নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো-ক্যানভাস

মানুষ বলতে পৃথিবীতে যা বোঝানো হয় আমি সেই বস্তুর কাছাকাছি কিছু একটা।

কালো-ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

অতীতের টান

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

পাগলাঃ কি রে পাগলা?

তারছিড়াঃ কারে কস?

পাগলাঃ নিজেরে জিগাই। নিজের খোঁজ খবর লই।

তারছিড়াঃ ভাল। আমি ভাল আছি।

পাগলাঃ তোরে জিগাইছি?

তারছিড়াঃ তোরে কইছি? নিজেরে জিগাইছিলাম মনে মনে। এখন জোরে জোরে উত্তর দিলাম।



পাগলাঃ তারছিড়া, একটা জিনিস খেয়াল করছোৎ?

তারছিড়াঃ না রে পাগলা। পাছা চুলকাইলে অনেক কিছু খেয়াল করন যায় না।

পাগলাঃ তাইলে আর কি, খাউজা বইয়া বইয়া।

তারছিড়াঃ খাউজানি তো পাকিস্থানের কপিরাইট করা। অগো চুলকানির তে খাউজানি বেশী।



পাগলাঃ পাকিস্তান তে মনে পড়ল আমাগো আছিলো এক খাস পাকি সাপোর্টার? মাথায় পড়ত লম্বা টুপি গায়ে দিত আচকান। কতো দেখি নামডা।

তারছিড়াঃ খিক খিক ... মোশতাইক্কা।

পাগলাঃ আহ ... বুজুর্গ আদমি থে। তামিজ সে বাত কিজো।

তারছিড়াঃ প্রাক্তন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক। একটা কথা কই?

পাগলাঃ জানি, হালায় একটা মীরজাফর।



তারছিড়াঃ আর একটা আছে।

পাগলাঃ নাম বল।

তারছিড়াঃ আমি কই নাই, কর্ণেল তাহের বইলা গেছেন।

পাগলাঃ নাম বল।

তারছিড়াঃ প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

পাগলাঃ খিক খিক ...... টপিক চেঞ্জ।



তারছিড়াঃ দান দান তিন দান।

পাগলাঃ বইলা ফালাও।

তারছিড়াঃ কাক্কু।

পাগলাঃ কি হইছে?

তারছিড়াঃ কাক্কু কাক্কু।

পাগলাঃ কস না ক্যারে?

তারছিড়াঃ আরে কাক্কু।

পাগলাঃ আরে বেটা ক, হুনতাছি।

তারছিড়াঃ আরে বেটা প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

পাগলাঃ আলু খাস? সব তরকারিতে দিয়া খাওন যায়।

তারছিড়াঃ খিক খিক ... আলুর নাম রাষ্ট্রদূত।



তারছিড়াঃ কি রে তারছিড়া?

পাগলাঃ তুই ভাল আছোস।

তারছিড়াঃ কি রে পাগলা?

পাগলাঃ পাগলার সুখ সব মনে।





- শাহরিয়ার খান শিহাব

ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.