবং রাখাইনরা বার্মা থেকে এসেছে। এমুহুর্তে লিন্ক দিতে পারছিনা বলে দু:খিত।
রাখাইনদের আগমন এর সাথে সম্রাট শাহাজাহান পুত্র শাহ সুজার বার্মা পলায়নের ঘটনার সমসাময়িক

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১

বিট বলেছেন: ধন্যবাদ। লিঙ্ক দিতে পারলে আরো বেশী ভালো হতো।

৬| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

ট্রোল বলেছেন: আর্যরা অনার্যদের পাইকারী হারে হত্যা করে তাদের সাথে যুদ্ধে হারার পর ।বাকীরা বনে জঙ্গলে পালিয়ে বাচে এরাই হচ্ছে সেই আদিবাসী।আমরা আর্য ও পরবর্তীতে আগত মুঘল,আফগান,আরবদের শংকর ।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

বিট বলেছেন: তাহলে বর্তমানে যারা আদিবাসী বলে চিৎকার করছে তারা কারা ?

৭| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

মাটি আমার মা বলেছেন: আমরা শংকর হই আর যা-ই হই, আমাদের পূর্ব পুরুষরাই মোঙ্গলীয়দের বহু আগে এসেছে। চারহাজার বছর আগের প্রত্বতাত্বিক প্রমান ঢাকাতেই আবিষ্কার হযেছে। সম্ভবত বটেশ্বরী। ঠিক মনে নেই। চাকমারা অনেক পরে এসেছে।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

বিট বলেছেন: এক্কেবারে আমার মনের কথাটি লিখেছেন। বটেশ্বর তাহলে কি প্রমান করে। সন্তু লারমারাই আদিবাসী নাকি আমরাই আদিবাসী (হতে পারি শংকর)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.