![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমরা যা যা মেনে নিয়ে দিন পার করে দিচ্ছি কালও তা স্বাভাবিক ভেবে নিয়ে পার করে পরশু দিনে পৌছে যাব। কারও অন্যায় দেখেও দেখবো না। নিজেকে তুলে দ্বার করাবো না, বাস্তবটা দেখে মুখ ফিরিয়ে বাড়ী ফিরে আসবো। একদিন তো এমন ঘটবেই যে আজকের ঘটে যাওয়া ঘটনা আমার সাথে বা আমার পরিবারের সাথে বা একদিন আমাদের সন্তানদের সাথে ঘটবে। রাজনৈতিক বা সামাজিক বা অন্য যেকোন ঘটনাই হোক না কেন। সেদিন আমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না - "আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কি দিন রেখে গেলাম?"
আজকে যেটা আমাদের হাসি কালকে সেটা আমাদের কান্না হতে পারে।
আজকে যেটা অন্যের জন্য অসহনীয় কাকে সেটা আমার জন্যও হতে পারে।
আজকে যে শিশু প্রচন্ড অনাদরে বেড়ে উঠছে কাল সেটা আমার সন্তানও হতে পারে
-শাহরিয়ার খান শিহাব
©somewhere in net ltd.