নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধুই একজন............

নিবৃতে আছি আমি

বিট

কিছুই না।

বিট › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারি একটি অমানবিক পেশা ! _____ সরকার নির্বিকার কেন?

২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪০

কে বড় কসাই ? যে সারাদিন কষ্ট করে একটি পশু জবাই করে খদ্দের এর নিকট বিক্রি করে ৫০০ টাকা লাভ করে সে নাকি যে রোগীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একদিনে ৫০,০০০ টাকা ইনকাম করে। প্রশ্নের শুরু অনেক আগে থেকেই। সর্ষের মধ্যে ভূত থাকলে নাকি সেই ভূত তাড়ানো যায়না। ঠিক তেমনি ডাক্তারি পেশাটার মধ্যেই অমানবিকতা রয়েছে যেটা ছাড়ানোর কোন সুযোগ আছে কিনা আমার জানা নেই। গত কিছুদিন যাবত ডাক্তার এবং ঔষধ কোম্পানীর উইন-উইন খেলা প্রত্যক্ষ করছি। ঔষধ কোম্পানী আগে ডাক্তারদের লেখার পেড বিনামূল্যে বিতরণ করতো এখন পেড দেয়না দেয় ফ্রিজ,এসি,গাড়ি,সোফা ইত্যাদি ইত্যাদি। অর্থাত ঔষধ কোম্পানী ডাক্তারদের উইন করে দেয় সেজন্য ডাক্তারও ঔষধ কোম্পানীদের ঔষধ পেসক্রাইব করে ঔষধ কোম্পানীদের উইন করে দেয়। মধ্যে খানে আমরা যারা বলির পাঠা তারা শুধু উপর উয়ালার নিকট প্রার্থনা করে যাই এই থেকে পরিত্রান পাওয়ার। কিন্তু আমরা যারা ভোট দিয়ে সরকার গঠন করলাম জনগনের স্বার্থে কাজ করার জন্য কোথায় গেল সেই সরকার। আমার এক বন্ধু মেডিকেল রিপ্রেজেনটেটিভ সেই সূত্রে জানলাম আমার জেলায় তার কোম্পানী (বাংলাদেশের প্রথম সারির) প্রায় ৮৮ জনকে মাসে মাসে বেতন দেয়। তার মধ্যে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ অনেক টাকা পর্যন্ত। বিনিময়ে ডাক্তারবৃন্দ যা ফেরতদেয় পেসক্রিপশন আকারে তাতে তাদের কোম্পানী বাংলাদেশের প্রথম সারিতে আছে। ঘটনা এখানেই শেষ নয় প্রত্যেকটি ডাক্তার এরকম একাধিক কোম্পানীর সাথে মৌখিক ভাবে চুক্তিবদ্ধ। বিনিময়ে ডাক্তাররা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঔষধ কোম্পানীর কাছ থেকে ঔষধ কোম্পানী কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ রোগীর পকেট কেটে। ঘটনা এখানেই শেষ নয় আমার আরেক বন্ধু আছে বড় ডাক্তারের ভাই সেই সুবাধে আগে আমি মনের মন (৪০কেজি) পেড নিয়ে আসতাম। বন্ধু লন্ডন চলে যাওয়ায় আমার পেড প্রাপ্তিতে ভাটা পড়ল। কিছুদিন আগে বন্ধু আমার দেশে আসলে আবার বললাম পেড দিতে। সে বলল তার বাড়িতে যেতে গেলাম কিন্তু পেড আশানুরোপ পাইনি। কারণ জিজ্ঞেস করলাম সে বলল এখনতো আর পেড চলে না নগদ টাকা বা দামি দামি যন্ত্রাংশ বা গেজেট। আরো বিস্তারিত জিজ্ঞেস করলে সে জানালো কয়েকটা কোম্পানী ডাক্তারকে গাড়ি দিতে চাচ্ছে কিন্তু ডাক্তার তা নিতে চাচ্ছে না। কারণ চুক্তি অনুযায়ী যে সময় প্রয়োজন তার আগেই ডাক্তার স্ব-পরিবারে আমেরিকা চলে যাবে তাই গাড়ি নিচ্ছে না। তাছাড়া প্রাইভেট রোগী দেখে অনেক ইনকাম আছে। জিজ্ঞেস করলাম ডাক্তারের অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত সে যা বলল আমার চোখ ছানা বড়া। কারণ তাদের হসপিটালে শিফট আছে কখনো কখনো শিফট অনুযায়ী কিছু সময় ইমাজেন্সিতে থাকতে হয় অন্য সময় সকালে একটু গিয়ে বসল ঘন্টা খানেক তারপর রোগীদের ওয়ার্ডে একটা চক্কর ব্যাস এটুকুই। তার মধ্যে প্রাইভেট বিভিন্ন হসপিটাল থেকে রিং আসলে চলে যায়। কতো সুবিধা তাদের। তার উপর সরকার তাদের ইনকামের উপর কোন ট্যাক্স ধরেনি। কারণ ডাক্তাররা গোস্বা করতে পারে কিনা।
ঘটনা এতটুকু অমানবিকতার মধ্যে থাকলে ভালোই হতো। কিন্তু কতো দুর্ভাগা জাতি আমরা মানবিকতার দোহাই দিয়ে আরো অনেক বেশী অমানবিকতা আমাদের দেখতে হয়। এবার আসি প্রাইভেট রোগী দেখার বিষয়ে বর্তমানে প্রাইভেট রোগী দেখার ফি ১২০০ টাকা (পুরোটাই ডাক্তারদের। কারণ যেখানে বসে সেখানের কোন ফি দিতে হয় না), তারপর আসেন রির্পোট দেখাবেন ৫০০ টাকা, তারপর কিছু টেষ্ট দিবে সেটা তাদের নির্ধারিত ল্যাব থেকেই করাতে হবে এখানেও একই কারণ কমিশন। একবার ভাবেন আমাদের দেশের বাস্তবতায় ১২০০ টাকা দিয়ে রোগী দেখানোর সামর্থ্য কত জনের রয়েছে। তারপর তারই দেয়া ল্যাবে টেষ্ট করিয়ে শুধু মাত্র রিপোর্ট দেখাবেন তাতেও ৫০০ টাকা। পুরোটাই সাখের করাতের মতো। যেতেও কাটে আসতেও কাটে। যেখানে আমাদের দেশে মাসে ৮০০০ টাকা সাধারণ বেতনই মানুষ পায়না সেখানে ১২০০ টাকা কতটুকু অমানবিক।
কোথায় গেল আমার এতো সাধের সরকার, কোথায় গেল উন্নয়ন। কত বড় কসাই হলে রোগীদের দূর্বলতার সুযোগে এই পিং পিং খেলা খেলে। আবার তাদেরই আয়কর দিতে হয় না, ট্রেড লাইসেন্স লাগে না, ভূল চিকিতসায় মানুষ মারা গেলে দন্ড হয়না। কতো সুবিধা সরকার এই অমানবিক লোক গুলোকে দিয়ে রেখেছে। আর সরকারী হসপিটালের দুর্ভোগের কথাতো এখানে উল্লেখই করিনি। শুধু মাত্র ডাক্তার আর ঔষধ কোম্পানীর পিং পিং খেলার কথা বলেছি। আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে আমি নিজেও দেখেছি রোগীর চিকিতসা করাতে গিয়ে ফতুর হয়ে গেছে, জায়গা-জমি বিক্রি করে দেউলিয়া হয়েছে। ভালো কোন সভ্য দেশে এটা সম্ভব কিনা আমার জানা নেই। তবে এটা জোড় গলায় বলতে পারি আজকে যারা গলাবাজি করছেন উন্নয়নের জোয়াড় নিয়ে একবার গিয়ে আয়নায় চেহারাটা দেখে আসুন। আজো পর্যন্ত এই অমানবিক ডাক্তারদের হাত থেকে কয়জন রোগীকে রক্ষা করতে পেরেছেন বুকে হাত দিয়ে বলুন। এই অমানবিক লোক গুলোকে কিভাবে মানবিক করে দেশের কল্যানে কাজে লাগাবেন সেই চিন্তা কি কখনো করেছেন? সর্বদা কাকে বেশি প্রাধান্য দিয়েছেন নিজেকে নাকি জনগনকে ?
আমরা এই অমানবিক ডাক্তারদের হাত থেকে বাচতে চাই। আজ যদি আপনারা না এগিয়ে আসেন কাল কেউ না কেউ ঠিকই এগিয়ে আসবে। তখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব দেশপ্রেম ককে বলে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:২৫

মেমননীয় বলেছেন: ডাক্তার হইতে মন চায়!
টাকাই টাকা! রাতের ঘুম হারাম হয়ে গেল।
যাইতেও টাকা, আসতেও টাকা।
=p~

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:০৭

বিট বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করুন ডাক্তার হতে পারবেন। তবে ডাক্তার হবার চেয়ে বেশী জরুরী মানুষ হওয়া।

২| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৩৮

মেশকাত মাহমুদ বলেছেন: আপনার পারসেপচুয়াল এক্সেঞ্চুয়েন ঘটেছে। বিস্তারিত জেনে ব্লগে লিখবেন প্লিজ। আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন আমরা হাইকোর্টের একজন আইনজীবীকে একবার শুনানির জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে পারি অথচ সারাজীবন পড়ে অনেক অর্জন করে গড়ে উঠা একজন প্রফেসর ডাক্তারকে ১২০০ টাকা দিতে পারিনা। আপনি ২০০ টাকার ডাক্তার দেখাবেন অথবা সরকারী হসপিটালের আউটডোরে দেখাবেন।।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:১৪

বিট বলেছেন: আপনি মনে হয় ভুলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে মানবিক পেশা হচ্ছে ডাক্তারি। কিন্তু আইন পেশা অদৌ মানবিক কিনা জেনে নিবেন। তারপর আইন পেশার সাথে ডাক্তারি পেশার তুলনা দিবেন। আর সরকারি হসপিটালের কথা বলছেন তারাইতো রোগী নিয়ে পিং পিং খেলে। যদিও সব ডাক্তারই কিন্তু খারাপ নয়। অবশ্যই ভালো ডাক্তার আমাদের মধ্যে বিদ্যমান।
ধন্যবাদ।

৩| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:৪৬

নীরব আখতার বলেছেন: শুধু ঔষুধ কম্পানি কেনো।অন্য পণ্যের কম্পানিগুলা কি বাণিজ্যিক নয়।ডাক্তারা অন্যের প্রতি মানবিকতা যর্থেষ্ঠ দেখায় যতটা দেখাতে পারেন নি আপনি। পেশা আর পরিশ্রমে সর্ব প্রথম নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি মানবিক হওয়া জরুরী। শুধু ডাক্তার কেনো বাংলাদেশের সব সরকারী অফিসারগুলাই জমিদারী ভাব নিয়ে চলে। লেখকের মাথায় মগজ আছে মাগার পজিটিভ চিন্তার মাল নাই।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:১৯

বিট বলেছেন: ভাই আপনি বলেছেন পজিটিভ মাল নাই। আপনি মনে হয় একটি প্রবাদ পড়েন নি ‍" বাস্তবতা যেখানে নির্মম মানবতা সেখানে অসহায়" আগে বাস্তবতা বুঝার চেষ্টা করুন। অবশ্যই সব সরকারী অফিসারগুলোই ওভার জমিদারী ভাবে চলে কিন্তু আমি এখানে শুধু ডাক্তারদের কথাই উল্লেখ করেছি। আপনি আরো বলেছেন ডাক্তাররা অন্যের প্রতি যথেষ্ঠ মানবিকতা দেখায় ! আমরাও এটাই চাই কিন্তু এই মানবিকতার মধ্যে যেন কোন স্বার্থ না থাকে পার্থক্য শুধু এই টুকুর। যদি মানবিকতার মধ্যে স্বার্থ থাকে ডাহলে ডাক্তার আর কসাই এর মধ্যে পার্থক্য কি রইল আপনিই আপনার মনকে প্রশ্ন করুন।

৪| ২৮ শে মে, ২০১৫ রাত ১০:৩০

মুদ্‌দাকির বলেছেন:
ডাক্তার মানেই টাকা আর টাকা B-))

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:২০

বিট বলেছেন: মন্তব্য নি:প্রয়োজন।

৫| ২৮ শে মে, ২০১৫ রাত ১০:৫১

শূণ্য মেঘকাব্য বলেছেন: আপনি কয়জন ডাক্তারকে চেনেন?আপনি কয়জন ডাক্তারের উদাহরণ দিতে পারবেন?
আপনি যদি ১ জন ডাক্তার এমন দেখাতে পারেন তবে আমি ১০০ জন ডাক্তার দেখাতে পারব যে এমন না।বেশিরভাগ ডাক্তারের ভিজিট ৫০০ টাকা।১২০০ টাকা ভিজিট নেয় এমন ডাক্তার কয়জন আছে?

একজন ব্যক্তিকে ডাক্তার হবার জন্য কি পরিমাণ অমানবিক কষ্ট করে পড়াশুনা করতে হয় এর ধারণাই নেই কারো।আপনি একজন কসাই কে ৫০০ টাকা দিতে রাজি আছেন কিন্তু ডাক্তারকে না! কসাইকে সম্মান দিতে পারেন কিন্তু ডাক্তারকে না।আমি যতটুকু দেখেছি বেশিরভাগ ডাক্তার প্রয়োজন ছাড়া টেস্ট দেন না।একজন ডাক্তার ভাল করে জানেন কি করলে ভাল হয়।
আর পচা শামুক সব জায়গায়ই থাকে।এভাবে জেনারালাইজড করা বোকামি।
উইথ ডিউ রেস্পেক্ট টু ইউ, ডাক্তারি একটা নোবেল প্রফেশন।একে রেস্পেক্ট করতে না পারলে ডিস্রেপ্টেক্ট করবেন না।হয়ত আপনার অভিজ্ঞতা খারাপ হয়েছে এবং আপনি ভোগান্তিতে পড়েছেন।একবার সরকারি হাসপাতালে গিয়ে দেখে আসবেন,বাংলাদেশের স্বাস্থ্য পরিসংখ্যান দেখে নিবেন।যে ডাক্তারদের আপনি কসাই বলছেন এরাই বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে কোন বেতন ছাড়া।আর ডাক্তাররা কি মানুষ না?তাদের ঘর পরিবার নেই?তাদের টাকা কামাতে হয় না?
ব্যাপারগুলো ভেবে দেখবেন।আপনি যদি কিছু ডাক্তারের কথা বলতেন আমি মেনে নিতে পারতাম।কিছু বলতাম না।কারণ আপনি যা বলেছেন তা সত্য হওয়া অসম্ভব কিছু না।আপনার অভিজ্ঞতার ভিত্তিতেই বলছেন।
কিন্তু জেনারালাইজড করা এবং ডাক্তারদের কসাই বলা এর সম্পর্কে না বলে থাকতে পারলাম না।
ব্যাপারগুলো একটু ভেবে দেখবেন। :-)

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:১২

বিট বলেছেন: আমি আপনার মতের সাথে একমত। যদিও এখানে ডাক্তার বলতে আমি পার্থক্য তুলে ধরিনাই এটা আমার বোকামি। যাই হোক সকল পৃথিবীতে সকল মানুষ যেমন খারাপ নয় তেমন সকল ডাক্তার ও কিন্তু খারাপ নয়। অব্যশই ভালো আছে। আর ভালো আছে বলেই সমাজ এখনো টিকে আছে। আমি আমার কথায় কতিপয় স্বার্থবাদী ডাক্তারদের সমালোচনা করেছি। যদিও লেখার সময় পার্থক্য তুলে ধরতে পারিনি।
ধন্যবাদ আপনাকে আমার ভূল ধরিয়ে দেবার জন্য।

৬| ২৮ শে মে, ২০১৫ রাত ১১:০২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ঐসব ভন্ডামি ডায়ালগ দিয়ে লাভ নাই। ১০০ এর মধ্যে ৯৯ টাই খারাপ। ডাক্তার মানেই টাকা আর টাকা। কথা সত্য।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:২২

বিট বলেছেন: আমাদেরকে পরিবর্তন আনতে হবে। কারণ এর ভূক্তভূগী আপনি আমি আমরা। তাই এর পরিবর্তন আমাদেরই করতে হবে।

৭| ২৯ শে মে, ২০১৫ রাত ১২:৪৪

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ গরীব পরিবরে ডাক্তারদের ডাকাতি নিয়া কাহিনী আছে। শূণ্য মেঘকাব্য কেন ডাক্তারদের দালালী করছেন জানিনা। আপনি হয়তো এদের ফাদে পড়েননি এখন ও তাই অযথা প্যাক প্যাক করছেন। ডাক্তাররা চিনে শুধু টাকা টাকা টাকা।

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:২৭

বিট বলেছেন: ভাই আমি বিনীত অনুরোধ করছি অন্যকে আক্রমন করে কোন কথা বলবেন না। কারণ মেঘ কাব্যর সাথে তো আপনার কোন শত্রুতা নেই। তাই না। অবশ্যই সমালোচনা করবো তবে সেটা যেন পজিটিভ হয়। আর আমরা যেহেতু মানুষ সেক্ষেত্রে ভূল আমাদের প্রত্যেকেরই হতে পারে। আমরা কেউ ভূলের উদ্ধে নই। যাহোক হয়তো শূন্য মেঘ কাব্যের ডাক্তারি সর্ম্পকে কোন ভালো ধারনা আছে সেটা আমাদের সাথে শেয়ার করেছে। তাছাড়া আপনি আগের ইতিহাস পড়লে জানতে পারবেন ডাক্তারি একটি মহা-মানবিক পেশা হিসেবে সবত্র শ্রদ্ধার আসনে ছিল। যার অবস্থান বর্তমানে নষ্ট হচ্ছে।
ধন্যবাদ আপনাকে।

৮| ২৯ শে মে, ২০১৫ ভোর ৪:০৪

শূণ্য মেঘকাব্য বলেছেন: ডাক্তার যেহেতু এতই খারাপ তাহলে নেক্সট টাইম নিজের চিকিৎসা নিজেই করে নেবেন।
আর অল বিদ্যা ভয়ঙ্করী এ কথা জীবনেও শুনেছেন?
একবার সরকারি হাসপাতালে গিয়ে দেখেন।আপনারা তো কখনো যান না কিন্তু সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকা দিয়ে ডাক্তার দেখানো হয়।আর যত কম মূল্যে চিকিৎসা হয় অন্য কোথাও হয়না।ডাক্তাররা কেমন অমানসিক পরিশ্রম করে এটা ডাক্তাররাই জানেন।
আর ডাক্তার খারাপ,ডাক্তার কসাই বলে তো গলা ফাটাচ্ছেন,ডাক্তার মানেই টাকা আরো কত কি! আর আমি দালালি করছি না।মুদ্রার ওপিঠ দেখাচ্ছি।
আপনার মত যারা না বুঝে না জেনে কথা বলে তাদের সাথে তর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই।
অনেকের ডাক্তার নিয়ে তিক্ত অভিজ্ঞতা থাকতেই পারে।তাই বলে অবিবেচক এর মত সবাইকে জেনারালাইজড করাটা আপনার চোখে কতটুকু যৌক্তিক আমার তা জানার ইচ্ছে নেই।
এখানে পোস্টদাতা একটা কথা বলেছেন আমি শুধু নিজের মন্তব্য দিয়েছি।এটা না বুঝলে আমার কিছু করার নাই।
আর আমি সারাক্ষন ডাক্তারদের আশেপাশে থাকি।তাই আমি না জেনে না বুঝে রিএক্ট করিনি।
@ওয়াছেকুজ্জামান চৌধুরী

৩০ শে মে, ২০১৫ সকাল ১১:৩৭

বিট বলেছেন: আমি জানিনা আমার এখানে মন্তব্য করা ঠিক কিনা তবুও করছি। আমি এখানে যে কথা গুলো বলেছি তাতে ভাবার কোন অবকাশ নেই যে ডাক্তারি সর্ম্পকে আমার খারাপ ধারণা রয়েছে। আমি এখনো পর্যন্ত কোন টিকিট কেটে বা প্রাইভেটে ডাক্তার দেখিয়ে কোন ভিজিট আমাকে দিতে হয়নি। এর কারণ আমার কিছু বন্ধু বান্ধব বড় বড় ডাক্তার। তাদের কাছ থেকেই সব জানতে পারি। সবাই মানবিক ভাবেই রোগী দেখে কিন্তু তার মধ্যেও একটা স্বার্থ থাকে যেটা আমার কাছে অমানবিক মনে হয়েছে। তাছাড়া সুযোগ পেলে আমি আমরাও তাই করতাম কিন্তু সরকার এই সুযোগ কেন করে দিচ্ছে আমার প্রশ্ন সেখানে। সরকারের উচিত এ ব্যপারে দৃষ্টি দেয়া।

৯| ৩০ শে মে, ২০১৫ বিকাল ৫:১৯

শূণ্য মেঘকাব্য বলেছেন: "সবাই মানবিক ভাবেই রোগী দেখে কিন্তু তার মধ্যেও একটা স্বার্থ থাকে যেটা আমার কাছে অমানবিক মনে হয়েছে"
এখানে স্বার্থটা কি?টাকা নেয়াটা! ও হ্যা..ডাক্তারদের তো আবার ঘর পরিবার থাকতে হয় না,তাদের পেটের দায় থাকে না,ডাক্তারের আবার কিসের টাকা।ডাক্তার মানেই তো টাকা। তাই না?

সবার ছুটি থাকে,ডাক্তারের থাকে না।রাতে যখন আপনি ঘুমান,সেই ডাক্তার জাগে। একজন ডাক্তার একজন মানুষ।সে শুধু চেষ্টা করে যায়।সবাই চায় নিজের সন্তান ডাক্তার হোক কিন্তু কোন ডাক্তারকে সম্মান দিতে তাদের আবার খুব ইগোতে লাগে।
ডাক্তাররা খালি প্রাইভেট চেম্বার দেয় আর টাকা কামায়! ওদের তো ডাক্তারি করতেই দেয়া উচিত না।সবাই নিজে নিজের চিকিৎসা করি সেটাই ভাল।

ডাক্তারদের কসাই বলতে তো মুখে বাধে না কিন্তু একবারো কেও ভেবে দেখে না এই কসাইগুলো জীবন বাঁচানোর জন্য কত কিছু করে যাচ্ছে।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১১

বিট বলেছেন: ক্রোধ একটু বেশী ঝাড়া হয়ে গেল না ? আর ডাক্তারদের পরিবার ও পেটের দায় কি পূরণ হচ্ছে না। আপনি বলতে চাচ্ছেন যে সরকার ডাক্তারদের বেতন দেয় না ? রাত জাগা তো ডাক্তারদের দায়িত্বেরই একাংশ। তাছাড়া একই ডাক্তার প্রতিদিন রাত জাগেনা। শিডিউল অনুযায়ী যার দায়িত্ব পড়ে শুধু তিনি রাত জাগেন। টাকা ইনকামের বৈধতা সবারই আছে কিন্তু সেটা যেন যৌক্তিক হয়। আপনার টাকা কামানোর জন্য রোগীর দুর্বলতার সুযোগে ঔষধ কোম্পানীর হয়ে পেসক্রাইব কতটুকু মানবিকতার পরিচয় বহন করে সেটা আমার জানা নাই। তাছাড়া আমি আগেও বলেছি সব ডাক্তারই কিন্তু এক রকম নয়। অবশ্যই ভালো ডাক্তার আমাদের মধ্যে বিদ্যমান।

১০| ০১ লা জুন, ২০১৫ ভোর ৪:৫৫

শূণ্য মেঘকাব্য বলেছেন: ডাক্তার যে ওষুধ দেয় তা কোন না কোন ওষুধ কোম্পানির তো হতেই হবে।সবচেয়ে ভাল ওষুধ টাই ডাক্তার দিতে চাইবেন।ওষুধগুলো বানায় কে? ডাক্তার নাকি ওষুধ কোম্পানি!
আর আমার এখানে কাউকে বোঝানোর ইচ্ছে মন মানসিকতা সাধ্য কিছুই অবশিষ্ট নেই।বলতে গেলে অনেক কিছুই বলা যায়।
আমাকে যে প্রশ্ন করেছেন তা নাহয় নিজের "ডাক্তার" বন্ধুদের জিজ্ঞাসা করে নেবেন।
তবে আমি আপনাকে একটা কথা বলে গেলাম "পচা শামুক সবখানেই থাকে তাই বলে সবখানে শুধু পচা শামুকই থাকে তা কিন্তু নয়।আর আপনি যদি আমাকে একটা জায়গা দেখান যেখানে এমন হচ্ছে তাহলে আমি আপনাকে ১০০ টা জায়গা দেখাতে পারবো যেখানে এমন হয় না।সমস্যা হল সঠিক তথ্য এবং বোঝাপড়ারর অভাব।ডাক্তার ও রোগীর মাঝে বেশিরভাগ ক্ষেত্রে এটা কম না হলে হয়ত বুঝতো।কিন্ত বেশিরভাগ মানুষের স্বভাব হল না বুঝে,পুরো অবস্থা না দেখে জাজ করে ফেলা! এজন্যই পরিস্থিতি গুলো বদলায় না।যে যার ধারনা নিয়ে বসে থাকে।অন্যের কথা শুনতে চায় না।যাই

হোক!ভালো থাকবেন।আশা করি আপনার ধারনা বদলাবে একদিন।আর কোন মন্তব্য নেই আমার এখানে

০১ লা জুন, ২০১৫ সকাল ১০:৩৯

বিট বলেছেন: অনেক রাতে রিপ্লে ! বাপরে বাপ। এত্তো রাত পর্যন্ত সজাগ থাকা ভালো নয়। যা হোক, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি এটা মনে হয় আপনি বুঝেন নি। সেই সাথে এটাও বুঝেননি যে এখানে আমি শুধু কতিপয় মন্দ মানসিকতার ডাক্তারদের সমালোচনা করেছি। সকল ডাক্তার তো খারাপ হতে পারেনা তাই না। আমার কথার মূল সারাংশ হলো শুধু মাত্র স্বার্থনেস্বি ডাক্তারদের তাদের কাজের প্রতিবাদ করা এবং অবশ্যই ভালো ডাক্তারদের তাদের কাজের প্রসংসা করা। স্রেফ এটুকুই।
আশা করি এবার আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.