নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো-ক্যানভাস

মানুষ বলতে পৃথিবীতে যা বোঝানো হয় আমি সেই বস্তুর কাছাকাছি কিছু একটা।

কালো-ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি'

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪২

১৯৮৮ সালে এরশাদ সরকার রাষ্ট্রধর্ম আইন জারি করলে তার প্রতিবাদে জুন মাসে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি’ নামে একটি নাগরিক কমিটি গঠিত হয়। এক হাজার এক জন সদস্য বিশিষ্ট নাগরিক কমিটির এই সভামন্ডলীতে থাকেন বিচারপতি কামালউদ্দিন হোসেন, বেগম সুফিয়া কামাল, বিচারপতি দেবেশ ভট্টাচার্য, ডঃ খান সারওয়ার মুরশীদ, বিচারপতি কে এম সোবহান, ব্যারস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, কবীর চৌধুরী, কলিম শরাফী, ডঃ মুশাররফ হোসেন, মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, বদরুউদ্দীন উমর, ফয়েজ আহমেদ, ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ডঃ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও ডঃ আনিসুজ্জামান। কমিটির ২১ সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলীরা হলেন রফিকুন নবী, বিনোদ দাশ গুপ্ত, সৈয়দ জাফর, হাবিবুর রহমান মিলন, রামেন্দু মজুমদার, আবেদ খান, মফিদুল হক, হাজেরা সুলতানা, মামুনুর রশীদ, শহীদুল্লাহ খান বাদল, শাহরিয়ার কবির, নাসিরউদ্দিন ইউসুফ, আখতারুজ্জামান, ফজলে হোসেন বাদশা, শিরিন আখতার, মোহন রায়হান, লিয়াকত আলী লাকি, আল আমিন, আনু মুহাম্মদ, শ্রীমৎ বোধিপাল মহাথেরো ও অধ্যাপক গাব্রিয়েল মানিক গোমেজ। জাহানারা ইমাম লেখক হিসেবে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির’ সদস্য হন। উপলক্ষ যদিও স্বৈরাচারী এরশাদ সরকারের রাষ্ট্রধর্ম আইনের বিরোধিতা করা, একই সঙ্গে আক্রমণের লক্ষ হিসেবে জামাতে ইসলামী সহ অপরাপর সাম্প্রদায়িক দলসমূহকে চিহ্নিত করা হয়েছিল। এই কমিটির পক্ষ থেকে রাষ্ট্রধর্ম আইন পাশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে মামলা দায়ের করা হয় এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই বছরই শহীদ মিনার চত্বরে বিশাল নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রাজনৈতিক দলগুলো তখন এরশাদ সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে আগ্রহী থাকলেও জামাতে ইসলামী সহ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে আগ্রহী হয় না। বিভিন্ন দলের পক্ষ থেকে ‘স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটিকে’ বলা হয় আন্দোলনের লক্ষ শুধু স্বৈরাচার হওয়া উচিত, সাম্প্রদায়িকতা নয়।



- শিহাব শাহরিয়ার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.