![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় যা করেছি, সবই ভুল। নতুন করে নিজ কে চেনার চেষ্টা করছি।
প্রতীক্ষা কি সুখের? হয়ত কখনো সুখের। ধরুন দীর্ঘদিন বাড়ির বাইরে আছেন। পরিকল্পনা করছেন বাড়ি যাবেন। প্রিয়জন দের সাথে দেখা হবে। সময় গুনছেন। সুখের প্রতীক্ষা!
কখনো প্রতীক্ষা দুখের। এক্সিডেন্ট করেছে প্রিয়জন। হাসপাতলের বেডে অজ্ঞান হয়ে শুয়ে আছে প্রিয়মুখ। কারো ছোটবোন, কারো স্ত্রী, কারো মেয়ে। উদবিগ্ন মুখগুলো ঘিরে আছে সেই মুখটির দিকে। দিন কেটে যায়, সেন্স ফিরে না। একদিন--দুইদিন---এক সপ্তাহ--দুই সপ্তাহ--- প্রতি মুহূর্তে আশা, এই বুঝি চোখ খুলবে, প্রিয়জনের হাত টা ধরে কাদে উঠবে বেচে থাকার আনন্দে। আর যারা একটু দূরে, বারে বারে তাকায় ফোনের দিকে, চেক করে ফেসবুক। এই বুঝি একটা ভালো খবর এলো।
কিন্তু প্রতীক্ষার শেষ হয় না।
আজ ২০দিন আমার এক কাজিন হাসপাতালের বেডে অচেতন বাস এক্সিডেন্ট এর ভিক্টিম হয়ে। আর আমরা প্রতীক্ষায় আছে সএএ ফিরে আসসবে আমাদের মাঝে।
আপনাদের কাছে দোয়া চাই।
২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে সুস্থ করে দিক।
৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
আকিব হাসান জাভেদ বলেছেন: দোয়া করি প্রাণ টা ফিরে আসুক আপন মানুষের মাঝে। আল্লাহ দোয়া কবুল করুণ।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ কামনা রইলো।